একটি ইউটিউব চ্যানেল তৈরি করার পর সেই চ্যানেলের কয়েকটি বিষয়ের ওপর অধিক গুরুত্ব দেয়া প্রয়োজন হয়।
এরমধ্যে অন্যতম বিষয়গুলো যেমন, ইউটিউব চ্যানেলের লোগো কিংবা প্রোফাইল পিকচার যুক্ত করা, চ্যানেল আর্ট বা ব্যানার যুক্ত করা, চ্যানেল ডেসক্রিপশন লেখা ইত্যাদি। অর্থাৎ চ্যানেলটিকে ভালোভাবে Customize করে নেয়াটা অত্যন্ত জরুরী।
ইউটিউব চ্যানেলকে একটি ব্র্যান্ড হিসেবে গড়ে তোলার জন্য কিংবা চ্যানেলটির নিজস্ব পরিচিতি বৃদ্ধি বা প্রফেশনাল রুপ দেয়ার জন্য চ্যানেলে লোগো বা প্রোফাইল পিকচার যুক্ত করা অতীব গুরুত্বপূর্ণ।
সুতরাং, একটি চ্যানেল শুরু করার পূর্বেই ইউটিউব চ্যানেলের লোগো ডিজাইন করে নেয়া জরুরী। এক্ষেত্রে, প্রফেশনাল বা দক্ষ একজন গ্রাফিক্স ডিজাইনারকে দিয়ে ইউটিউব চ্যানেলের জন্য লোগো ডিজাইন করে নেয়া যেতে পারে।
কিন্তু, অনেকের কাছে প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনারকে দিয়ে কাস্টম ডিজাইনের একটি লোগো বা প্রোফাইল পিকচার ডিজাইন করার মত বাজেট থাকেনা।
যার ফলে, অনেকে নিজেই নিজের ইউটিউব চ্যানেলের লোগো ডিজাইন করে থাকে। কিন্তু এমন অনেককেই পাওয়া যাবে, যারা লোগো ডিজাইন করার সফটওয়্যার যেমন, Photoshop কিংবা Illustrator এর ব্যবহার ঠিক মত জানেনা।
যাইহোক, আজকের এই পোস্টটি মূলত তাদের জন্য, যারা নিজেরাই নিজেদের চ্যানেলের জন্য প্রোফাইল পিকচার বা লোগো ডিজাইন করে নিতে পারেন অনলাইনে বিভিন্ন গ্রাফিক্স ডিজাইন টুলস বা সফটওয়্যার ব্যবহার করার মাধ্যমে।
এক্ষেত্রে, YouTube চ্যানেলের লোগো ডিজাইন করার জন্য Photoshop বা Illustrator সম্পর্কে খুব ভালো জ্ঞ্যান না থাকলেও চলবে, এবং এই অনলাইন টুলস গুলো ব্যবহার করে যেকেউ খুব সহজেই নিজের পছন্দ মত লোগো ডিজাইন করে নিতে পারবে।
ইউটিউব চ্যানেল লোগো ডিজাইন করার সেরা অনলাইন টুলসঃ
Canva
অনেকেই হয়তো Canva টুলটির সাথে পরিচিত। Canva হল একটি জনপ্রিয় অনলাইন গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার বা টুল (Online Graphics Design Tool)। এটিকে ব্যবহার করে খুব সহজেই দারুন সব ডিজাইন তৈরি করে ফেলা যায়।
একদম বিগিনার তথা নতুন ব্যবহারকারী অর্থাৎ যাদের গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে কম ধারণা আছে, তারাও চাইলে এটিকে ব্যবহার করে নিজের প্রয়োজনে বিভিন্ন ধরনের গ্রাফিক্স ডিজাইন করে নিতে পারে।
মূলত Canva টুলটি ফ্রি হওয়ায় এবং এটি ব্যবহার করা খুব সহজ বিধায় এর জনপ্রিয়তাও ব্যাপক। ফ্রিতে ব্যবহারের জন্য এখানে প্রচুর গ্রাফিক্স বা ইমেজ, টেমপ্লেট, ইলিমেন্টস সহ, ইমেজ এডিটিং এর জন্য বেশ কিছু অপশন অর্থাৎ Customizable Features রয়েছে।
এই অনলাইন টুল ব্যবহার করে বিভিন্ন কাজের জন্য গ্রাফিক্স বা টেমপ্লেট যেমন, Logo, Social Media Posts, stories, Cover Photo, Banner, Business Card, Blog Post Thumbnail, Posters, Flyers, Brochure, Presentation সহ আরও বহু রকমের কাজের জন্য এই টুলটি ব্যাপক ভাবে ব্যবহৃত হয়।
আপনি চাইলে নিজেই আপনার ইউটিউব চ্যানেলের লোগো ডিজাইন করে নিতে পারেন এই Canva Tool টিকে ব্যবহার করে। চাইলে এই সফটওয়্যার বা টুলটিকে সরাসরি Canva.com ওয়েবসাইটে গিয়ে ব্যবহার করা যায়, অথবা এটিকে Google Play Store থেকে App ডাউনলোড করে স্মার্টফোন থেকেও ডিজাইন তৈরি করা যায়।
এই Tool টিকে ব্যবহার করে YouTube Channel Logo ডিজাইন করার জন্য আপনাকে Canva Website এ গিয়ে জিমেইল আইডি দিয়ে সাইন আপ করে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে।
এরপর, ওয়েবসাইটের Home Page থেকে সার্চ বার এ YouTube Channel Logo লিখে সার্চ করলেই ইউটিউব চ্যানেলের লোগো ডিজাইন করার অপশন চলে আসবে।

আপনি সরাসরি ওই অপশনটি সিলেক্ট করলেই ইউটিউব চ্যানেলের জন্য অনেক রকমের ফ্রি এবং পেইড রেডিমেড Logo Template দেখতে পাবেন। এসব টেম্পলেট দেখে আপনি আপনার চ্যানেলের জন্য কি ধরনের ডিজাইন তৈরি করবেন সেগুলো থেকে আইডিয়া নিতে পারেন।
এখন, লোগো ডিজাইন করার জন্য “Create a Blank YouTube Channel Logo” এই অপশনটিতে গেলেই ডিজাইনের জন্য অপশন গুলো দেখতে পারবেন।
এছাড়াও, আপনি চাইলে সরাসরি Home Page এর “Custom Size” অপশন থেকে নির্দিষ্ট Width এবং Height অর্থাৎ ইউটিউব চ্যানেলের লোগো সাইজ 800*800 Pixel দিয়ে “Create New Design” বাটনে ক্লিক করলেই লোগো ডিজাইন করার অপশন দেখতে পাবেন।
এবার, বাম পাশে থাকা মেনু বা অপশনগুলো থেকে প্রয়োজনীয় ইলিমেন্ট যুক্ত করা বা ডিজাইন এডিট করতে পারবেন। যেমন, Add Text, Change Layout Color, Add Photos, Uploads Image or Design, Elements or Graphics, Free Templates ইত্যাদি বিষয় গুলো যুক্ত করা বা কাস্টমাইজ করে নেয়া যায়। এখানে, আপনি লোগো ডিজাইন সম্পর্কিত প্রচুর Templates বা Elements গুলো ফ্রিতেই ব্যবহার করার সুযোগ পাবেন।

যার সাহায্যে আপনি খুব সহজেই কোনরকম ঝামেলা ছাড়াই একদম প্রফেশনাল মানের YouTube Channel Logo ডিজাইন করে নিতে পারবেন।
চ্যানেলের লোগো ডিজাইন করা সম্পূর্ণ হয়ে গেলে ডান পাশে থাকা Download অপশন থেকে ছবি টি ডাউনলোড করে নিয়ে আপনার চ্যানেলে আপলোড করতে পারেন।
তবে, এই টুলটির একটি অসুবিধা হল এখান থেকে আপনি আপনার ডিজাইন করা লোগো বা ইমেজকে Transparent Background হিসেবে ডাউনলোড করতে পারবেন না।
Transparent Background হিসেবে ইমেজটি সেভ করতে চাইলে এই সফটওয়্যারটির প্রিমিয়াম ভার্সনে আপগ্রেড করে নিতে হবে। অর্থাৎ আপনাকে Pro Membership কিনে নিতে হবে, তাহলেই আপনি এই টুলটির যাবতীয় Pro Elements/Options গুলো ব্যবহার করে প্রফেশনাল মানের লোগো বা গ্রাফিক্স ডিজাইন তৈরি করে নিতে পারেন।
Snappa
ইউটিউব চ্যানেলের লোগো বা প্রোফাইল পিকচার ডিজাইন করার জন্য আরেকটি ফ্রি অনলাইন টুল হল Snappa। Canva এর মত Snappa ও বেশ জনপ্রিয় একটি অনলাইন গ্রাফিক্স ডিজাইন প্লাটফর্ম।
Canva এর পাশাপাশি আপনি চাইলে এই টুল ব্যবহার করেও আপনার ইউটিউব চ্যানেলের জন্য লোগো তৈরি করে নিতে পারেন। তাছাড়া এটি ব্যবহার করা খুবই সহজ।
এই টুলটি শুধুমাত্র যে লোগো ডিজাইন করার জন্যই ব্যবহৃত হয়ে থাকে, ব্যাপারটি মোটেও সেরকম না, বরং এই এটিকে বিভিন্ন গ্রাফিক্স ডিজাইনের কাজে Canva এর মতই ব্যবহার করা হয় থাকে।
তবে, এই টুলটি Canva থেকে একটু আলাদা, যেমন এখানে অনেকগুলো ফিচার বা অপশন ইলিমেন্টসগুলো ফ্রিতে ব্যবহার করার সুযোগ থাকলেও, ডিজাইন করা কোন ছবি বা ইমেজ প্রতিমাসে মাত্র ৩ বার download করার সুযোগ রয়েছে।
অর্থাৎ, ডিজাইন করা ছবি ইমেজ বা গ্রাফিক্স প্রতি মাসে ৩ বারের বেশি ডাউনলোড করার সুযোগ নেই, কিন্তু আনলিমিটেড ডাউনলোড করার জন্য এই টুলটির প্রিমিয়াম ভার্সনে আপগ্রেড করে নিতে হবে।
যাইহোক, Snappa Tool ব্যবহার করে YouTube Channel Logo ডিজাইন করার জন্য প্রথমে Snappa এর ওয়েবসাইটে গিয়ে জিমেইল আইডি ও পাসওয়ার্ড দিয়ে সাইনআপ করে নিতে হবে।

এরপর, হোমপেজ থেকে নির্দিষ্ট সাইজের Width এবং Height দিয়ে “Create” বাটনে ক্লিক করলেই লোগো ডিজাইন করার ইন্টারফেস চলে আসবে।
এখন আপনি চাইলে আপনার পছন্দমত ডিজাইন যুক্ত করতে পারবেন বিভিন্ন ধরনের ফিচার এবং অপশন ব্যবহার করার মাধ্যমে।
যেমন, Background image, Background Color, Pattern, Effects, Text, Graphics, ইত্যাদি অপশনগুলো ব্যবহার করে নিজের মত ডিজাইন তৈরি করে নিতে পারবেন।

এরপর আপনার ডিজাইন করা লোগো Download থেকে PNG বা JPG format অথবা Transparent Background হিসেবেও download করে নিতে পারবেন।
পরিশেষেঃ
তাহলে আপনারা নিশ্চয়ই ধারণা পেয়েছেন যে কিভাবে ইউটিউব চ্যানেলের লোগো ডিজাইন করতে হয় অনলাইন এই দুটি টুলস ব্যবহার করে।
লোগো ডিজাইন করার জন্য অনলাইনে আরও বিভিন্ন ধরনের টুলস বা ওয়েবসাইট রয়েছে যেগুলো ব্যবহার করেও ফ্রিতে ইউটিউব চ্যানেল লোগো কিংবা ইউটিউব চ্যানেল আর্ট(YouTube Channel Art) ডিজাইন করা যায়।
কিন্তু বেশীরভাগ সময় দেখা যায় এই ওয়েবসাইট গুলোতে ফ্রিতে ডিজাইন করার সুযোগ থাকলেও সেই ডিজাইন করা লোগো বা ইমেজ ডাউনলোড করার সুযোগ থাকেনা, কিংবা সেই সুযোগ থাকলেও Low Quality ইমেজ ডাউনলোড করতে হয়, এছাড়াও অনেক সময় পেইড প্ল্যান কিনে নিয়ে তারপর ডাউনলোড তথা ব্যবহার করার সুযোগ মিলে।
কিন্তু উপরে যে দুটি টুলস নিয়ে আলোচনা করা হয়েছে, এই টুল গুলো খুবই জনপ্রিয় এবং হাজারো ব্যবহার কারী এই প্লাটফর্ম গুলো ব্যবহার করে নিজেদের চ্যানেলের জন্য লোগো বা অন্য যেকোনো কাজে ব্যবহার করে থাকে।
সুতরাং আপনি নির্দ্বিধায়, এই দুটি টুলস ব্যবহার করে আপনার ইউটিউব চ্যানেলের জন্য লোগো বা প্রোফাইল পিকচার অথবা চ্যানেল আর্ট ডিজাইন করে নিতে পারেন, কোন রকম ঝামেলা ছাড়াই।
Logo