নতুন ব্লগ পোস্ট আইডিয়া পাওয়ার ৮টি সহজ উপায়

You are currently viewing নতুন ব্লগ পোস্ট আইডিয়া পাওয়ার ৮টি সহজ উপায়

ব্লগিং শুরু করার পূর্বে অনেক গুলো ব্লগ পোস্ট আইডিয়া সম্পর্কে ধারণা থাকলেও পরবর্তীতে আর্টিকেল লেখার জন্য নতুন পোস্ট আইডিয়া খুজে পাওয়া যায়না।

আবার এমনও হতে পারে ব্লগে পর্যাপ্ত আর্টিকেল বা পোস্ট পাবলিশ করা হয়ে গেলে নতুন পোস্ট লেখার জন্য টপিক খুজে পাওয়া যায়না। মুলত এই সমস্যায় প্রায় বেশির ভাগ ব্লগাররাই ভুগে থাকেন।

ব্লগে ভিজিটর ধরে রাখতে এবং নতুন ভিজিটর বাড়াতে হলে, ব্লগে নিয়মিত আর্টিকেল বা পোস্ট পাবলিশ করতে হয়।

কিন্তু, যদি নতুন ব্লগ পোস্ট লেখার মত পোস্ট আইডিয়া না থাকে তাহলে কন্টেন্ট বা আর্টিকেল লেখা অনেক কঠিন হয়ে দাড়ায়। যার ফলে ভিজিটর কমে যাওয়ার পাশাপাশি ব্লগিং করার আগ্রহও কমে যায় এবং একসময় গিয়ে ব্লগিং এ ব্যর্থ হতে হয়।

আর তাই, নতুন নতুন ব্লগ পোস্ট আইডিয়া (Blog Post Ideas) খুজে পাওয়া এবং নিয়মিত কন্টেন্ট পাবলিশ করা প্রায় সব ব্লগারদের জন্যই সমান গুরুত্বপূর্ণ।

যাইহোক, আপনিও যদি আপনার ব্লগের জন্য নতুন পোস্ট আইডিয়া বের করতে চান এবং নিয়মিত ব্লগে কন্টেন্ট পাবলিশ করতে চান তাহলে এই পোস্ট থেকে ধারণা নিতে পারবেন, কিভাবে সহজেই ব্লগের কন্টেন্ট আইডিয়া বা ব্লগ পোস্ট আইডিয়া খুজে বের করবেন।

১। গুগল কিওয়ার্ড প্লানার টুল – Google Keyword Planner Tool ব্যবহার করুন

ব্লগের জন্য পোস্ট আইডিয়া বা কন্টেন্ট আইডিয়া পাওয়ার জন্য গুগল কি ওয়ার্ড প্লানার হল একটি সেরা টুল।

গুগল কিওয়ার্ড প্লানার মুলত একটি ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুল(Keyword Research Tool)। যেটি ব্যবহার করে সহজেই কিওয়ার্ড এর পাশাপাশি নতুন কন্টেন্ট বা আর্টিকেল সম্পর্কে ধারণা নেয়া যায়।

এই টুলটি ব্যবহারের সুবিধা হল এটি আপনার নিশ বা টপিক এর ওপর অন্যান্য কিওয়ার্ড গুলো খুজে দিবে। যেখান থেকে আপনি খুব সহজেই ব্লগের জন্য পোস্ট টপিক আইডিয়া নিতে পারবেন।

আপনার টপিক বা কিওয়ার্ড গুগল কিওয়ার্ড প্লানার এ বসালে এটি আপনাকে আপনার টপিক সম্পর্কিত অন্যান্য Keyword এর পাশাপাশি অনেক সাব টপিকও দেখাবে এবং মানুষ কি ধরনের Keyword লিখে ইন্টারনেটে সার্চ করে সে সম্পর্কে একটি তালিকা দেখতে পারবেন।

এছাড়াও, ওই সকল কিওয়ার্ড এর একটি Average Search Volume ও পেয়ে যাবেন।  

এই টুলটিতে আপনি Location এবং Language পরিবর্তন করেও দেখতে পারেন কোন একটি Keyword এর বিপরীতে কোন অঞ্চলের Interest কেমন এবং কি ধরনের কীওয়ার্ড ব্যবহার হয়ে থাকে। 

তাই Google Keyword Planner টুল টিকে সঠিক ভাবে ব্যবহার করার মাধ্যমে আপনি সহজেই আপনার ব্লগ নিশ বা টপিক সম্পর্কিত keyword বা আপনার ব্লগের নতুন পোস্ট আইডিয়া পেয়ে জাবেন।

২। গুগল সার্চ কনসোল

ব্লগের নতুন আর্টিকেল আইডিয়া খুজে পাওয়ার আরেকটি চমৎকার উপায় হল গুগল সার্চ কনসোল এর ব্যবহার। এখান থেকে আপনি সহজেই অনেক গুলোর কেয়্বরদ এর তালিকা পেয়ে জাবেন।

সার্চ কনসোলে Performance এ গেলে আপনার ওয়েবসাইট সমস্ত রিপোর্ট গুলো পেয়ে জাবেন। আপনার ওয়েবসাইট Impression, Click, position, Page Rank, search queries ইত্যাদি বিষয় গুলো পেয়ে জাবেন।

পাশাআশি কোন কোন Keyword বা Search Queries এর জন্য আপনার ওয়েবসাইটে Impression বেশি পাচ্ছে সে সকল কিওয়ার্ড এর একটি লিস্ট পেয়ে যাবেন, যেখান থেকে আপনি সহজেই একটি ধারণা নিতে পারবেন আপনার ব্লগের এর জন্য নতুন আর্টিকেল লেখার জন্য।

বিষয়টি আরও পরিস্কারভাবে বললে, ধরুন আপনি একটি কীওয়ার্ড কে টার্গেট করে এমন একটি আর্টিকেল লিখেছেন যেটি গুগল সার্চ এর প্রথম পেজে চলে এসেছে, এবং ওই আর্টিকেল থেকে প্রচুর ক্লিক এবং ভিজিটরও পাচ্ছেন।

কিন্তু আপনি হয়তো জানেন ই না যে কোন কোন Keyword বা Search Queries এর জন্য সেই আর্টিকেল Rank করেছে।

কেননা সার্চ র‍্যাঙ্কিং এ মেইন কি ওয়ার্ড (Main Keyword) এর পাশাপাশি অন্যান্য অনেক সহযোগী কিওয়ার্ড গুলোও র‍্যাঙ্ক করে, যার কারনে সেই আর্টিকেলটি র‍্যাঙ্ক হয়।

আর সেই সব কিওয়ার্ড এর জন্যই আপনার ওয়েবসাইট অনেক impression পায়।

তাই আপনি দেখতে পাবেন কোন কোন কিওয়ার্ড এ ভাল impression রয়েছে যেই কেয়্বরদ নিয়ে হয়তো আপনি কখন কোন আর্টিকেল এ পাবলিশ করেননি।

তাই একটু চিন্তা ভাবনা করলেই আপনি এখান থেকে আপনার নতুন আর্টিকেল লিখার আইডিয়া পেয়ে জাবেন।

৩। ফোরাম এবং সোশ্যাল মিডিয়া

ফোরাম এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া ব্যবহার করেও দারুন ভাবে ব্লগ পোস্ট আইডিয়া নেয়া যায়।

আপনার ব্লগের নিশ বা টপিক অনুযায়ী ইন্টারনেটে একটু খোঁজাখুঁজি করলেই বেশ কিছু Forum/ Community website গুলো খুজে পাবেন যেখানে আপনার নিশ সম্পর্কিত এবং নিশের বাহিরেও অনেক বিষয় নিয়ে প্রশ্ন/উত্তর বা আলোচনা হয়ে থাকে।

যেগুলো থেকে আপনি সহজেই ব্লগের জন্য আর্টিকেল আইডিয়া পেয়ে যেতে পারেন।

Quora

Quora হল একটি জনপ্রিয় Q/A ওয়েবসাইট, যেখানে বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন এবং উত্তর করা হয়ে থাকে। এই ওয়েবসাইট ব্যবহার করেও দারুন ভাবে কন্টেন্ট আইডিয়া খুজে পাওয়া যায়।

মুলত, এখানে নিত্যনৈমিত্তিক বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্নের উত্তর দেয়া হয়ে থাকে। ফলে আপনার নিশ বা টপিক অনুযায়ী আপনি সেই সব Q/A গুলো দেখতে পারেন নতুন পোস্ট আইডিয়া নেয়ার  জন্য।

আপনি চাইলে সরাসরি এখানে প্রশ্ন করতে পারেন আপনার ব্লগের সাথে সম্পৃক্ত বিষয় নিয়ে, অথবা আপনার টপিকের সাথে সম্পর্কিত অন্যদের বিভিন্ন প্রশ্ন এবং উত্তর গুলো দেখতে পারেন। সেখানে কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে বা প্রশ্নের এবং উত্তর এর ধরন গুলো কি রকম সেগুলো দেখে সহজেই আইডিয়া নিতে পারেন।

Facebook

আপনি আপনার নিশ বা টপিক নিয়ে ফেসবুক থেকেও ব্লগের পোস্ট আইডিয়া পেয়ে যেতে পারেন।

ফেসবুক সার্চ অপশনে আপনার টপিক নিয়ে সার্চ করলে এমন অনেক ফেসবুক পেজ এবং Groups পেয়ে যেতে পারেন যেখানে আপনার নিশ বা টপিক এর ওপর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়ে থাকে।

আর এখান থেকে আপনি আপনার Audience গুলোও পেয়ে যেতে পারেন।

ওই সব পেজ এবং গ্রুপ ভাল ভাবে পর্যবেক্ষণ করুন এবং মানুষ কি নিয়ে বেশি আলোচনা করছে এবং মানুষ কি ধরনের সমস্যা নিয়ে কথা বলছে, সেগুলো আপনার নিশের সাথে সম্পর্কিত নাকি সেগুলো খেয়াল করে আইডিয়া নিতে পারেন।

৪। Google Auto Suggestion & Related Search Results

গুগলে আমরা যখন কোন কিছু লিখি তখন গুগল কিন্তু Automatically আরও কিছু কিওয়ার্ড বা টপিকের তালিকা সাজেশন করে।

যার ফলে আমরা খুব সহজেই ওই সাজেশন থেকে কোন একটি টপিক Select করে সার্চ করতে পারি। আর এখান থেকেও কিন্তু আমরা খুব সহজে আর্টিকেল আইডিয়া বের করতে পারি।

যেমন ধরুন, আপনি Self-Branding সম্পর্কে জানতে চাচ্ছেন এবং গুগল সার্চ অপশনে যখন আপনি self-Branding কি ওয়ার্ড টি লিখবেন তখন গুগল আপনাকে ওই কিওয়ার্ড এর সাথে সম্পর্কিত আরও কিওয়ার্ড সাজেশন করবে- যেমন “self-Branding Quotes”, “self-Branding Strategy” “self-Branding examples” “self-Branding on Social Media” “self-Branding Logo” ইত্যাদি বিষয়।

তাহলে এখান থেকে আপনি খুব সহজেই ধারণা করতে পারছেন, আপনি Self-Branding এর ওপর আর কি কি জানতে পারবেন।

আর এভাবেই মুলত আপনি আপনার টপিক অনুযায়ী গুগলে সার্চ করে অন্যান্য কিওয়ার্ড গুলো খুজে পাবেন যেখান থেকে আপনি আপনার ব্লগে আর্টিকেল লেখার জন্য টপিক আইডিয়া পেয়ে যেতে পারেন।

এছাড়াও, ওই কি ওয়ার্ড টি দিয়ে যখন সার্চ রেজাল্ট চলে আসবে তখন আপনি “People Also Ask” Optionটি ও দেখতে পাবেন। যেখান থেকে আপনি বুঝতে পারবেন মানুষ Self-Branding সম্পর্কে আর কি ধরনের বিষয় জানতে চায় বা প্রশ্ন করে থাকে।

অন্যদিকে, সার্চ রেজাল্ট পেজ এ Scroll Down করলে একদম নিচে দেখতে পাবেন “Related Search” অপশনটি, যেখানে গুগল আপনাকে দেখাবে ওই কিওয়ার্ড এর সাথে সংশ্লিষ্ট আরও যে যে বিষয় মানুষ সার্চ করে। যেমন- Self-Branding Books, Self-Branding Course ইত্যাদি।

তাহলে বুঝলেন তো , গুগলে Auto Search Suggestion ব্যবহার করে কিভাবে আপনার টপিক অনুযায়ী আরও Keyword গুলো খুজে বের করবেন এবং আর্টিকেল লেখার নতুন আইডিয়া পাবেন।

৫। UberSuggest Tool ব্যবহার করুন

ব্লগ পোস্ট আইডিয়া পাওয়ার আরেকটি উপযোগী মাধ্যম হল UberSuggest টুলটির ব্যবহার। এই টুলটি ব্যবহার করে ফ্রিতেই কিওয়ার্ড রিসার্চ(Keyword Research) করা যায়।

পাশাপাশি এটি ব্যবহারের সুবিধা হল Keyword Research থেকে শুরু করে Competitor’s Backlinks, Keyword Search Volume, SEO difficulty, Social Share, Content Idea সহ আরও বেশ কিছু বিষয় সম্পর্কে জানা যায়।

মুলত কন্টেন্ট টপিক বা আর্টিকেল আইডিয়া খুজে পাওয়ার জন্য প্রথমে আপনাকে সার্চ অপশন টিতে আপনার কিওয়ার্ডটি দিলে এই টুলটি আপনাকে ওই কিওয়ার্ড এর বিপরীতে অন্যান্য যেসকল ওয়েবসাইটগুলো Rank করেছে সেগুলো দেখাবে এবং ওয়েবসাইটগুলো কোন কোন কীওয়ার্ড বা সার্চ টার্ম (Search Term) এর জন্য Rank করেছে সেগুলোও দেখতে পারবেন।

পাশাপাশি ওই কিওয়ার্ড এর সাথে সম্পর্কিত অন্যান্য সহযোগী যেসকল কিওয়ার্ড গুলো আছে সেগুলোও দেখতে পারবেন।

এছাড়া, এই টুলটির ব্যবহারের আরেকটি সুবিধা হল, এটি ব্যবহার করে আপনি Competitor দের ওয়েবসাইট গুলোও রিসার্চ করতে পারবেন।

সেই কাজটি করার জন্য আপনাকে Competitor এর ডোমেইন নেম সার্চ অপশনটিতে দিতে হবে এবং এই টুলটি আপনাকে ওই ওয়েবসাইট সম্পর্কে বেশ কিছু ধারণা দিয়ে দিবে। যেমন, তাদের কোন কোন পেজ রাঙ্ক করেছে, কি ধরনের কন্টেন্ট আছে, এবং কোন পেজ এ কি ধরনের ট্রাফিক রয়েছে ইত্যাদি বিষয় গুলো ফ্রিতেই জানা যায়।

যেটা আপনাকে নতুন কন্টেন্ট বা টপিক আইডিয়া খুজে পেতে সাহায্য করবে। এই টুলটির সঠিক ব্যবহার করে বেশ কয়েক উপায়ে ব্লগের জন্য পোস্ট আইডিয়া খুজে পাওয়া সম্ভব।

৬। Check Competitor’s Blog – প্রতিপক্ষ ওয়েবসাইট পর্যবেক্ষণ করুন

আপনি যেই নিশ বা ব্লগ টপিক নিয়ে কাজ করছেন অন্যরাও কি সেই নিশ নিয়ে কাজ করছে নাকি সে বিষয়গুলো লক্ষ্য করুন এবং সেই সকল ওয়েবসাইট এর তালিকা করে রাখুন। মুলত আপনাকে আপনার নিশের সাথে সম্পৃক্ত Competitors দের খুজে বের করতে হবে। 

এতে করে আপনি আপনার Competitor থেকে ধারণা নিতে পারবেন নতুন পোস্ট বা আর্টিকেল লেখার জন্য।

Competitor দের ভাল ভাবে পরজবেক্ষন করুন, তাদের পোস্ট গুলো পরুন এবং তারা কি ধরনের কন্টেন্ট পাবলিশ করছে, কন্টেন্ট কোয়ালিটি কেমন, ভিজিটরদের ফিডব্যাক কেমন, তারা নিশের বাহিরেও আরও কি ধরনের কন্টেন্ট গুলো পাবলিশ করছে সেগুলো দেখুন। এতে করে আপনি কিছুটা হলেও কন্টেন্ট আইডিয়া পেয়ে যাবেন।

Competitor দের থেকে আর্টিকেল আইডিয়া খুজে পাওয়ার আরেকটি উপায় হল তাদের Internal Linksএবং External Links গুলো ভালভাবে খেয়াল করা।

তবে একটা বিষয় অবশ্যই মাথায় রাখা জরুরী, Competitor দের কন্টেন্ট বা আর্টিকেল কোন ভাবেই কপি না নকল করা যাবেনা, বরং আপনি তাদের থেকে ধারণা বা উৎসাহ নিবেন আপনার নতুন পোস্ট লিখার জন্য।

৭। ইউটিউব ভিডিও থেকে আইডিয়া নিন

ব্লগ এর জন্য নতুন পোস্ট টপিক খুজে বের করার আরেকটি সেরা উপায় হল ইউটিউব কে ব্যবহার। এই ইউটিউব প্লাটফর্ম টিকে ব্যবহার করে আপনি খুব দারুন ভাবে ব্লগ পোস্ট টপিক পেতে পারেন।

প্রথমত আপনার ব্লগের নিশ অনুযায়ী ইউটিউব সার্চ করুন তাহলে ইউটিউব আপনাকে অনেক গুলো ভিডিও সাজেশন করবে এবং অনেক গুলো চ্যানেল পেয়ে যেতে পারেন যেগুলো আপনার নিশ বা টপিক সম্পর্কিত।

এবং সেই সব ভিডিও এবং চ্যানেল থেকে আপনি খুব সহজেই টপিক আইডিয়া বের করতে পারেন।

যেমন ধরুন আপনি হেলথ এন্ড ফিটনেস নিশ নিয়ে কাজ করছেন তাহলে এই নিশ নিয়ে আপনি যখন ইউটিউব এ সার্চ করবেন তখন দেখবেন এই টপিক টির ওপরে অনেক গুলো ভিডিও এবং চ্যানেল রয়েছে। আর ওইসব চ্যানেল এর ভিডিও টপিক বা কন্টেন্টগুলো একেকরকম। 

ফলে এখান থেকে একটা সুযোগ রয়েছে নতুন পোস্ট টপিক খুজে বের করার।

তাছাড়া ইউটিউব ভিডিও গুলোতে এমন অনেক বিষয় বা টপিক নিয়ে আলোচনা করা হয় যেগুলো থেকে ধারণা নিয়ে আপনি আপনার ব্লগের জন্য খুব ভাল মানের আর্টিকেল লিখতে পারবেন।

৮। Be Creative- নিজের চিন্তাভাবনাকে কাজে লাগান

নতুন নতুন পোস্ট আইডিয়া পেতে গেলে নিজেকেও কিছুটা চিন্তাশীল হতে হবে। নিজের Creativity কে কাজে লাগিয়ে এমন অনেক কন্টেন্ট আইডিয়া পাওয়া যাবে যেগুলো কোন টুলস ব্যবহার করেও পাওয়া যাবেনা।

আপনার ব্লগের জন্য যেকোনো বিষয় বা টপিক নিয়ে লিখার আগে প্রয়োজনীয় রিসার্চ করুন, এতে করে ওই টপিক এর পাশাপাশি আরও অনেক গুলো টপিক আইডিয়া খুজে পেতে পারেন।

পোস্ট লেখার সময় হয়তো আপনার মাথায় এমন অনেক টপিক আইডিয়া চলে আসবে যেগুলো আপনি আগে কখনো গুরুত্ব দেননি। তাই সেগুলো নিয়ে একটি তালকা বা নোট করে রাখতে পারেন, পরবর্তীতে সেই বিষয় গুলো নিয়ে আর্টিকেল পাবলিশ করতে পারেন।

এছাড়াও, আপনি আপনার ব্লগের পূর্বে পাবলিশ করা পোস্ট থেকেও আর্টিকেল আইডিয়া খুজে পেতে পারেন। পাশাপাশি আপনার ব্লগে যেসব পোস্ট গুলো খুবই জনপ্রিয় সেই পোস্ট গুলো ভালভাবে পর্যবেক্ষণ করুন এবং এখান থেকেও আপনি কন্টেন্ট টপিক পেতে পারেন।

যেমন ধরুন, আপনি গ্রাফিক ডিজাইন এর ওপর পূর্বেই একটি আর্টিকেল পাবলিশ করেছেন। কিন্তু গ্রাফিক ডিজাইন টপিকটির ওপর আরও বেশ কিছু কন্টেন্ট টপিক রয়েছে যেগুলো হয়তো আপনি আপনার ব্লগে কখনো পাবলিশ করেননি।

যেমন, গ্রাফিক ডিজাইন এর সাব টপিক লোগো ডিজাইন, বুসিনেস কার্ড ডিজাইন, ব্যানার ডিজাইন, ফটো এডিটিং, ওয়েব ডিজাইন সহ আরও অনেক গুলো টপিক রয়েছে। আপনি চাইলে এইসব বিষয় নিয়েও ব্লগে আর্টিকেল পাবলিশ করতে পারেন।

মুলত আপনি Broad Topic গুলোকে Sub topic এ ভাগ করেও অনেক গুলো আর্টিকেল লিখতে পারেন।

আর তাই, নতুন নতুন কন্টেন্ট আইডিয়া খুজে বের করার জন্য আপনাকে ভালভাবে চিন্তাভাবনা করতে হবে এবং নিজের জ্ঞ্যান কে কাজে লাগাতে হবে।

পরিশেষেঃ

নতুন নতুন ব্লগ পোস্ট আইডিয়া পাওয়ার অনেক উপায় রয়েছে। একেক ব্লগার একেক রকম Strategy অনুসরন করে।

তাছাড়া, ব্লগের নিশ অনুযায়ী কন্টেন্ট আইডিয়া গুলো খুজে পাওয়ারও বেশ কিছু উপায় থাকে, যার ফলে একেক নিশের জন্য একেক রকম পদ্ধতি বা উপায় অনুসরন করতে হয়।

তারপরও ওপরে যেসব উপায় সম্পর্কে আলোচনা করা হয়েছে, এগুলো খুব কমন (common)এবং বেশির ভাগ ব্লগার এবং Content Creator রা এই পদ্ধতি গুলো অনুসরন করে থাকে। তাই আপনিও এই উপায় গুলো অনুসরন করে দেখতে পারেন।

তবে, কোন আর্টিকেল লেখার আগে অবশ্যই প্রয়োজনীয় রিসার্চ করে নিবেন, এতে করে আর্টিকেল লিখার যেমন কোয়ালিটি আসবে, তেমনি নতুন কন্টেন্ট লিখার জন্য টপিক আইডিয়া গুলোও মাথায় চলে আসবে।

This Post Has One Comment

  1. Jana bujha

    খুবই চমৎকার একটি পোস্ট। আমি অনেক লিখা পড়েছি এই অব্দি কিন্তু আপনার লিখাটি আমার কাছে বেস্ট মনে হয়েছে। সত্যিই ধন্যবাদ আপনাকে।

Leave a Reply