এখন প্রায় বিভিন্ন কাজের জন্য গ্রাফিক্স ডিজাইন করার প্রয়োজন হয়ে থাকে। হতে পারে সেটা কোন কোম্পানি বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের লোগো ডিজাইন থেকে শুরু করে বিভিন্ন ধরনের বিজ্ঞাপনের ব্যানার ডিজাইন কিংবা নিজের কোন বিজনেসের কাজেও বিভিন্ন ধরনের গ্রাফিক্স ডিজাইন করার প্রয়োজনীয়তা রয়েছে।
ভালো মানের Graphics Design করার জন্য অবশ্যই ল্যাপটপ বা কম্পিউটারের প্রয়োজন। সেই সাথে গ্রাফিক্স ডিজাইন করার জন্য বিভিন্ন টুলস এর ব্যবহারও জানা প্রয়োজন।
তবে এখন কিন্তু চাইলে ল্যাপটপ বা কম্পিউটার এর পাশাপাশি মোবাইল দিয়েও গ্রাফিক্স ডিজাইন করা সম্ভব। যেহেতু, এখন অনেক ধরনের গ্রাফিক্স ডিজাইনের Web Application বা Android Software পাওয়া যায়, তাই সহজেই স্মার্টফোন ব্যবহার করে Graphics Design এর গুরুত্বপূর্ণ কাজগুলো করা যায়।
মূলত আমরা এই পোস্ট থেকে জানব, কিভাবে মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইন করা যায়, গ্রাফিক্স ডিজাইন করার জন্য প্রয়োজনীয় সফটওয়্যার বা Apps, মোবাইল দিয়ে Graphics Design শেখার উপায়সহ আরও অনেক।
মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইন – Graphics Design with Mobile Phone
ল্যাপটপ বা কম্পিউটার এর পাশাপাশি এখন চাইলে মোবাইল ফোন দিয়েও দারুন ভাবে গ্রাফিক্স ডিজাইনের কাজ করা যায়।
প্রযুক্তির কল্যাণে মোবাইল ফোন তথা স্মার্টফোন গুলোতে ব্যাপক পরিবর্তন এসেছে, সেই সাথে বিভিন্ন ধরনের Graphics Design Software বা Apps এর উদ্ভাবন গ্রাফিক্স ডিজাইনের কাজটি অনেক সহজ করে দিয়েছে।
এখন যেকেউ চাইলে নিজের মোবাইল ফোন ব্যবহার করেই গ্রাফিক্স ডিজাইনের বেশ কিছু কাজ সহজেই করে নিতে পারে।
অনেকের গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে ভালো ধারণা থাকা, বা বিভিন্ন ধরনের ডিজাইনে পারদর্শী হওয়া সত্ত্বেও উপযুক্ত ডিভাইস না থাকায় Graphics Design করতে পারেনা।
কিন্তু এখন চাইলে Smartphone ব্যবহার করে বিভিন্ন ধরনের Tools বা Apps এর সহযোগিতায় সহজেই গ্রাফিক্স ডিজাইন করতে পারে।
গ্রাফিক্স ডিজাইন করার জন্য কেমন মোবাইল ফোন দরকারঃ
মোবাইলে গ্রাফিক্স ডিজাইন করার জন্য কেমন ফোন দরকার বা কি ধরনের ফোন দিয়ে ভালো কাজ করা যায়, সে সম্পর্কে সঠিক ধারণা থাকা প্রয়োজন। অনেকে ভেবে থাকেন মোবাইলে Graphics Design করার জন্য হয়তো দামী ফোন দরকার।
কিন্তু সাধারন মানের একটি ফোন দিয়েই গ্রাফিক্স ডিজাইন করা সম্ভব। তবে, একেবারে লো বাজেটের ফোন বা Old Version এর ফোনগুলো দিয়ে সাধারণত গ্রাফিক্স ডিজাইন করা সম্ভব না।
যেসব ফোনের পারফর্মেন্স খুব ভালো অর্থাৎ একই সাথে বেশ কয়েকটি অ্যাপ চালানো যায়, এবং নতুন Apps ইন্সটল করতে কোন সমস্যা হয়না, মোটামুটি সেইসব ফোন দিয়েই গ্রাফিক্স ডিজাইনের কাজ করা যাবে।
কিভাবে মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইন করা যায়ঃ
প্রথমত মোবাইলে দিয়া গ্রাফিক্স ডিজাইন করার আগে গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে বেসিক কিছু বিষয় জানা থাকা প্রয়োজন। কেননা, গ্রাফিক্স ডিজাইনের বিভিন্ন কলাকৌশল বা নিয়ম কানুন জানা না থাকলে প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন করা সম্ভব হয়ে উঠেনা।
অর্থাৎ, আপনাকে Graphics Design এর বেশ কিছু বেসিক নিয়ম বা কলাকৌশল জেনে নিতে হবে। এতে করে আপনি খুব সহজেই যেকোনো ধরনের ডিজাইন আইডিয়া বের করতে পারবেন এবং আপনার ডিজাইনও অনেক প্রফেশনাল হয়ে উঠবে।
গ্রাফিকস ডিজাইনের মৌলিক বিষয়বস্তু জানতে, ডিজাইনের বিভিন্ন কলাকৌশল বা নিয়মকানুন জানার জন্য কিংবা গ্রাফিক্স ডিজাইনে নিজের দক্ষতা বাড়ানোর জন্য Asif Hossain এর- “গ্রাফিক্স ডিজাইনের আসল ফান্ডা” জনপ্রিয় এই বইটি পড়তে পারেন।
যাইহোক, বর্তমানে নতুন বেশির ভাগ ফোন গুলোতে Built-in কিছু গ্রাফিক্স ডিজাইন অ্যাপ থাকে। যেগুলো ব্যবহার করেও ডিজাইনের কাজ করা যেতে পারে।
সেই সাথে, এখন বেশ কিছু জনপ্রিয় Mobile Graphic Design Apps পাওয়া যায়, যেগুলো ব্যবহার করে সহজেই গ্রাফিক্স ডিজাইনের যাবতীয় কাজ করা যায়।
বর্তমানে, মোবাইলে গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে সব থেকে জনপ্রিয় এবং সর্বাধিক ব্যবহৃত অ্যাপটি হল Canva। এটিকে মূলত Web App এবং Mobile App দুইভাবেই ব্যবহার করা যায়।
এই সফটওয়্যার টিকে ব্যবহার করে যেকেউ চাইলে খুব সহজেই যেকোনো ধরনের গ্রাফিক্স ডিজাইন করতে পারে।
প্রথমত এই App টিকে ব্যবহার করার জন্য আপনাকে Google Play store থেকে Canva App টি Install করে নিতে হবে। অথবা canva.com এই ওয়েবসাইটে গিয়েও লগইন করে গ্রাফিক্স ডিজাইন করতে পারবেন।
আপনার স্মার্টফোন অ্যাপ টি ইন্সটল করার পর জিমেইল আইডি দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। অ্যাকাউন্ট তৈরি করে লগইন করার পর Canva App এ গ্রাফিক্স ডিজাইন করার জন্য প্রয়োজনীয় সমস্ত Options এবং Elements গুলো দেখতে পাওয়া যাবে। যেগুলো ব্যবহার করে নিজের মত করে ডিজাইন তৈরি করে নিতে পারবেন।
এই App টি ব্যবহার করে Logo Design থেকে শুরু করে Banner Design, Social Media Post/Banner Design, Poster Design, Brochures, Infographics, Business Cards, YouTube Channel Art, Presentation Slide, ইত্যাদি সহ আরও অসংখ্য কাজ করা যায়।
তাছাড়া, এখানে প্রচুর ফ্রি Template পাওয়া যায়, যেগুলো ব্যবহার করেও নিজের মত করে ডিজাইন তৈরি করে নেয়ার সুবিধা রয়েছে।
এই সফটওয়্যারটি ফ্রিতেই ব্যবহার করে প্রচুর কাজ করা যায়, তবে আরও বেশি ফিচার এবং প্রিমিয়াম Elements, Options, Template ব্যবহার করে সহজে ডিজাইন করার জন্য চাইলে প্রিমিয়াম মেম্বারশিপ কিনে নিতে হয়।
Canva অ্যাপ ছাড়াও বর্তমানে বেশ কিছু জনপ্রিয় Android Apps বা Web App রয়েছে, যেগুলো ব্যবহার করেও গ্রাফিক্স ডিজাইন করা যায়।
মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইন করার প্রয়োজনীয় অ্যাপস (Best Mobile Graphics Design Apps):
মোবাইলে গ্রাফিক্স ডিজাইন করার জন্য বেশ কয়েকটি জনপ্রিয় Apps রয়েছে। যেমনঃ
১। Adobe Lightroom
২। Adobe Capture
৩। Adobe Photoshop
৪। Adobe Spark/Express
৫। Snappa- Web App
মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইন শেখার উপায়ঃ
অনলাইনে গ্রাফিক্স ডিজাইন শেখার প্রচুর ফ্রি এবং পেইড রিসোর্স রয়েছে। মোবাইল দিয়ে Graphics Design কিভাবে করতে হয়ে সে বিষয়ের ওপর ইউটিউবে প্রচুর ভিডিও টিউটোরিয়াল আছে। চাইলে, ইউটিউব ভিডিও দেখে ফ্রিতেই Mobile Graphics Design শেখা সম্ভব।
তবে, যারা পেইড কোর্স করার মাধ্যমে মোবাইল গ্রাফিক্স ডিজাইন শিখতে চায়, তাদের জন্য 10 Minute School এর ‘মোবাইল দিয়ে Graphics Designing‘ হতে পারে দারুন একটি কোর্স।
10 Minute School – মোবাইল দিয়ে Graphic Designing কোর্সঃ
মোবাইল দিয়ে কিভাবে গ্রাফিক্স ডিজাইন করতে হয়, সে বিষয় নিয়ে টেন মিনিট স্কুলের – “মোবাইল দিয়ে Graphics Designing” নামে চমৎকার একটি পেইড কোর্স রয়েছে।
যেই কোর্সটিতে শুধুমাত্র মোবাইল ফোন ব্যবহার করে গ্রাফিক্স ডিজাইন করার জন্য যা কিছু জানা প্রয়োজন তার প্রায় সমস্ত বিষয়গুলো এখানে দেখানো হয়েছে।
এই কোর্স এ মূলত মোবাইল ফোন ব্যবহার করে গ্রাফিক ডিজাইন করার খুঁটিনাটি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।
যারা একদম শুরু থেকে স্টেপ বাই স্টেপ মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইন শিখতে চায় এবং গ্রাফিক্স ডিজাইনে দক্ষ হতে চায়, তাদের জন্য এই কোর্সটি দারুন ভাবে সহযোগিতা করবে।
কোর্স থেকে কি কি শিখতে পারবেন
১। গ্রাফিক্স ডিজাইনের একদম বেসিক বিষয় যেমন, ছবির Background Remove করা থেকে শুরু করে গ্রাফিক্স ডিজাইনের মৌলিক বিষয়বস্তু।
২। মোবাইলে দিয়ে গ্রাফিক্স ডিজাইন শুরু করার আগে যা যা জানা থাকা দরকার সেগুলোর সঠিক ধারণা পাওয়া যাবে এই কোর্স থেকে।
৩। মোবাইলে ছবি এডিট করার বিভিন্ন উপায়সহ, বিভিন্ন ধরনের ফন্ট ব্যবহারের নিয়মাবলী।
৪। Canva কি, Canva App কিভাবে ব্যবহার করতে হয়, Canva App দিয়ে গ্রাফিক্স ডিজাইনের যাবতীয় বিষয়বস্তু নিয়ে সঠিক গাইডলাইন দেয়া হয়েছে।
৫। গ্রাফিক্স ডিজাইনের বিভিন্ন ধরনের প্রোজেক্ট যেমন- Logo Design, Business Card, Invitation card, CV design, Video Cover photo/ thumbnail design, Facebook Banner, Book Cover, Facebook and YouTube Banner design, Infographics design ইত্যাদিসহ আরও বেশ কিছু ধরনের ডিজাইন প্রোজেক্ট এখানে করে দেখানো হয়েছে।
৬। Mobile এ গ্রাফিক্স ডিজাইন করার জন্য যেসব যেসব সমস্যা হতে পারে বা যেসব বিষয় খেয়াল রাখা জরুরী, সেসব বিষয় এই কোর্স এ আলোচনা করা হয়েছে।
৭। সেই সাথে গ্রাফিক্স ডিজাইন শিখে বাস্তব জীবনে যেভাবে নিজেকে প্রস্তুত করতে হয় এবং কাজ করতে হয় সেসব বিষয়ে ধারণা পাওয়া যাবে এই কোর্স থেকে।
সর্বোপরি, এই কোর্সটি তৈরি করা হয়েছে শুধুমাত্র মোবাইল ফোন দিয়ে কিভাবে প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন খুব সহজে করা যায়, সেই সব খুঁটিনাটি বিভিন্ন বিষয় নিয়ে।
তাই যারা মোবাইল ব্যবহার করে গ্রাফিক্স ডিজাইন একদম শুরু থেকে শিখতে চায় এবং এই বিষয়ে নিজেকে দক্ষ করে তুলতে চায়, তারা চাইলে এই পেইড কোর্সটি করে নিতে পারে।
কোর্সটি যেভাবে Enroll করবেনঃ
কোর্সটি করার জন্য প্রথমে আপনাকে 10 Minute School এর ওয়েবসাইট ভিজিট করতে হবে। অথবা সরাসরি নিচের দেয়া লিংক ভিজিট করেও কোর্সটিতে ভর্তি হতে পারেন।
ওপরে দেয়া লিংক ভিজিট করার পর কোর্সটি শুরু করুন বাটন এ ক্লিক করে কোর্সটিতে ভর্তি হতে পারেন।
কোর্সটির বর্তমান মুল্য – ১২৫০ টাকা, তবে আপনি চাইলে স্পেশাল Promocode ব্যবহার করে কিছু Discount এ ভর্তি হতে পারেন।
Promocode- MMMDesign7
মোবাইল দিয়ে Graphics Design করে আয়ঃ
অনেকে মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইন করে টাকা আয় করা যায় কিনা সেটি জানতে চান।আসলে এর উত্তর হ্যা অথবা না দুটোই হতে পারে।
মোবাইলে গ্রাফিকস ডিজাইন করে আয় করা বা না করা সম্পূর্ণ নির্ভর করবে, কাজটির ধরণ, কাজের চাহিদা এবং কাজ করার দক্ষতার উপর। অর্থাৎ মোবাইল দিয়ে কি ধরনের ডিজাইন করা যাবে তার উপর ভিত্তি করে আপনি ইনকাম করতে পারবেন।
সাধারণত মোবাইল ফোন দিয়ে সব ধরনের গ্রাফিক্স ডিজাইনের কাজ করা সম্ভব হয়না। যেহেতু, Mobile/Smartphone দিয়ে গ্রাফিক্স ডিজাইনের বেসিক কিছু কাজ করা যায়। তাই বেসিক কাজের চাহিদার উপর ভিত্তি করে হয়তো কেউ কেউ টাকা আয় করতে পারেন।
তবে, প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনের জন্য অবশ্যই ল্যাপটপ অথবা কম্পিউটার এর প্রয়োজন হবে। আর একজন Professional Graphics Designer হিসেবে কাজ করতে হলে অবশ্যই গ্রাফিক্স ডিজাইনে দক্ষ হতে হবে।
সুতরাং, আপনি চাইলে মোবাইল ব্যবহার করে গ্রাফিক্স ডিজাইনের বেসিক কিছু কাজ করার মাধ্যমে টাকা উপার্জন করতে পারেন।
পরিশেষেঃ
মোবাইলে গ্রাফিক্স ডিজাইন করার বেশ কিছু সুযোগ সুবিধা থাকলেও কিছু সীমাবদ্ধতাও রয়েছে। চাইলেই, মোবাইলে সব ধরনের গ্রাফিক্স ডিজাইন করা সম্ভব নয়। আবার সম্ভব হলেও সেটি প্রফেশনাল নাও হতে পারে।
প্রফেশনাল ভাবে কাজ করতে হলে অবশ্যই কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করার প্রয়োজন হবে।