বর্তমানে ইংরেজি ভাষা শেখার প্রয়োজনীয়তা কতটুকু তা মোটামুটি সবারই জানা। ইংরেজিতে অনর্গল কথা বলার দক্ষতা থাকলে জীবনের বিভিন্ন ক্ষেত্রে অন্যদের থেকে একধাপ এগিয়ে থাকা যায়।
বাংলা আমাদের মাতৃভাষা হলেও, আমাদের জন্য ইংরেজি ভাষার গুরুত্ব কিন্তু কম নয়। কিন্তু, ইংরেজি আমাদের মাতৃভাষা না হওয়ায় এই ভাষা শেখার ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়।
মূলত, ইংরেজি শেখার মত সঠিক বা উপযুক্ত পরিবেশ না থাকার কারনে আমরা অনেকেই সঠিকভাবে এই ভাষায় দক্ষতা অর্জন করতে পারিনা।
অনেকের ইংরেজি গ্রামারে দক্ষতা থাকলেও, লোকলজ্জার কারনে অনেকে সবার সামনে ইংরেজিতে সাবলীলভাবে কথা বলতে পারেনা। অর্থাৎ, স্পোকেন ইংলিশে অনেকেই দুর্বল।
আমাদের দেশে বেশীরভাগ মানুষের কাছে ইংরেজি ভাষা অনেক জটিল এবং দুর্বোধ্য মনে হয়। যার ফলে, এই ইংরেজি শেখার পেছনে মানুষের ব্যাপক অনিহা রয়েছে।
কিন্তু, বর্তমানে তথ্য প্রযুক্তির যুগে আমরা চাইলেই কিন্তু বিভিন্ন উপায়ে ইংরেজি ভাষাতে দক্ষতা অর্জন করতে পারি। বর্তমানে ইংরেজি ভাষা শেখার জন্য অনলাইনে প্রচুর রিসোর্স রয়েছে। চাইলে এখন ঘরে বসেই ইংরেজি শেখা বা Spoken English এ দক্ষতা অর্জন করা সম্ভব।
যাইহোক, বর্তমানে ঘরে বসে স্পোকেন ইংলিশ শেখার জন্য 10 Minute School Spoken English Course বা ঘরে বসে Spoken English কোর্সটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।
মূলত, আমরা এই পোস্ট থেকে টেন মিনিট স্কুল এর ঘরে বসে Spoken English কোর্স সম্পর্কে বিস্তারিত জানব, অর্থাৎ এই কোর্সটির কি কি বৈশিষ্ট্য রয়েছে, কোর্স থেকে কি কি শেখা যাবে, কাদের জন্য এই কোর্সটি বেশি উপকারী ইত্যাদিসহ কোর্সটির যাবতীয় বিষয়।
10 Minute School Spoken English Course– ঘরে বসে স্পোকেন ইংলিশ কোর্স সম্পর্কেঃ
ঘরে বসেই স্পোকেন ইংলিশ (Spoken English) এ দক্ষতা অর্জন করার জন্য 10 Minute School এর Spoken English কোর্সটি খুবই জনপ্রিয়। এই কোর্সটি এতো বেশি জনপ্রিয় যে প্রায় ১ লক্ষ্ ২৩ হাজারেরও অধিক মানুষ এই কোর্সটিতে ভর্তি হয়েছেন।
এই কোর্স এর শিক্ষক (Instructor) হলেন- মুনজেরিন শহীদ (Munzereen Shahid), MS (English), University of Oxford (UK); BA, MA (English), University of Dhaka; IELTS: 8.5। ইংরেজি শিক্ষার জন্য তিনি বর্তমান সময়ে বেশ জনপ্রিয়।

10 Minute School এর এই Spoken English Course টি এমন ভাবে সাজানো হয়েছে যাতে করে স্পোকেন ইংলিশে যারা একেবারেই দুর্বল বা যারা ইংরেজিতে কথা বলায় জড়তা বা ভয় বোধ করে, তারা যেন খুব সহজেই ইংরেজি ভাষায় কথা বলার দক্ষতা অর্জন করতে পারে, সেভাবেই মূলত এই কোর্সটি তৈরি করা হয়েছে।
বাস্তব জীবনের বিভিন্ন পরিস্থিতে কিভাবে নিঃসংকোচে কথা বলতে হয় বা কথা বলার জড়তা কাটিয়ে উঠতে হয় তা এই কোর্স এর মাধ্যমে সঠিক গাইডলাইন পাওয়া যাবে।
এছাড়া, বাস্তব উদাহরণ এবং ইংরেজি শব্দের সঠিক উচ্চারনের বিভিন্ন সহজ উপায় গুলো শিখে ইংরেজিতে কথা বলার দক্ষতাও অর্জন করা যাবে এই কোর্স করার মাধ্যমে।
10 Minute School Spoken English কোর্স এর ভিডিও লেকচারগুলো ৩ টি প্রধান ভাগে ভাগ করা হয়েছে।
১। Basic
২। Intermediate
৩। Advanced
এই ৩টি প্রধান অংশে এই কোর্স এর ভিডিও লেকচার গুলো সাজানো হয়েছে। এতে করে Spoken English এর বেসিক বিষয়গুলোর জ্ঞ্যান অর্জন করার পাশাপাশি আরও অ্যাডভান্সড বিষয় সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যাবে।
10 Minute School এর Spoken English Course ছাড়াও ঘরে বসে Spoken English বইও রয়েছে। এই বইটিরও লেখক হলেন- মুনজেরিন শহিদ।

মাত্র ৭৫ টাকা দামের এই Spoken English PDF বইটি Download করেও স্পোকেন ইংলিশ শিখতে পারেন।
কোর্সটিতে কি কি থাকছে
স্পোকেন ইংলিশ শেখার জন্য 10 Minute School Spoken English কোর্সটিতে যা যা রয়েছে-
- ৮৩টি ভিডিও লেকচার
- ৮৩ টি কুইজ সেট
- ৮৩ টি নোটস ও অডিও বুক
- ভোকাবুলারি ফ্ল্যাশকার্ড (Vocabulary Flash Card)
- ৮৩টি ট্রান্সক্রিপ্ট- এই ট্রান্সক্রিপ্ট টি পড়ে পুরো লেসন সম্পর্কে লিখিতরুপে ধারণা পাওয়া যাবে।
- কোর্স শেষে একটি সার্টিফিকেট
কোর্সটি কাদের জন্য
- যারা ঘরে বসে অনলাইনে অল্প সময়ে Spoken English শিখতে চায় বা ইংরেজিতে কথা বলার দক্ষতা বাড়াতে চায় তাদের জন্য এই কোর্স।
- জনসম্মুখে যারা ইংরেজিতে কথা বলতে ভয় পায় বা লজ্জাবোধ করে এবং ইংরেজিতে কথা বলার জড়তা কাটিয়ে উঠতে চায়।
- ইংরেজি শব্দের সঠিক উচ্চারনসহ শব্দের সঠিক ব্যবহারগুলো ভালোভাবে জানতে চায়।
- গতানুগতিক গ্রামার এর Rules এর পর Rules মুখস্থ করা ছাড়াই যারা ইংরেজিতে অনর্গল কথা বলার কৌশল বা জ্ঞ্যান অর্জন করতে চায়।
- যারা বাস্তব জীবনের বিভিন্ন পরিস্থিতিতে কিভাবে ইংরেজিতে কথা বলতে হয় এবং নিজেকে সেভাবে প্রস্তুত করতে হয় তা জানতে চায়।
- যারা ইংরেজি কথা বলার দক্ষতা আরও বাড়িয়ে তুলতে চায় বা ইংরেজিতে আরও ভালোভাবে কমিউনিকেশন করতে চায়।
- জব বা ইন্টার্ভিউ বোর্ড এ নিজেকে ভালোভাবে উপস্থাপন করা তথা ইংরেজিতে কথা বলার দক্ষতা প্রকাশ করতে চায়।
- IELTS এর মত Speaking Test গুলোতে যারা ভালো ফলাফল অর্জন করতে চান।
- এছাড়া, যারা সবার সামনে (যেমন- বন্ধু, বান্ধব, কলিগ, বা ক্লাইন্ট এর কাছে) নিজেকে ইংরেজিতে আরও স্মার্ট ও দক্ষভাবে উপস্থাপন করতে চায়।
বলতে গেলে কোর্সটি প্রায় সবার জন্যই এমন কি যেকোনো বয়সের মানুষের জন্য খুবই উপকারী। এই কোর্স করার মাধ্যমে যেকেউ তার ইংরেজি ভীতি বা ইংরেজি কথা বলার জড়তা কাটিয়ে উঠে নিজেকে Spoken English এ আরও দক্ষ করে তুলতে পারে।
কোর্স থেকে কি কি শেখা যাবে
10 Minute School এর ঘরে বসে Spoken English Course থেকে যা যা শিখতে পারবেন এবং যেভাবে কোর্সটি আপনাকে সহযোগিতা করতে পারে- যেমনঃ
- ইংরেজি শব্দের সঠিক উচ্চারন জানা, শব্দের সঠিক ব্যবহার ও ইংরেজিতে কথা বলার বিভিন্ন কলাকৌশল।
- লোকজনের সামনে কিংবা বন্ধুবান্ধব, অফিস, আড্ডায়, স্কুল-কলেজে বা বিভিন্ন প্রেজেন্টেশনে ইংরেজিতে কথা বলার যে ভয় বা জড়তা তা কাটিয়ে উঠা যাবে এই কোর্স করার মাধ্যমে।
- গতানুগতিক গ্রামার এর বিভিন্ন রুলস মুখস্ত না করেই কিভাবে ইংরেজিতে দ্রুত কথা বলা যায় তা শেখা যাবে।
- বাস্তব জীবনের বিভিন্ন পরিস্থিতিতে কিভাবে ইংরেজিতে অনর্গল কথা বলার অভ্যাস তৈরি করতে হয় তা জানা যাবে এই কোর্স এর মাধ্যমে।
- ইংরেজিতে কিভাবে নিজের পরিচয় দিতে হয়, ইংরেজিতে কিভাবে গল্প বলতে হয়।
- স্কুল কলেজের বিভিন্ন প্রয়োজনে দৈনন্দিন কিভাবে ইংরেজিতে কথা বলতে হয় বা বন্ধুদের সাথে আড্ডা দেয়ার কথোপকথন।
- বিভিন্ন জব ইন্টার্ভিউ বোর্ড এ কিভাবে ইংরেজি ভাষাতে কথোপকথন করতে হয়।
- হোটেল, রেস্তরাঁতে কিভাবে ইংরেজিতে কথা বলতে হয়।
- ইংরেজিতে কিভাবে নিজের মনের দুঃখ, আনন্দ-বেদনা, আশা-আকাঙ্ক্ষা, মতামত, প্রশংসা, সহানুভূতি, শুভেচ্ছা ইত্যাদি প্রকাশ করতে হয় তা শেখা যাবে।
- অফিস আদালত কিংবা বিভিন্ন পরিবেশে কিভাবে ইংরেজিতে কথা বলতে হয় এবং দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় যেসব ইংরেজি শব্দের ব্যবহার জানা জরুরী, সেগুলো সম্পর্কে ধারণা পাওয়ার পাশাপাশি Spoken English এ নিজেকে আরও ভালোভাবে প্রস্তুত করা যাবে।
সর্বোপরি, প্রাত্যহিক জীবনে একজন মানুষের বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থায় যেভাবে ইংরেজিতে কথা বলতে হয় বা ইংরেজিতে ভাষার সঠিক ব্যবহার জানতে হয়, তার প্রায় বেশীরভাগ বিষয়ই এই Spoken English Course এ শেখানো হয়েছে।
তাই, যারা বাস্তব জীবনের বিভিন্ন পরিপ্রেক্ষিতে ইংরেজিতে কথা বলার ধরন এবং বিভিন্ন শব্দের ব্যবহারগুলো ভালোভাবে শিখতে চায় এবং সেই সাথে স্পোকেন ইংলিশ এ নিজের জড়তা বা ভয় দূর করতে চায় তাদের জন্য এই কোর্সটি দারুন ভাবে সহায়তা করবে।
কোর্স এর বৈশিষ্ট্য- কোর্সটি কেন করবেনঃ
- 10 Minute School Spoken English কোর্সটি অনলাইন ভিত্তিক হওয়ায়, যেকেউ চাইলে যেকোনো জায়গা থেকে যখন খুশি তখন কোর্সটি সম্পন্ন করতে পারে।
- কোর্স এর ভিডিও লেকচার চাইলে যেকোনো ডিভাইস যেমন স্মার্টফোন কিংবা ল্যাপটপ ব্যবহার করে যেকোনো জায়গা থেকে ভিডিও লেসন দেখা যাবে।
- কোর্সটির ভিডিও লেকচার গুলো বাংলা ভাষাতে হওয়ায় খুব সহজেই যেকেউ প্রত্যেকটি ভিডিও লেকচার গুলো বুঝতে পারে এবং সহজেই তা মনে রাখতে সাহায্য করে।
- কোর্সটিতে ৮৩টির মত ভিডিও লেকচার রয়েছে, ভিডিও লেকচার ছাড়াও কোর্সটিতে অডিওবুক(Audio-Book) দেয়া আছে, আর এই অডিও বুকের মাধ্যমে ভিডিও লেকচার গুলো না দেখেই পুরো লেসনগুলোর অডিও শুনে শেখা যাবে।
- Course এর প্রতিটি Video Lecture এর পর কুইজ দেয়ার সুযোগ রয়েছে, অর্থাৎ একটি করে ভিডিও লেকচার দেখার পর কুইজে অংশগ্রহন করে নিজেকে ভালোভাবে যাচাই করে নেয়ার সুযোগ রয়েছে।
- এছাড়া, Course এর ভিডিও লেকচার দেখায় সমস্যা হলে কোর্স এর সাথে দেয়া ট্রান্সক্রিপ্ট (Transcript) পড়েও শেখা যাবে।
- পাশাপাশি কোর্সটিতে দেয়া ভোক্যাবুলারি ফ্ল্যাশ কার্ড এর সাহায্যে যেকোনো শব্দের অর্থ, উচ্চারন এবং ব্যবহারগুলো জানা যাবে।
- কোর্সটির আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল – এখানে গতানুগতিক গ্রামার এর রুলস মুখস্থ করা ছাড়াই কিভাবে ইংরেজিতে কথা বলা যায় তা শেখানো হয়েছে।
- এছাড়া, কোর্স এর প্রত্যেকটি ভিডিও লেকচার গুলো তৈরি করা হয়েছে বাস্তব জীবনের বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থা নিয়ে। ফলে বাস্তব জীবনে ইংরেজি কথা বলার জন্য যা কিছু শেখা দরকার তা জানা যাবে এই কোর্স এর মাধ্যমে।
সর্বোপরি, এই কোর্স এর শিক্ষিকা (Instructor) বর্তমানে বেশ জনপ্রিয়। তিনি পূর্ণ স্কলারশিপে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে ইংরেজি শিক্ষার ওপর স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। ফলে, ইংরেজি শিক্ষায় দক্ষ এবং অভিজ্ঞ এই কোর্স টিচারের সাথে Spoken English শেখাটা হবে আরও বেশি প্রাণবন্ত।
সুতরাং, আপনি যদি ঘরে বসেই অনলাইনে আপনার স্পোকেন ইংলিশ এ দক্ষতা বাড়িয়ে নিতে চান, সেই সাথে ইংরেজিতে কথা বলার জড়তা বা ভয় কাটিয়ে নিজেকে সবার সামনে Spoken English এ এক্সপার্ট হিসেবে উপস্থাপন করতে চান, তাহলে 10 Minute School Spoken English Course টি আপনাকে দারুন ভাবে সহযোগিতা করবে।
কোর্সে কিভাবে ভর্তি হবেন ও Promocode কোথায় পাবেনঃ
কোর্সটিতে ভর্তি হওয়ার জন্য প্রথমে আপনাকে নিচের দেয়া লিংকটি ভিজিট করতে হবে। লিংক থেকে কোর্স এর পেজে যাওয়ার পর কোর্সটি কিনুন বাটনে ক্লিক করতে হবে।
তবে, কোর্সটি কেনার আগে যদি আপনার কাছে Promocode থাকে, তাহলেই সেই Promocode টি প্রোমো কোড এর জায়গায় বসিয়ে দারুন একটি ডিস্কাউন্ট এ কোর্সটি কিনে নিতে পারবেন।
আপনাদের সুবিধার্থে কোর্স এর লিংক এবং প্রোমোকোড দেয়া হল।
Promocode টি ব্যবহার করার পর কোর্সটি কিনুন বাটনে ক্লিক করে একটি মোবাইল ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে নেয়ার পর, বিকাশ বা অন্য যেকোনো পেমেন্ট মেথড দিয়ে কোর্স এর ফি পরিশোধ করতে হবে।
কোর্সটির পেমেন্ট সম্পন্ন হয়ে গেলে, কোর্সটির ড্যাশবোর্ড দেখতে পাবেন। যেখানে কোর্স এর যাবতীয় ভিডিও লেকচারগুলো পেয়ে যাবেন। এরপর, আপনার পছন্দ মত সময়ে যখন খুশি তখন ড্যাশবোর্ড এ লগইন করে ভিডিও গুলো দেখে নিতে পারবেন।
আরও পড়ুনঃ
10 Minute School- মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইন কোর্স (কেন করবেন )
10 Minute School MS PowerPoint Course- বিস্তারিত
১০ মিনিট স্কুল এর Spoken English Course সম্পর্কে সচরাচর প্রশ্ন ও উত্তরঃ
প্রশ্নঃ Spoken English কোর্সটিতে কি কি রয়েছে?
উত্তরঃ ঘরে বসে স্পোকেন ইংলিশ শেখার পূর্ণাঙ্গ গাইডলাইনসহ, ৮৩টি ভিডিও লেকচার, ৮৩টি কুইজসেট, ৮৩টি নোটস, অডিওবুক, ও ট্রান্সক্রিপ্ট।
প্রশ্নঃ কোর্সটি কাদের জন্য সব চেয়ে বেশি উপকারি?
উত্তরঃ যাদের ইংরেজিতে কথা বলতে কষ্ট বা লজ্জাবোধ হয়, যারা ইংরেজিতে কথা বলার জড়তা কাটিয়ে উঠতে চায় এবং যারা Spoken English এ ভালো করতে চায়, তাদের সবার জন্যই এই কোর্স।
প্রশ্নঃ কোর্সটি কি শুধু ওয়েবসাইটে নাকি অ্যাপেও করা যাবে?
উত্তরঃ কোর্সটি মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইট দুটোতেই করতে পারবেন।
প্রশ্নঃ কোর্সটি করার জন্য কি ইন্টারনেট কানেকশন লাগবে?
উত্তরঃ হ্যা। আপনাকে কোর্সটির ভিডিও লেকচার গুলো দেখার জন্য অবশ্যই ইন্টারনেট কানেকশন প্রয়োজন হবে।
প্রশ্নঃ কোর্সটি কি ডাউনলোড করা যাবে?
উত্তরঃ না। কোর্সটি করার জন্য আপনার ইন্টারনেট কানেকশন থাকতে হবে এবং মোবাইল অ্যাপ কিংবা ওয়েবসাইট এ লগইন করে যখন খুশি তখন দেখতে পারবেন।
প্রশ্নঃ কোর্সটি শেষ করতে কতদিন সময় লাগবে?
উত্তরঃ কোর্স এর সময়সীমা ৩ মাস।
পরিশেষেঃ
বর্তমান সময়ে ইংরেজি ভালো জানা এবং ইংরেজিতে কথা বলার দক্ষতা থাকা খুবই জরুরী। স্কুল-কলেজের অ্যাকাডেমিক পড়াশুনা থেকে শুরু করে, চাকরি জীবনের প্রস্তুতি, বিদেশে উচ্চ শিক্ষা গ্রহনে, সফল একটি ক্যারিয়ার দাড় করানোর জন্য কিংবা জীবনের বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে থাকার জন্য ইংরেজিতে অনর্গল কথা বলার দক্ষতা ব্যাপকভাবে সহযোগিতা করতে পারে।
বর্তমান সময়ে ইংরেজি ভাষাতে কথা বলার দক্ষতা অর্জন করার জন্য বা Spoken English শেখার জন্য ১০ মিনিট স্কুল স্পোকেন ইংলিশ কোর্সটি (10 Minute School Spoken English Course) খুবই জনপ্রিয়।
চাইলে এই কোর্সটি করার মাধ্যমে নিজেকে স্পোকেন ইংলিশ এ দক্ষ করে তোলা সম্ভব।
কোর্স সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ।