একটি নিউজপেপার ওয়েবসাইটের জন্য ওয়েবসাইট লেআউট বা ডিজাইন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যে ওয়েবসাইটের ডিজাইন যত ভালো এবং আকর্ষণীয় হবে, সে ওয়েবসাইটে ভিজিটর কিংবা পাঠকদের আনাগোনা বেশি থাকবে।
অর্থাৎ, ওয়েবসাইটের পোস্ট বা কন্টেন্টগুলো যত সুন্দরভাবে উপস্থাপন করা যাবে, ভিজিটর বা পাঠকদের মনোযোগ তত বেশি আকর্ষণ করা যাবে।
যাইহোক, যেকোনো ধরনের নিউজপেপার ওয়েবসাইট বা নিউজ ওয়েবসাইট তৈরি করার জন্য অনলাইনে প্রচুর ওয়ার্ডপ্রেস নিউজ থিম রয়েছে।
একেকটি থিমে একেক রকমের ডিজাইন দেয়া থাকে, চাইলে সেই ডিজাইন গুলো সরাসরি ব্যবহার কিংবা কাস্টমাইজ করে নিউজ, ব্লগ কিংবা ম্যাগাজিন ওয়েবসাইট বানানো যায়।
কিন্তু সব গুলো থিমে বিভিন্ন ধরনের ডিজাইন যুক্ত করা থাকলেও, সব রকমের ফিচার যুক্ত করা থাকেনা। যার ফলে সেই থিম দিয়ে নিজের ইচ্ছে মত ডিজাইন কিংবা কাস্টমাইজ করে একটি পরিপূর্ণ নিউজপেপার বা নিউজ ওয়েবসাইট তৈরি করা সম্ভব হয়না।
তাছাড়া একটি নিউজপেপার ওয়েবসাইটের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেমন ওয়েবসাইট দ্রুত লোড হওয়া, ডিজাইন মোবাইল ফ্রেন্ডলি হওয়া, কন্টেন্ট গুলোকে সুন্দরভাবে প্রদর্শন করানো, সঠিক জায়গায় অ্যাডভার্টাইজমেন্ট ডিসপ্লে করানো ইত্যাদি বিষয়গুলোকে গুরুত্ব দিতে হয়।
কিন্তু সব ধরনের ওয়ার্ডপ্রেস নিউজ থিম (WordPress News Theme) গুলোতে সব ধরনের ফিচার বা কার্যক্ষমতা থাকেনা।
আর তাই, ব্লগ, ম্যাগাজিন বা নিউজপেপার ওয়েবসাইট তৈরি করার জন্য এমন একটি ওয়ার্ডপ্রেস নিউজ থিম বাছাই করতে হবে যেন তা সব দিক থেকে ভালো হয়। যেমন-
- Feature Rich বা থিমটিতে অধিক ফিচার যুক্ত থাকা,
- Easily Customizable- সহজে কাস্টমাইজ করা যায় এমন,
- Search Engine Friendly- সার্চ ইঞ্জিন বা র্যাঙ্কিং এর জন্য ভালো,
- Plugins Compatibility- সব ধরনের প্লাগিন সাপোর্ট করে এমন,
- Fast Loading Speed Optimized- খুব দ্রুত লোড হয় এমন,
- Responsive Design- সব ধরনের ডিভাইসের সাথে মানানসই ইত্য্যাদি।
সুতরাং, আপনি যদি আকর্ষণীয় এবং পরিপূর্ণ একটি নিউজপেপার, ব্লগ বা ম্যাগাজিন ওয়েবসাইট তৈরি করতে চান সেরা একটি ওয়ার্ডপ্রেস নিউজ থিম ব্যবহার করে, তাহলে আজকের এই পোস্ট আপনাকে দারুন ভাবে সহযোগিতা করবে।
১। Newspaper
যেকোনো ধরনের নিউজপেপার, ব্লগ এবং ম্যাগাজিন ওয়েবসাইট তৈরি করার জন্য সব থেকে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত ওয়ার্ডপ্রেস থিম হল Newspaper।
থিমফরেস্ট মার্কেটপ্লেস এ নিউজ থিম গুলোর মধ্যে সব চেয়ে বেশি বিক্রিত থিম এটি এবং ওয়ার্ডপ্রেসের যেকোনো ধরনের নিউজপেপার ওয়েবসাইট তৈরি করার জন্য এটি Themeforest Marketplace এ সবসময় প্রথম অবস্থানে থাকে।
Newspaper থিম টি খুবই পাওয়ারফুল একটি থিম এবং এটিতে প্রায় সব ধরনের ফিচারই যুক্ত করা রয়েছে। অর্থাৎ একটি প্রফেশনাল এবং পরিপূর্ণ নিউজপেপার ওয়েবসাইট তৈরির জন্য যে যে ফিচার বা অপশনের প্রয়োজন তার প্রায় সমস্ত ফিচারই এখানে পাওয়া যায়। যার কারনে অন্যান্য নিউজ থিমের তুলনায় এর ব্যবহার এবং জনপ্রিয়তা অনেক বেশি।
এই থিমে প্রায় ১০০টিরও বেশি টেম্পলেট বা ডেমো ওয়েবসাইট যুক্ত করা আছে, যেগুলো সরাসরি Import করে খুব সহজেই দারুন সব ওয়েবসাইট বানিয়ে ফেলা যায়।
তাছাড়া, ওয়েবসাইটকে নিজের পছন্দ মত এবং আরও আকর্ষণীয় করে তৈরি করার জন্য সাথে যুক্ত করা আছে শক্তিশালী পেজ বিল্ডার যেটি tagDiv Composer নামে পরিচিত, যেটিকে ব্যবহার করে নিমিষেই যেকোনো ধরনের ডিজাইন তৈরি করে নেয়া যায়।
তাছাড়া, এই থিম যেমন Fast Loading Speed Optimized অর্থাৎ খুব দ্রুত লোড হয়, তেমনি সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি(SEO Optimized) এবং সব ধরনের ডিভাইসের সাথেই মানানসই।
যাইহোক, একটি পরিপূর্ণ নিউজপেপার ওয়েবসাইট তৈরির জন্য এটি একটি সেরা ওয়ার্ডপ্রেস থিম। অর্থাৎ আপনি যদি একটি Feature-Rich বা অধিক ফিচার সমৃদ্ধ এবং সেই সাথে শক্তিশালী একটি প্রিমিয়াম থিম ব্যবহার করতে চান তাহলে এই Newspaper থিমটিকেই বেশি প্রাধান্য দিতে পারেন।
এই থিমের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যঃ
- Fast Loading Speed & SEO Optimized
- Responsive & AMP optimized
- Page Builder Integration
- Powerful Theme Option Panel
- Premium Plugins Integration
- 120+ Prebuilt Websites
- Widgets Ready
- Lots of Elements and Options
২। Soledad
নিউজপেপার, ব্লগ, ম্যাগাজিন ওয়েবসাইটের জন্য আরেকটি জনপ্রিয় ওয়ার্ডপ্রেস থিম হল Soledad। নিউজপেপার থিমের মত এটিও বেশ শক্তিশালী একটি থিম।
এই থিম ব্যবহার করেঅ কোন ধরনের কোডিং জ্ঞান ছাড়াই খুব অল্প সময়ের মধ্যেই একদম প্রফেশনাল নিউজপেপার, বা ম্যাগাজিন ওয়েবসাইট তৈরি করা যায়।
তাছাড়া, ওয়েবসাইট তৈরি সহজ করার জন্য এই থিমে প্রায় ২০০টির অধিক Pre-built Website বা ডেমো ওয়েবসাইট ডিজাইন যুক্ত করা রয়েছে, সেই সাথে ৬ হাজারের বেশি Demo Home পেজ দেয়া আছে। যেগুলো ব্যবহার করে খুব সহজেই এবং অল্প সময়ের মধ্যেই প্রফেশনাল নিউজ ওয়েবসাইট বানিয়ে ফেলা যায়।
এছাড়াও, কন্টেন্ট বা পোস্ট গুলোকে সুন্দর ভাবে সাজানোর জন্য এখানে প্রচুর পরিমানে টেম্পলেট বা লেআউট যুক্ত করা আছে। ওয়েবসাইটকে ভালভাবে কাস্টমাইজ তথা ডিজাইন করার জন্যও এখানে রয়েছে হাজার খানেক Theme Customizer Options।
পাশাপাশি এই থিমে যুক্ত করা আছে সব থেকে জনপ্রিয় দুটি পেইজ বিল্ডার Elementor এবং WPBakery Page Builder। সেই সাথে এই পেজ বিল্ডারগুলোর জন্য আলাদাভাবে Elements ও যুক্ত করা রয়েছে।
যাইহোক, যেকোনো ধরনের নিউজপেপার, ব্লগ এবং ম্যাগাজিন ওয়েবসাইট তৈরির Soledad সেরা একটি থিম।
এই থিমের বৈশিষ্ট্যঃ
- Responsive Design and Fast Loading Speed Optimized
- Search Engines Optimized
- 200+ Pre-built Website with Powerful Theme Customizer Options
- Elementor and WPBakery Page Builder Integration
- Lots of Elements and Widgets Ready
- Premium Plugins Included
- Wocommerce Ready
- Easy to Use and Customize
৩। Jannah
প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস নিউজ থিম গুলোর মধ্যে Jannah থিমও বেশ জনপ্রিয় একটি থিম। অন্যান্য থিমের মত এই থিমেও প্রচুর ফিচার এবং অপশন যুক্ত করা আছে। অর্থাৎ একটি পরিপূর্ণ নিউজপেপার ওয়েবসাইট তৈরি এবং ভালভাবে কাস্টমাইজ করার জন্য যেসমস্ত Features বা Elements এর দরকার হয়, তার প্রায় বেশির ভাগই এখানে অন্তর্ভুক্ত করা আছে।
সেই সাথে, এখানে প্রচুর সংখ্যক Demo Website Templates, Widgets, pre-made Block Layouts, Sliders, Posts layouts সহ অনেক রকমের ফিচার রয়েছে। ওয়েবসাইটকে ভালভাবে কাস্টমাইজ করার জন্য রয়েছে Powerful Theme Options Panel এবং সেই সাথে Built-in Page Builder তো আছেই।
অন্যান্য নিউজ থিম গুলোর তুলনায় এই থিমের ডিজাইন এবং ফিচার গুলো যথেষ্ট উন্নত। তাছাড়া এখানে যেসমস্ত ফ্রি ওয়েবসাইট টেম্পলেট যুক্ত করা হয়েছে সেগুলোর ডিজাইন বেশ আকর্ষণীয় এবং এগুলো সরাসরি Import সরাসরি করে ব্যবহার করা এবং সহজে কাস্টমাইজও করা যায়।
যার কারনে, সফল ভাবে একটি নিউজপেপার ওয়েবসাইট তৈরি করা থেকে শুরু করে পরিচালনা করার জন্য এই থিমটির ব্যবহার অতুলনীয়।
এই থিমের কিছু বৈশিষ্ট্যঃ
- Responsive Design and AMP Ready
- Fast Loading Speed and SEO optimized
- RTL & Translation Ready
- Powerful and Easy to Use Theme Option Panel
- Lots of Pre-made Website Templates
- Custom Widgets and Page Builder Integration ‘
- WooCommerce Ready
- Advertisements Friendly
- Easy to Use and Customizable Layouts
৪। Sahifa
ব্লগ, ম্যাগাজিন, কিংবা নিউজপেপার ওয়েবসাইট তৈরির জন্য Sahifa WordPress Theme বেশ জনপ্রিয় একটি নাম। এই থিমের একটি চমৎকার বৈশিষ্ট্য হল এটি ব্যবহার করা যেমন সহজ তেমনি এর ফিচার এবং কাস্টমাইজ করার অপশনগুলোও যথেষ্ট উন্নত।
ওয়েবসাইটকে খুব সহজে কাস্টমাইজ বা ডিজাইন করার জন্য এই থিমে শক্তিশালী Theme Option Panel বা Admin Panel রয়েছে, যেখান থেকে ওয়েবসাইটের Fonts পরিবর্তন থেকে শুরু করে Header, Footer, Colors, Layouts Style, Sidebars, Ads Option কাস্টমাইজেশন সহ আরও বিভিন্ন ধরনের কাজ করা যাবে।
নিউজপেপার, ব্লগ, ম্যাগাজিন ওয়েবসাইটের জন্য এই থিমে বেশ কিছু Demo Websites Templates দেয়া আছে, যেগুলো Demo Importer এর সাহায্যে ডিজাইন Import করে খুব সহজেই ওয়েবসাইট রেডি করা যায়।
সেই সাথে ডিজাইন গুলোকে আরও ভালভাবে কাস্টমাইজ করে নিজের পছন্দ মত সাজিয়ে তোলার জন্য রয়েছে Built-in Page Builder যেটি TiePage Builder হিসেবে পরিচিত।
তাছাড়া এই থিম যথেষ্ট যথেষ্ট Responsive এবং Retina Optimized অর্থাৎ এই থিমটি সব ধরনের ডিভাইসের সাথে খুব ভালো মানানসই।
একটি নিউজ ওয়েবসাইটকে সুন্দর ভাবে সাজানোর জন্য এবং ওয়েবসাইটকে সম্পূর্ণ কার্যকরী করে গড়ে তুলার জন্য এখানে প্রচুর পরিমানে Pre-defined Layouts, Custom Blocks, Custom Posts & Page Templates, সহ ৩০টিরও বেশি Widgets যুক্ত করা আছে। চাইলে এই থিমকে ব্যবহার করে একটি ইকমারস সাইটও বানিয়ে ফেলা যাবে, যেহেতু এটি WooCommerce সাপোর্ট করে।
এই থিমের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যঃ
- Modern, Responsive and Retina Ready Design
- Unlimited Colors and Extensive Typography Options
- Powerful Admin Panel and Built-in Page Builder Integration
- Custom Layouts, Short codes and Widgets Collection
- WooCommerce, WPML and Translation Ready
- Easy to Use Customizable Elements
৫। NewsMag
যেকোনো ধরনের প্রফেশনাল নিউজ বা ম্যাগাজিন ওয়েবসাইট তৈরির জন্য আরেকটি জনপ্রিয় ওয়ার্ডপ্রেস নিউজ থিম হল Newsmag।
এই থিমের ডিজাইন কোয়ালিটি এবং পারফর্মেন্স অন্যান্য নিউজ থিমের তুলনায় যথেষ্ট ভালো। তাছাড়া এই থিমটি থিমফরেস্ট মার্কেটপ্লেস এ খুব ভালো রেটিং প্রাপ্ত একটি নিউজ থিম।
Newspaper থিমের মত এই থিম টিতেও বেশ ভালো কোয়ালিটি সম্পন্ন ফিচার এবং অপশন যুক্ত করা আছে। একটি নিউজ ওয়েবসাইটকে ভালভাবে কাস্টমাইজ করে ডিজাইন করার জন্য যে সমস্ত ফিচার বা টুলস এর দরকার হয় তার প্রায় সব ধরনের টুলসই এখানে অন্তর্ভুক্ত আছে।
পাশাপাশি শক্তিশালী tagDiv Composer তো আছেই, যেকোনো ধরনের ডিজাইন তৈরি করার জন্য।
এছাড়া এই থিমে আপনি বেশ কিছু প্রিমিয়াম প্লাগিন বা টুলস পাবেন, যেগুলো এই থিমের সাথে যুক্ত করা আছে সম্পূর্ণ ফ্রিতে ব্যবহারের জন্য।
পাশাপাশি এই থিমে প্রায় ডজন খানেক Pre-built Website Layouts দেয়া আছে, একই সাথে Custom Post and Page Layouts, Custom Widgets, advanced theme typography সহ বিভিন্ন ধরনের Elements এখানে পেয়ে যাবেন।
মোটামুটি প্রায় সব দিক থেকেই এই থিম টি যথেষ্ট ভালো, তাই একটি ভালমানের Newspaper website তৈরি করার জন্য এই থিমটিকে আপনি চাইলে ব্যবহার করতে পারেন।
এই থিমের ফিচারসমূহঃ
- Responsive, Fast Loading Speed, SEO Optimized Design
- Page Builder Integration – tagDiv Composer, WPBakery Page Builder
- Advertisements friendly design
- Pre-built website Templates with Lots of Customizable Options
- Powerful Theme Option Panel
- Plugins Compatibility Including WooCommerce, WPML etc.
৬। JNews
আপনি যদি এমন কোন থিম খুজে থানে যেই থিম দিয়ে আপনার পছন্দ মত যেকোনো ধরনের ডিজাইন যুক্ত করতে কিংবা ওয়েবসাইট টিকে শুরু থেকে ডিজাইন বা কাস্টমাইজ করবেন তাহলে JNews Theme টি হবে আপনার প্রথম পছন্দ।
এই থিমে প্রচুর পরিমানে ফিচার এবং থিম কাস্টমাইজেশন Elements/ Options দেয়া আছে, যার কারনে আপনি যদি শুরু থেকে নিজেই ওয়েবসাইট ডিজাইন করতে চান সেটি করতে পারবেন।
এই থিম দিয়ে Header এবং Footer বানানো থেকে শুরু করে ওয়েবসাইটের প্রায় সব ধরনের কাজই করা যাবে, এজন্য কোন ধরনের কোডিং জ্ঞ্যান না থাকলেও চলবে। তাছাড়া, এই থিমের সাথে শক্তিশালী এবং সব থেকে জনপ্রিয় Elementor পেইজ বিল্ডার যুক্ত করা আছে যেকোনো ধরনের ডিজাইন বানানোর জন্য।
পাশাপাশি, প্রচুর পরিমানে ফ্রি ওয়েবসাইট টেমপ্লেটও দেয়া আছে যেগুলো বিভিন্ন ধরনের নিশ বা ক্যাটেগরি ওয়েবসাইটের জন্য তৈরি করা। এই থিম দিয়ে প্রায় যেকোনো ধরনের ওয়েবসাইটই তৈরি করা যায়। চাইলে এটিকে ব্যবহার করে ওয়েবসাইট পণ্য বিক্রি তথা ইকমারস ওয়েবসাইটও বানানো যাবে।
যাইহোক, আপনি যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন থেকে শুরু করে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কাস্টমাইজেশনে খুব ভালো দক্ষতা থাকে, তাহলে এই থিম কে ব্যবহার করে আপনি নিজেই একদম শুরু থেকে নিউজপেপার, ব্লগ কিংবা ম্যাগাজিন ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন।
এই থিমে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যঃ
- Modern, Responsive, AMP optimized
- SEO and Speed Optimized
- Advertisement and Marketing Friendly
- Elementor & WPBakery Page Builder Integration
- Lots of Pre-built Website Layouts
- Custom Widgets and Customizable Elements
- Easy to Use Theme Option Panel with more than 700+ options
পরিশেষেঃ
ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করার জন্য ওয়ার্ডপ্রেসের হাজারো রকমের ফ্রি এবং প্রিমিয়াম দুই ধরনেরই থিম পাওয়া যায়।
একেকটি টপিকের বা নিশের জন্য একেক রকমের থিম রয়েছে, অর্থাৎ আপনি যে ধরনেরই ওয়েবসাইট তৈরি করতে চান না কেন, অনলাইনে সেই ধরনেরও ওয়ার্ডপ্রেস থিম পেয়ে যাবেন।
যাইহোক, নিউজপেপার বা নিউজ ওয়েবসাইট তৈরি করার জন্য ওয়ার্ডপ্রেসের ফ্রি এবং প্রিমিয়াম প্রচুর থিম রয়েছে। তবে নিউজপেপার, ব্লগ বা ম্যাগাজিন ওয়েবসাইটের ফ্রি থিম গুলোর চাইতে পেইড বা প্রিমিয়াম থিম ব্যবহার করাই উত্তম।
এতে যেমন মনের ইচ্ছা মত ডিজাইন বানানো যায় তেমনি ওয়েবসাইটও সব দিক থেকে শক্তিশালী থাকে। সুতরাং, ভালমানের একটি নিউজ ওয়েবসাইট(News Website) তৈরি করার জন্য সেরা একটি ওয়ার্ডপ্রেস নিউজ থিম বাছাই করা জরুরী।
ওপরে যেসব জনপ্রিয় নিউজ থিম উল্লেখ করা হয়েছে চাইলে আপনি এগুলোর যেকোনো একটি থিম কিনে ব্যবহার করতে পারেন আপনার নিউজপেপার ওয়েবসাইটের জন্য।