10 Minute School PowerPoint Course – পাওয়ারপয়েন্ট শেখার উপায়

You are currently viewing 10 Minute School PowerPoint Course – পাওয়ারপয়েন্ট শেখার উপায়

বর্তমানে Microsoft PowerPoint Presentation এর ব্যবহার এবং প্রয়োজনীয়তা ব্যাপক। যেকোনো ধরনের প্রফেশনাল প্রেজেন্টেশন স্লাইড তৈরি করার জন্য Microsoft PowerPoint সব চেয়ে বেশি জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত একটি সফটওয়্যার।

বর্তমানে স্কুল-কলেজ কিংবা ভার্সিটি স্টুডেন্ট থেকে শুরু করে চাকুরীজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, কিংবা অন্য যেকোনো মানুষের ব্যক্তিগত কিংবা প্রফেশনাল কাজে PowerPoint Presentation প্রোগ্রামটির ব্যবহারের ব্যাপক প্রয়োজনীয়তা রয়েছে।

এই প্রোগ্রামটি ব্যবহার করে প্রেজেন্টেশন স্লাইড তৈরি করা তুলনামূলকভাবে সহজ। কিন্তু নতুন অনেকেই এই প্রোগ্রামটির ব্যবহার ভালোভাবে না জানার কারনে সঠিকভাবে স্লাইড তৈরি করতে পারেনা, আবার অনেকে Presentation Slide বানাতে পারলেও সেটি প্রফেশনাল বা আকর্ষণীয় করে বানাতে পারেনা।

ভালমানের এবং আকর্ষণীয় একটি প্রেজেন্টেশন তৈরি করার কত গুরুত্বপূর্ণ তা মোটামুটি সবারই জানা। আর আকর্ষণীয় এবং প্রফেশনাল প্রেজেন্টেশন বানানোর জন্য এই সফটওয়্যারটির ব্যবহার ভালোভাবে জানা জরুরী।

অনলাইনে MS PowerPoint Presentation শেখার জন্য প্রচুর ফ্রি রিসোর্স আছে সেই সাথে একদম শুরু থেকে পাওয়ারপয়েন্ট শেখার অনেক পেইড কোর্সও (Online PowerPoint Course) রয়েছে।

যাইহোক, এই পোস্ট থেকে আমরা 10 Minute School PowerPoint Course তথা Microsoft PowerPoint Presentation কোর্স সম্পর্কে বিস্তারিত, অর্থাৎ এই কোর্স থেকে কি কি বিষয় শেখা যাবে, কোর্স এর গুরুত্বপূর্ণ দিক এবং কোর্সটি কাদের জন্য সবচেয়ে বেশি উপকারী, কোর্সে ভর্তি হওয়ার জন্য স্পেশাল ডিস্কাউন্ট কোড ইত্যাদি বিষয় সম্পর্কে জানব।

মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন কি – কেন শেখা দরকারঃ

Microsoft PowerPoint Presentation (PPT) বহুল ব্যবহৃত একটি প্রেজেন্টেশন সফটওয়্যার। Microsoft কর্তৃক তৈরিকৃত এই সফটওয়্যারটি মাইক্রোসফট অফিসেরই (Microsoft Office) একটি অংশ।

মূলত, এটি একটি স্লাইড শো উপস্থাপনা প্রোগ্রাম, যেটিকে ব্যবহার করে বিভিন্ন ধরনের তথ্যগুলোকে সুন্দরভাবে সাজিয়ে স্লাইড আকারে তৈরি করে তা প্রেজেন্ট বা উপস্থাপন করা যায়।

Microsoft Office এর অন্য আরও যেসব Application বা সফটওয়্যার রয়েছে যেমন, Microsoft Word, MS Excel, One Note ইত্যাদি, এদের মধ্যে PowerPoint Presentation Software টি অন্যতম। সাধারণত, Microsoft Word এর ফাইলগুলোকে Document বলা হয়, আর অন্যদিকে PowerPoint এর ফাইলগুলো Presentation নামে পরিচিত।

PowerPoint Presentation এর Slide এর মাধ্যমে সব ধরনের তথ্য যেমন- Text, Picture, Graphics, Audio, Video, Sound/Voice ইত্যাদি যুক্ত করে প্রেজেন্টেশন স্লাইড তৈরি করে তা প্রদর্শন বা উপস্থাপন করা হয়ে থাকে। এই প্রোগ্রামটিতে সাধারণত তথ্যগুলোকে এক একটি Slide এ অন্তর্ভুক্ত করে তা প্রদর্শন করানো হয়।

যাইহোক, পাওয়ার পয়েন্ট শেখার ব্যাপক প্রয়োজনীয়তা রয়েছে। শিক্ষক-শিক্ষার্থী থেকে শুরু করে, চাকুরীজীবী, কর্পোরেট, ডাক্তার, ইঞ্জিনিয়ার বা অন্য যেকোনো মানুষের বিভিন্ন প্রয়োজনে এই সফটওয়্যারটির ব্যবহারের প্রয়োজন হয়ে থাকে।

টেন মিনিট স্কুল পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন কোর্স- 10 Minute School PowerPoint Course

Microsoft PowerPoint শেখার জন্য 10 Minute School এর “Microsoft PowerPoint Beginner to Advanced” নামে একটি অনলাইন কোর্স রয়েছে। এই কোর্সটিতে Microsoft PowerPoint Presentation সম্পর্কে বিভিন্ন খুঁটিনাটি বিষয়গুলো শেখানো হয়েছে।

কোর্সটিতে PowerPoint Presentation Slide ডিজাইন থেকে শুরু করে Animation, Graphics Design, Data Visualization ইত্যাদিসহ PowerPoint এর যাবতীয় কাজ সম্পর্কে একদম শুরু থেকে অ্যাডভান্সড লেভেল পর্যন্ত ভিডিও লেসন এর মাধ্যমে শেখানো হয়েছে।

এই কোর্সটির মূল ইন্সট্রাক্টর (Instructor) হলেন- সাদমান সাদিক (Sadman Sadik)।

এই কোর্সটি মূলত এমনভাবে সাজানো হয়েছে যাতে নতুনরা একদম শুরু থেকে Advanced কাজগুলোও ধাপে ধাপে শিখতে পারে। মূলত, যারা পেইড কোর্স এর মাধ্যমে পাওয়ার পয়েন্ট শিখতে চান তাদের জন্য এটি উপযুক্ত একটি কোর্স।

কোর্সটিতে রয়েছে-

১। ৫২ টি ভিডিও লেকচার
২। ৫২টি সোর্স ফাইল
৩। ৩ সেট কুইজ
৪। কোর্স শেষে একটি সার্টিফিকেট

কোর্স থেকে কি কি শেখা যাবেঃ

১। নতুনরা কিভাবে পাওয়ার পয়েন্ট প্রোগ্রামটি একদম শুরু থেকে শিখতে পারে এবং এটির ব্যবহার ভালোভাবে জানতে পারে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে।

২। কিভাবে Presentation Slide বানাতে হয়, Slide বানানোর জন্য যা যা জানা প্রয়োজন সেগুলো ধাপে ধাপে ভিডিও লেসনে দেখানো হয়েছে।

৩। Microsoft PowerPoint এর বিভিন্ন ধরনের Elements ও Options গুলোর ব্যবহার বা কার্যাবলী নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

৪। প্রফেশনাল স্লাইড তৈরিতে বিভিন্ন ধরনের Image/Picture, Graphics, Animation, text, Voice ইত্যাদি কিভাবে ব্যবহার করতে হয় সেগুলো খুব সুন্দরভাবে দেখানো হয়েছে।

৫। বিভিন্ন ধরনের Animation ও Transition Effects এর ব্যবহার বেশ ভালো ভাবে শেখানো হয়েছে।

৬। 10 Minute School PowerPoint Course টিতে শুধুমাত্র প্রেজেন্টেশন স্লাইড তৈরি করার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এখানে পাওয়ার পয়েন্ট দিয়ে কিভাবে গ্রাফিক্স ডিজাইন করতে হয়ে এবং গ্রাফিক্স ডিজাইন করতে যা জানা প্রয়োজন সে বিষয় গুলোও এখানে দেখানো হয়েছে।

৭। এছাড়াও, এই কোর্স এ PowerPoint এর যেসমস্ত ফিচার বা অপশন রয়েছে, যেগুলোর প্রত্যেকটির ওপর আলাদা আলাদা ভাবে ভিডিও লেসন তৈরি করা হয়েছে। ফলে, পাওয়ারপয়েন্ট এর যাবতীয় ফিচার গুলোর ব্যবহার ভালোভাবে জানার পাশাপাশি পাওয়ারপয়েন্ট এ নিজেকে দক্ষ করে তোলা সম্ভব।

৮। এই কোর্সটির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল, এখানে PowerPoint এর বিভিন্ন টিপস এবং ট্রিকস শেখানো হয়েছে, সেই সাথে এই কোর্স এ কয়েক সেট কুইজ এবং অনেক গুলো সোর্স ফাইল দেয়া আছে। যেগুলো পাওয়ার পয়েন্ট শিখতে এবং পাওয়ার পয়েন্ট ব্যবহার করতে আরও বেশি সহযোগিতা করবে।

কোর্সের দাম ও প্রোমোকোড

টেন মিনিট স্কুলের মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট কোর্সের বর্তমান মূল্য- ৯৫০ টাকা। তবে, প্রোমোকোড ব্যবহার করে কোর্সটিতে বিশেষ ডিস্কাউন্ট অফার পাওয়া যেতে পারে।

আপনার সুবিধার্থে কোর্সের লিংক এবং প্রোমোকোড দেয়া হল-

আরও পড়ুনঃ

পাওয়ারপয়েন্ট দিয়ে গ্রাফিক্স ডিজাইন কোর্স- 10 Minute School PowerPoint Graphics Designing Course

10 Minute school এর Microsoft PowerPoint নিয়ে আরেকটি আলাদা কোর্স রয়েছে, যেটি- “Graphic Designing with PowerPoint” নামে পরিচিত। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়ে গ্রাফিক্স ডিজাইন শেখার জন্য এই কোর্সটি বেশ জনপ্রিয়।

যদিও পাওয়ার পয়েন্ট শেখার জন্য 10 Minute School PowerPoint Course নামের একটি কোর্স আছেই, কিন্তু Graphics Designing with PowerPoint কোর্সটির বিশেষত্ব হল, এই কোর্স করার মাধ্যমে MS PowerPoint দিয়ে গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে যাবতীয় বিষয় শেখা যাবে।

যারা মূলত, Adobe Photoshop ও Illustrator সফটওয়্যারগুলোর ব্যবহার ছাড়াই গ্রাফিক্স ডিজাইন করতে চায়, তাদের জন্য Microsfot PowerPoint Software ব্যবহার করে গ্রাফিক্স ডিজাইন করা অনেক সহজ হবে।

আর এক্ষেত্রে 10 Minute School এর “Graphic Designing with PowerPoint”কোর্সটি করার মাধ্যমে পাওয়ার পয়েন্ট দিয়ে আরও ভালোভাবে গ্রাফিক্স ডিজাইন করার যাবতীয় বিষয় সম্পর্কে ধারণা পাওয়া যাবে।

Graphic Designing with PowerPoint Course এর ইন্সট্রাক্টর (Instructor) হলেন- Anisha Saiyara Taznoor, একজন Graphics Design Trainer।

এই কোর্সটি মূলত তাদের জন্যই সবচেয়ে বেশি উপকারে আসবে, যারা পাওয়ার পয়েন্ট ব্যবহার করে খুব সহজে নিজের প্রয়োজনে কিংবা প্রফেশনাল কাজের জন্য বিভিন্ন ধরনের গ্রাফিক্স ডিজাইন করতে চায়।

তাছাড়া, আকর্ষণীয় প্রেজেন্টেশন স্লাইড বানানোর পাশাপাশি PowerPoint ব্যবহারে নিজেকে আরও বেশি দক্ষ করে তোলা যাবে এই কোর্সটি করার মাধ্যমে।

কোর্সটিতে রয়েছে-

১। ২৪ টি ভিডিও লেকচার, যার সময়সীমা (Duration) ৫ ঘণ্টা।
২। ৩২টি পাওয়ার পয়েন্ট টেম্পলেট
৩। ৩ সেট কুইজ
৪। কোর্স শেষে একটি সার্টিফিকেট

কোর্স থেকে কি কি শেখা যাবেঃ

১। Microsoft PowerPoint Presentation সফটওয়্যারটি সম্পর্কে বেসিক ধারণা।

২। PowerPoint এর বিভিন্ন ধরনের Elements ও Options গুলোর সঠিক ব্যবহার।

৩। প্রফেশনাল Presentation Slide বানানোর উপায় বা নিয়ম কানুন।

৪। Graphics Design করার বিভিন্ন কলাকৌশল বা এই প্রোগ্রামটি ব্যবহার করে গ্রাফিক্স ডিজাইন করার নিয়ম কানুন।

৫। গ্রাফিক্স ডিজাইনের বিভিন্ন ধরনের কাজ যেমন- Poster Design, Visiting Card, Cash Memo, Thumbnail Design, Book Cover, Menu Card, T-Shirt design ইত্যাদিসহ আরও বেশ কিছু কাজ শেখা যাবে।

৬। ডিজিটাল মার্কেটিং এর জন্য আকর্ষণীয় কন্টেন্ট তৈরির বিভিন্ন আইডিয়া ও কলাকৌশল।

সর্বোপরি, এই কোর্সটিতে অনেক প্রিমিয়াম টেম্পলেট (Premium Template) ও রিসোর্স ফাইল দেয়া আছে, যেগুলো ব্যবহারের মাধ্যমে গ্রাফিক্স ডিজাইনের কাজগুলো আরও ভালোভাবে এবং প্রফেশনালভাবে করা যাবে।

তাই, যারা সহজ কোন টুলস ব্যবহার করে গ্রাফিক্স ডিজাইন করতে বা শিখতে চান, তাদের জন্য 10 Minute School এর Graphic Designing with PowerPoint Course টি দারুন ভাবে সহযোগিতা করবে।

কোর্সের দাম ও প্রোমোকোড

টেন মিনিট স্কুলের Graphics Designing with PowerPoint কোর্সের বর্তমান মূল্য- ৯৫০ টাকা। চাইলে, আপনি নিচের দেয়া লিংক এবং প্রোমোকোড ব্যবহার করে ১০% ডিস্কাউন্ট পেতে পারেন।

পরিশেষেঃ

মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এর ব্যবহার ভালোভাবে জানা থাকলে সহজেই প্রফেশনাল Presentation Slide তৈরি করা যায়। তাছাড়া, এই প্রোগ্রামটি ব্যবহার অনেক সহজ বিধায়, যেকেউ চাইলে খুব অল্প সময়ের মধ্যেই Presentation বানিয়ে ফেলতে পারে।

এই প্রোগ্রামটি শুধু Presentation বানাতেই ব্যবহার হয়না বরং এটিকে দিয়ে যেকোনো ধরনের প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন করার কাজেও ব্যবহার হয়ে থাকে।

যাইহোক, 10 Minute School PowerPoint Course এবং Graphic Designing with PowerPoint এই দুটি কোর্স এ পাওয়ারপয়েন্ট শেখার জন্য বেশ দারুন একটি কোর্স। যারা শুধুমাত্র গ্রাফিক্স ডিজাইন করার জন্য পাওয়ার পয়েন্ট শিখতে চায়, তাদের জন্য টেন মিনিট স্কুল এর Graphic Designing with PowerPoint Course টি বেশি উপযোগী।

অন্যদিকে যারা MS PowerPoint Presentation এর ব্যবহার সম্পর্কে ভালোভাবে বিস্তারিত শিখতে ও জানতে চায়, সেই সাথে প্রফেশনাল প্রেজেন্টেশন বানানো শিখতে চায় তাদের জন্য টেন মিনিট স্কুলের Microsoft PowerPoint কোর্সটি সব থেকে ভালো।

Leave a Reply