সাদমান সাদিক মোবাইল ফটোগ্রাফি ফ্রি কোর্স- শুরু করুন এখনই

You are currently viewing সাদমান সাদিক মোবাইল ফটোগ্রাফি ফ্রি কোর্স- শুরু করুন এখনই

শখের বসে কম বেশি অনেকেই মোবাইল ফটোগ্রাফি করে থাকে। মোবাইল বা স্মার্টফোন ব্যবহার করে ছবি তোলার অভ্যাস বলতে গেলে প্রায় সবারই আছে। জীবনের গুরুত্বপূর্ণ কিছু মুহূর্ত গুলোকে ক্যামেরাবন্দি করে রাখতে কে না চায়।

বর্তমানে মোবাইল ফোন ব্যবহার করে ফটোগ্রাফি করার প্রবণতা দিন দিন বেড়েই চলছে। প্রতিনিয়ত মোবাইল ফোনে নতুন নতুন ফিচার পরিবর্তন ও সংযোজন হচ্ছে।

পাশাপাশি ফোনের ক্যামেরা গুলোতেও আসছে নতুন নতুন পরিবর্তন ও উন্নত প্রযুক্তির ব্যবহার। যার ফলে, ফোন দিয়েই প্রফেশনাল ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি করা সম্ভব হচ্ছে।

এখন যেকেউ চাইলে মোবাইল ফোন ব্যবহার করে সহজেই দারুন সব ছবি বা ভিডিও ধারন করতে পারে। তবে, প্রফেশনাল মোবাইল ফটোগ্রাফি (Professional Mobile Photography) করার জন্য কিছু টেকনিক বা কলাকৌশল জানা থাকতে হবে, তাহলেই কেবল মোবাইল ফোন দিয়ে প্রফেশনাল ফটোগ্রাফি করা সম্ভব।

অনলাইনে মোবাইল ফটোগ্রাফির প্রচুর টিপস এবং ট্রিক্স রয়েছে, এমনকি অনেক ফ্রি এবং পেইড মোবাইল ফটোগ্রাফি কোর্সও পাওয়া যায়। চাইলে এসব টিপস বা কলাকৌশল শিখে নেয়ার মাধ্যমে সহজেই প্রফেশনাল Mobile Photography করা যেতে পারে।

বর্তমানে বাংলাতে মোবাইল ফটোগ্রাফি শেখার জন্য সাদমান সাদিক মোবাইল ফটোগ্রাফি – এই ফ্রি কোর্স টি বেশ জনপ্রিয়। চাইলে এই ফ্রি কোর্সটি করার মাধ্যমে Mobile Photography সম্পর্কে বেশ ভালো ধারণা অর্জন করা যাবে।

মূলত, এই পোস্ট এ আমরা মোবাইল ফটোগ্রাফি সম্পর্কে বেসিক কিছু টিপস এন্ড ট্রিক্স এবং সাদমাণ সাদিক এর মোবাইল ফটোগ্রাফি ফ্রি কোর্স নিয়েও বিস্তারিত জানব।

মোবাইল ফটোগ্রাফি টিপস এবং ট্রিক্স- Mobile Photography Tips and Tricks

মোবাইল ফটোগ্রাফি করার জন্য বেশ কিছু টিপস বা ট্রিক্স রয়েছে, যেগুলো জানা থাকলে সহজে প্রফেশনাল Mobile Photography করা সম্ভব।

১। বেশীরভাগ সময় ছবি ভালো বা মন্দ হওয়া নির্ভর করে সঠিক আলো বা লাইট এর ওপর। তাই, লাইটিং এর ওপর বেশি গুরুত্ব দিতে হবে।

২। ছবি তোলার সময় ক্যামেরা বা ডিভাইস ঝাঁকুনির দিকে মনোযোগ দিতে হবে। অনেকসময় ডিভাইস অসতর্ক ভাবে ঝাঁকুনিতে ছবি খারাপ হয়। প্রয়োজনে Tripod ব্যবহার করা যেতে পারে।

৩। মোবাইল ফোনের ক্যামেরাতে জুম – Digital Zoom করা থেকে যতটা সম্ভব বিরত থাকার চেষ্টা করুন। কারণ এতে ছবির কোয়ালিটি বা Resolution খারাপ হয়ে যায়।

৪। মোবাইলের ক্যামেরা সবসময় পরিষ্কার রাখুন। অনেকসময় ক্যামেরার গ্লাসে ময়লা জমে থাকা বা অপরিস্কার থাকার কারনে ছবি কিছুটা ঘোলাটে হয়ে যেতে পারে।

৫। ছবি তোলার সময় বিষয় বস্তুর ওপর মনোযোগ দিন। অর্থাৎ, আপনি কোন বিষয়বস্তু কে টার্গেট করে ছবি তুলবেন সেটিকে ফোকাস করুন ঠিকভাবে।

৬। প্রয়োজনে একের অধিক ছবি ক্যাপচার করতে হবে। এতে করে ছবির কোয়ালিটি যাচাই করা যাবে। অর্থাৎ প্রথম অবস্থায় তোলা ছবি থেকে পরবর্তী ছবি গুলো আরও ভালো আসতে পারে।

৭। ছবি গুলোকে আরও সুন্দর করে তুলতে বিভিন্ন ফটো এডিটিং সফটওয়্যার বা অ্যাপ ব্যবহার করতে পারেন।

৮। সর্বোপরি ফোনের ক্যামেরা দিয়ে বিভিন্ন ভাবে এক্সপেরিমেন্ট করে দেখতে হবে। অর্থাৎ, নিয়মিত প্র্যাকটিস এবং এক্সপেরিমেন্ট করার মাধ্যমে আরও ভালোভাবে ফটোগ্রাফি করা সম্ভব।

যাইহোক, মোবাইল ফটোগ্রাফি তে সম্পর্কে আরও ভালোভাবে জানার জন্য সাদমান সাদিক এর ফ্রি কোর্সটি করতে পারেন।

সাদমান সাদিক মোবাইল ফটোগ্রাফি কোর্স- Sadman Sadik Mobile Photography Free Course:

মোবাইল ফটোগ্রাফি এর বিভিন্ন কলাকৌশল বা প্রফেশনালি ফটোগ্রাফি শেখার জন্য Mobile Photography নামে টেন মিনিট স্কুলের একটি ফ্রি কোর্স রয়েছে, যেই কোর্স এর মূল ইনসট্রাক্টর (Instructor) হলেন, সাদমান সাদিক (Sadman Sadik)।

Mobile Photography কোর্সটিতে ফটোগ্রাফি সম্পর্কে খুঁটিনাটি বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা করা হয়েছে। পাশাপাশি কিভাবে একজন প্রফেশনাল মোবাইল ফটোগ্রাফার হওয়া যায় সেসব বিষয় বাস্তব কিছু Tips and Tricks শেয়ার করা হয়েছে।

এই কোর্স এ প্রায় ২৯টির মত ভিডিও লেকচার রয়েছে। বর্তমানে এই ২.৫ ঘণ্টার ভিডিও কোর্সটি সম্পন্ন করেছেন প্রায় ২৫ হাজারেরও বেশি মানুষ।

আর এই কোর্সটি সম্পূর্ণ ফ্রি। যেকেউ চাইলে এই কোর্স Enroll করতে পারে এবং Mobile Photography সম্পর্কে ভালোভাবে ধারণা নিতে পারে।

কোর্সটি কাদের জন্যঃ

বলতে গেলে এই কোর্সটি সবার জন্যই। অর্থাৎ যারা স্মার্টফোন ব্যবহার করে ফটোগ্রাফি করতে চায়, কিন্তু জানেনা কিভাবে সঠিক উপায়ে ফটোগ্রাফি করতে হয় সব থেকে সেরা ছবি তুলতে হয়।

পাশাপাশি যারা মোবাইল ফটোগ্রাফি সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে চান এবং মোবাইল ফটোগ্রাফিতে দক্ষ হতে চায় তাদের সবার জন্যই এই ফ্রি কোর্স টি ব্যাপকভাবে সহযোগিতা করবে।

এই কোর্স থেকে কি কি শিখতে পারবেন

১। বেসিক মোবাইল ফটোগ্রাফি, যেমন কিভাবে সঠিকভাবে ক্যামেরা ব্যবহার করে সুন্দর এবং একদম পরিষ্কার ছবি তোলা যায় এবং ছবি তোলার কিছু টিপস এন্ড স্ট্রাটেজি।

২। তোলা ছবি গুলোকে কিভাবে আরও সুন্দর এবং প্রফেশনাল রুপ দেয়া যায় তার কিছু গাইডলাইন এবং বিভিন্ন ফটো এডিটিং সফটওয়্যার এর ব্যবহার।

৩। কিভাবে মোবাইলে ভিডিও ধারন করা যায় এবং ধারণকৃত ভিডিও গুলো সুন্দরভাবে সাজানোর উপায়।

৪। ভিডিও ধারন করার জন্য সঠিক ভাবে লাইটিং করা, ও এর যাবতীয় কাজ।

৫। মোবাইলে ভিডিও এডিটিং করার সহজ উপায়।

৬। প্রফেশনাল ভিডিওগ্রাফার হতে গেলে যা যা জানা দরকার সে বিষয় গুলো জানতে পারা যাবে।

মূলত, মোবাইল দিয়ে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করার জন্য যেসমস্ত বিষয় গুলো জানা থাকা উচিত এবং যে কৌশলগুলো সঠিকভাবে মেনে চলা উচিত, সেসব বিষয় গুলো জানা যাবে এই কোর্সটি করার মাধ্যমে।

সুতরাং, আপনি যদি একদম শুরু থেকে মোবাইলের ক্যামেরা ব্যবহার থেকে শুরু করে ছবি তোলা ও ছবিগুলোকে আরও সুন্দর ভাবে এডিট করার বিভিন্ন সফটওয়্যার বা Photo Editing Apps গুলোর ব্যবহার জানতে চান, পাশাপাশি মোবাইলে দিয়ে ভিডিওগ্রাফি করার ও ভিডিও গুলো আকর্ষণীয় করতে, এই কোর্স আপনাকে বিশেষভাবে সহযোগিতা করবে।

কোর্সটি কিভাবে শুরু করবেন

সাদমান সাদিক মোবাইল ফটোগ্রাফি কোর্সটি সম্পূর্ণ ফ্রি। আর তাই, আপনি চাইলে যেকোনো সময় যেকোনো মুহূর্তে কোর্সটি শুরু করতে পারেন।

কোর্সটি করার জন্য প্রথমে আপনাকে 10 Minute School ওয়েবসাইট এ প্রবেশ করতে হবে। ওয়েবসাইট এর কোর্স সেকশন থেকে মোবাইল ফটোগ্রাফি কোর্সটিতে যেতে হবে।

কোর্স লিংক- সাদমান সাদিক মোবাইল ফটোগ্রাফি ফ্রি কোর্স

এরপর, enroll বাটন এ ক্লিক করলে আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে বলবে। আপনার ফোন নাম্বার ব্যবহার করে সরাসরি একটি অ্যাকাউন্ট তৈরি করে কোর্সটি শুরু করে দিতে পারবেন।

যেহেতু কোর্সটি ওয়েবসাইট এই আপলোড করা আছে তাই আপনার যখন খুশি তখন ওয়েবসাইটে লগইন করে ভিডিও গুলো দেখতে পারবেন।

পরিশেষেঃ

শখের বসে অনেকে মোবাইল ফটোগ্রাফি করলেও অনেকে এটিকে প্রফেশনাল কাজেও ব্যবহার করে থাকেন। বর্তমানে যেহেতু স্মার্টফোনের ক্যামেরায় যথেষ্ট ফিচার এবং উন্নত প্রযুক্তি ব্যবহার হচ্ছে তাই স্মার্টফোন দিয়েই প্রফেশনাল ফটোগ্রাফির কাজ সম্ভব।

সুতরাং, প্রফেশনাল Smartphone Photography বা Mobile ফটোগ্রাফির করার জন্য এই বিষয়ে কিছুটা দক্ষতা বা কলাকৌশল জানা থাকতে হয়। তাহলে এই ফটোগ্রাফির কাজটা অনেক সহজ হয়ে যায়।

যাইহোক, চাইলে সাদমান সাদিক এর মোবাইল ফটোগ্রাফি (Sadman Sadik Mobile Photography Free Course) এই ফ্রি কোর্স করেও ফটোগ্রাফি সম্পর্কে বেশ ভালো ধারণা অর্জন করতে পারেন।

সাদমান সাদিক মোবাইল ফটোগ্রাফি নামে একটি বইও রয়েছে বাজারে। যারা বই পড়ে Mobile Photography শিখতে চান তারা চাইলে বইটি কিনেও শিখতে পারেন।

তবে, যেহেতু অনলাইনেই ফ্রি কোর্সটি করার সুযোগ রয়েছে, তাই এই কোর্স করে শেখাটাই ভালো হবে।
পাশাপাশি চাইলে ইউটিউব বা অন্য যেকোনো মাধ্যম ফলো করেও মোবাইল ফটোগ্রাফি শিখতে পারেন।

Leave a Reply