ব্লগের এর জন্য সঠিক একটি থিম বাছাই করা নিয়ে অনেকে ঝামেলায় পড়ে যায়। অনেকে সঠিক ভাবে থিম যাচাই বাছাই না করেই শুধু ডিজাইন দেখেই যেকোনো একটি থিম ব্যবহার শুরু করে দেয়।
এতে পরবর্তীতে নানারকম ঝামেলা পোহাতে হয়, যেমন ঠিক মত থিম কাস্টমাইজেশন করা যায় না, সব ধরনের প্লাগিন সাপোর্ট করে না, সিকিউরিটি ব্যবস্থা দুর্বল থাকে, এছাড়াও ওয়েবসাইট এর অতিরিক্ত ডিজাইন যুক্ত করার সুযোগও থাকেনা।
আর তাই, ব্লগের এর জন্য সেরা এবং সঠিক একটি ওয়ার্ডপ্রেস থিম বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ।
কেননা, সঠিক একটি থিম নির্বাচনের ওপরে ওয়েবসাইটের অনেক গুলো বিষয় নির্ভর করে, যেমন-
- ওয়েবসাইট লোডিং স্পীড(Loading Speed)
- সিকিউরিটি(Security)
- এসইও
- User-Friendly বা আকর্ষণীয় ডিজাইন
- নিয়মিত থিম আপডেট
- ওয়েবসাইট কাস্টমাইজেশন করার সুবিধা ইত্যাদি বিষয়সহ আরও অনেক।
ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এর জন্য বেশ কিছু জনপ্রিয় ফ্রি ওয়ার্ডপ্রেস থিম (Free WordPress Themes) রয়েছে। যেগুলো ব্যবহার করে খুব সুন্দর এবং প্রোফেসনাল ব্লগ বা ওয়েবসাইট তৈরি করে ফেলা যায়।
তাছাড়া এমন অনেক ওয়ার্ডপ্রেস ফ্রি থিম রয়েছে যেগুলো ফ্রিতেই কাস্টমাইজেশন করার অনেক গুলো অপশন থাকে, ফলে সহজেই সুন্দর একটি ব্লগ তৈরি করে ফেলা যায় কোন রকম ঝামেলা সারাই।
১। Astra
ওয়ার্ডপ্রেস এর ফ্রি থিম গুলোর সব থেকে বেশি যে জনপ্রিয় এবং মার্কেটে যার অবস্থান সব থেকে শীর্ষে সেটি হল Astra WordPress Theme। প্রায় ১ মিলিয়ন এর বেশি ওয়েবসাইট তৈরি করা হয়েছে এই Astra Theme কে ব্যবহার করেই।
এই থিম যেমন ফাস্ট তেমনি শক্তিশালী (Powerful) ও বটে। Astra থিম ব্যবহার করে ওয়ার্ডপ্রেস এর জন্য যেকোনো ওয়েবসাইট তৈরি করা যায়।
পাশাপাশি এটির ব্যবহারও অনেক সহজ এবং খুবই ইউজার ফ্রেন্ডলি। যার ফলে এই থিমের ব্যবহার এবং চাহিদা দিন দিন বেড়েই চলছে।
যেকোনো ধরনের ব্লগ ওয়েবসাইট তৈরি করার জন্য Astra ওয়ার্ডপ্রেস থিমই সব থেকে সেরা। এই থিমে বেশ কিছু বেসিক ফিচার বা অপশন যুক্ত রয়েছে, ওয়েবসাইট কাস্টমাইজ করার জন্য।
এছাড়াও, এই থিমের জন্য প্রচুর Free Starter Sites রয়েছে। যেগুলো ব্যবহার করে নিমিষেই একদম প্রোফেসনাল মানের ওয়েবসাইট তৈরি করা যায়।
এই থিম মুলত Fast Loading Speed Optimized অর্থাৎ এটি খুব ফাস্ট একটি থিম এবং খুব দ্রুত লোড হয়। যার ফলে ওয়েবসাইট অনেক দ্রুত লোড হয়।
আপনি যদি ওয়েবসাইট এর স্পীড নিয়ে বেশি চিন্তিত থাকেন তাহলে আপনি নিশ্চিন্তে Astra থিম ব্যবহার করতে পারেন।
২। Neve
ব্লগের জন্য আরও একটি জনপ্রিয় ফ্রি ওয়ার্ডপ্রেস থিম হল Neve। যেকোনো ধরনের ব্লগ বা ওয়েবসাইট তৈরি করার জন্য এটি মূলত সেরা একটি ফ্রি থিম।
এই থিম ব্যবহার করে আপনি সহজেই একটি ব্লগ তৈরি করতে পারবেন। পাশাপাশি ব্লগ বা ওয়েবসাইটকে ভালভাবে কাস্টমাইজ করার জন্য কিছু গুরুত্বপূর্ণ থিম অপশন যুক্ত রয়েছে।
যেগুলো ভালভাবে ব্যবহার এবং কাস্টমাইজ করে আপনি আপনার ব্লগকে দারুন ভাবে সাজাতে পারবেন।
তাছাড়া, এই থিম সব ধরনের প্লাগিন এবং পেজ বিল্ডার সাপোর্ট করে। ফলে, আপনি পেজ বিল্ডার ব্যবহার করে ওয়েবপেজকে দারুন ভাবে ডিজাইন করতে পারবেন।
এই থিমের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এটি খুব ফাস্ট একটি থিম এবং খুবই দ্রুত লোড হয়।
এছাড়াও এই থিমের কিছু বৈশিষ্ট্য- Responsive and Lightweight Design, Fast Loading Speed Optimized, SEO & AMP Ready , Page Builder Ready, RTL & Translation Ready , Easy Customizable Options, Free Templates Library ইত্যাদি।
৩। GeneratePress
ওয়ার্ডপ্রেস এর ফ্রি থিম গুলোর মধ্যে GeneratePress থিম ও বেশ জনপ্রিয়। এই থিমটি সব থেকে বেশি জনপ্রিয় হওয়ার মুল কারণ হল এটি খুবই ফাস্ট একটি থিম।
তাছাড়া, এই থিমটিকে ডেভেলপ করা হয়েছে ওয়েবসাইটকে খুবই ফাস্ট করার জন্য বা দ্রুত লোড করার জন্য।
যারা মুলত ওয়েবসাইটের স্পীড কেই বেশি গুরুত্ব দিয়ে থাকেন, তাদের জন্য এটি একটি সেরা থিম।
ওয়েবসাইট কাস্টমাইজ করার জন্য Basic যে অপশন থাকা দরকার সেগুলোই পাওয়া যাবে এই ফ্রি থিমে।
এই থিম প্রায় সব ধরনের পেজ বিল্ডার সাপোর্ট করে। এছাড়াও এটি Gutenberg এডিটর ও সাপোর্ট করে, যেটি ব্যবহার করে সহজেই পেজ বা কন্টেন্ট সুন্দর ভাবে সাজানো বা ডিজাইন করা যায়।
এই থিমের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এটি প্রায় সব ধরনের ডিভাইস সাপোর্ট করে এবং এই থিম ওয়ার্ডপ্রেস এর কোডিং স্ট্যান্ডার্ড অনুসরণ করেই ডিজাইন করা হয়েছে।
যার ফলে এটি যেমন Responsive তেমনি এসইও এর ক্ষেত্রেও এটি একটি দারুন থিম।
সুতরাং, আপনি যদি ব্লগের জন্য খুব ফাস্ট একটি থিম ব্যবহার করতে চান তাহলে এই থিম ব্যবহার করাই সব থেকে ভাল।
৪। OceanWP
ব্লগের জন্য আরেকটি জনপ্রিয় এবং সেরা একটি ফ্রি ওয়ার্ডপ্রেস থিম হল OceanWP। অন্যান্য ফ্রি থিমের তুলনায় এই থিম খুবই শক্তিশালী(Powerful) এবং কার্যক্ষমতাও অনেক বেশি।
পার্সোনাল ব্লগ সাইট থেকে শুরু করে ইকমারস ওয়েবসাইট, পোর্টফলিও, বিজনেস ওয়েবসাইট সহ প্রায় সব ধরনের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করা যায় এই থিম ব্যবহার করে।
তাছাড়া, এই থিম ওয়ার্ডপ্রেস এর প্রায় সব ধরনের প্লাগিন সাপোর্ট করে এবং জনপ্রিয় সব পেজ বিল্ডার এর সাথেও Compatible। Elementor পেজ বিল্ডার এর জন্য যেসব ওয়ার্ডপ্রেস থিম রয়েছে তার মধ্যে এটি একটি অন্যতম।
আপনি আপনার ব্লগ বা ওয়েবসাইট খুব ভাল ভাবেই Customize করতে পারবেন। কেননা এই থিম কাস্তমাইজ করা খুবই সহজ এবং কাস্টমাইজেশন এর জন্য যথেষ্ট ফিচার এবং অপশন যুক্ত করা আছে।
এছাড়াও, এই থিমের জন্য প্রচুর ফ্রি Templates রয়েছে যেগুলো সরাসরি ওয়েবসাইটে Import করে ব্যবহার করা যায়।
এই থিমের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যেমন, Responsive Design, Fast Loading Speed, SEO friendly, WooCommerce Ready, RTL and Translation Ready।
যাইহোক, ফ্রি থিম গুলোর মধ্যে এটি খুব ই জনপ্রিয় একটি থিম। আপনি চাইলে আপনার ব্লগের জন্য এই থিম ব্যবহার করতে পারেন।
৫। Sydney
ব্লগ, পোর্টফলিও এবং বিজনেস ওয়েবসাইট তৈরি করার জন্য Sydney ওয়ার্ডপ্রেস থিমের বেশ ভাল জনপ্রিয়তা রয়েছে।
ব্লগিং এর জন্য এটি একটি সেরা থিম। মূলত নতুনদের জন্য এই থিম ব্যবহার করা খুবই সহজ এবং এই থিমের ডিজাইন যথেষ্ট ইউজার ফ্রেন্ডলি।
এই থিমে বেশ কিছু থিম কাস্টমাইজেশন অপশন যুক্ত রয়েছে, যেমন, Google Fonts, Layout Control, Full Color Control, Full Screen Slider, Custom Widgets, Logo, Header Image, Sticky Navigation সহ আরও বেশ কিছু বেসিক অপশন রয়েছে।
মূলত, এই থিমটি Elementor পেজ বিল্ডার এর জন্য খুবই জনপ্রিয় একটি থিম।
যাইহোক, আপনি যদি সহজ ভাবে ব্লগিং করতে চান অর্থাৎ অতিরিক্ত ফিচার বা ডিজাইন নিয়ে মাথা না ঘামাতে চান তাহলে এই ফ্রি থিম ব্যবহার করাই আপনার জন্য সব থেকে দারুন উপায় হবে।
৬। Hestia
Hestia মুলত একটি ফ্রি Multipurpose ওয়ার্ডপ্রেস থিম। যেকোনো ধরনের বিজনেসস ওয়েবসাইট থেকে শুরু করে পোর্টফলিও, পার্সোনাল ব্লগ, এমনকি ইকমারস ওয়েবসাইট তৈরির কাজেও এই থিম ব্যবহার হয়ে থাকে।
অন্যান্য ফ্রি থিম গুলোর তুলনায় এই থিমের ডিজাইন একটু আলাদা এবং যথেষ্ট ফিচার যুক্ত করা হয়েছে যেগুলো সব ফ্রি থিমে পাওয়া যায়না।
এই থিমের কিছু গুরুত্বপূর্ণ ফিচার যেমন- Elementor Page Builder, WooCommerce, Custom Background, Flat/Parallax Slider, Travel Map, Photo Gallery, Services section, Testimonials, Team, Subscribe Form, Shop Page and Contact page Design ইত্যাদি।
এছাড়াও, এই থিমে আকর্ষণীয় হোম পেজ ডিজাইন যুক্ত করা হয়েছে, এবং এটি কাস্টমাইজ করার জন্য আলাদা অপশনও রয়েছে। পাশাপাশি ব্লগ পেজ কেও সুন্দর ভাবে সাজানো এবং কন্টেন্ট প্রদর্শন করার সুযোগ রয়েছে।
সরাসরি থিম Customizer Tool ব্যবহার করে ওয়েবসাইটের যাবতীয় ডিজাইন কাস্টমাইজ করা যাবে।
Hestia মূলত একটি রেস্পন্সিভ এবং মোবাইল ফ্রেন্ডলি থিম। এছাড়াও, এটি খুবই ফাস্ট এবং এসইও ফ্রেন্ডলি একটি থিম।
সুতরাং, সফল ভাবে ব্লগিং করার জন্য এটি একটি দারুন থিম।
৭। Zakra
আপনি যদি ব্লগের জন্য ফাস্ট থিম খুজে থাকেন, তাহলে Zakra থিম হতে পারে আপনার সেরা পছন্দ।
ওয়ার্ডপ্রেস ফ্রি থিম গুলোর মধ্যে যেসব ফাস্ট থিম রয়েছে তার মধ্যে এই থিম অন্যতম।
অন্যান্য ফ্রি থিমের তুলনায় এই থিম যথেষ্ট Flexible এবং ইউজার ফ্রেন্ডলি। সহজেই এই থিম কাস্টমাইজ করা যায় বিধায় যেকেউ চাইলে নিজের ব্লগ বা ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারে কোন রকম ঝামেলা ছাড়াই।
যেহেতু এটি একটি Multipurpose থিম তাই এটি ব্যবহার করে আপনি চাইলে যেকোনো ধরনের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে পারবেন। পাশাপাশি ব্লগিং এর জন্যও এটি সেরা একটি থিম এবং ব্লগ সাইট তৈরি করার জন্য বেশ কিছু অতিরিক্ত ফিচার যুক্ত করা আছে।
এছাড়া, এই থিমে কিছু ফ্রি Starter Sites বা template যুক্ত রয়েছে, যেগুলো সরাসরি Import করে ওয়েবসাইটে ব্যবহার করা যাবে।
এই থিমের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যেমন- Responsive Design, SEO friendly, WooCommerce Ready, Translation Ready, Major Page Builder Compatible ইত্যাদি।
৮। Kadency
ফ্রি ওয়ার্ডপ্রেস থিম গুলোর মধ্যে সব থেকে ফিচার সমৃদ্ধ থিম হল Kadency। এই থিমে ফ্রিতেই অনেক customization options যুক্ত করা আছে, যেগুলো মূলত পেইড থিম ছাড়া পাওয়া যায়না।
সঠিকভাবে, একটি ব্লগ বা ওয়েবসাইট কাস্টমাইজ করার জন্য যেসব ফিচার খুব এ দরকারি তার প্রায় অনেক গুলো অপশনী এই থিমে পাওয়া যাবে। ওয়েবসাইটের Header ডিজাইন থেকে শুরু Footer ডিজাইন সহ ওয়েবসাইটের অনেক গুলো ডিজাইনই পরিবর্তন করা যায়।
এছাড়া, ব্লগ পেজ ডিজাইন, কন্টেন্ট এডিটিং, পোস্ট ডিসপ্লে, লেআউট কন্ট্রোল, হোম পেজ ডিজাইন, কালার কন্ট্রোল, ফন্ট পরিবর্তন সহ আরও অনেক গুলো থিম কাস্টমাইজেশন অপশন রয়েছে।
এই থিমের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য- এটি Fast loading Speed Optimized বা খুবই ফাস্ট একটি থিম। এই থিম ব্যবহারের ফলে আপনার ওয়েবসাইট অনেক বেশি ফাস্ট হবে।
তাই, আপনি যদি ফ্রিতে Highly Customizable এবং Fast Loading Speed Optimized থিম ব্যবহার করতে চান তাহলে এই থিম নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন।
৯। Ashe
আপনি যদি ম্যাগাজিন স্টাইল এর ব্লগ বা ওয়েবসাইট তৈরি করতে চান তাহলে Ashe ওয়ার্ডপ্রেস থিম ব্যবহার করতে পারেন।
এই থিমের ডিজাইন মূলত ব্লগিং ওয়েবসাইটের জন্যই তৈরি করা হয়েছে। তাছাড়া, এই থিমে ব্যবহার করে যেকোনো ধরনের বিজনেস ওয়েবসাইট বা ইকমারস ওয়েবসাইটও তৈরি করা যায়।
এই থিম ব্যবহার কররে আপনি আপনার পোস্ট বা কন্টেন্ট গুলোকে সুন্দর ভাবে প্রদর্শন করতে পারবেন।
তাছাড়া, এই থিমে ডেমো হোম পেজ সুন্দর ভাবে সাজানো হয়েছে, যেটি আপনি সরাসরি Import করে নিজের মত ডিজাইন করতে পারবেন।
পাশাপাশি, থিম Customizer টুল ব্যবহার করে header, footer, Sidebar, blog page, Menu, Widgets, Colors, Fonts সহ অন্যান্য অপশন ব্যবহার করে ওয়েবসাইট সহজেই কাস্টমাইজ করতে পারবেন।
Ashe ফ্রি থিমের কিছু বৈশিষ্ট্য- Fast Loading Speed, SEO Friendly Design, Responsive & Mobile Optimized, Major Page Builder Ready, WooCommerce, Translations, Custom Widgets সহ আরও বেশ কিছু ফিচার যুক্ত রয়েছে।
১০। Blocksy
ওয়ার্ডপ্রেস এর ফ্রি থিম গুলোর মধ্যে সব থেকে সেরা এবং সব চেয়ে বেশি ফিচার সমৃদ্ধ যে থিম সেটি হল Blocksy।
যদিও এটি একটি নতুন থিম। তারপরও এই থিম বেশ জনপ্রিয়তা অর্জন করছে এবং খুব ভাল পজিটিভ ফিডব্যাক বা রিভিউ অর্জন করছে।
মূলত, এই ফ্রি থিমে যেসব ফিচার এবং থিম কাস্টমাইজেশন অপশন যুক্ত করা হয়েছে, সেগুলর প্রায় অধিকাংশই একটি প্রিমিয়াম থিমে পাওয়া যায়।
এই থিম অনেকটা Kadency থিমের মতই। কিন্তু, Blocksy থিমের আলাদা বৈশিষ্ট্য এবং আরও ফিচার সমৃদ্ধ হওয়ায় এর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে।
Header এবং Footer ডিজাইন থেকে শুরু করে আপনি আপনার website এর প্রায় অনেক কিছুই বেশ ভালভাবে ডিজাইন বা কাস্টমাইজ করতে পারবেন।
এই থিমের একটি বড় সুবিধা হল ব্লগ পেজ এবং পোস্ট পেজ ডিজাইন। আপনি আপনার মনের মত করে ব্লগ পেজ এবং পোস্ট গুলোকে সাজাতে পারবেন। যে অপশন গুলো অন্য কোন ফ্রি থিমে পাওয়া সম্ভব না।
যাইহোক, আপনি যদি একই সাথে ফাস্ট এবং ফিচার সমৃদ্ধ ফ্রি ওয়ার্ডপ্রেস থিম খোঁজেন তাহলে এই থিমই হবে সব থেকে ভাল উপায়।
পরিশেষেঃ
ব্লগিং শুরুর প্রথম অবস্থায় অনেকের কাছে হয়তো পেইড থিম কেনার মত সামর্থ্য থাকেনা। যার ফলে অনেকেই ফ্রি ওয়ার্ডপ্রেস থিম ব্যবহার করে থাকে।
কিন্তু নতুন অবস্থায় অনেকেই এই ফ্রি থিম নিয়েও বেশ ঝামেলায় পড়ে যায়। অনেকে থিম ভালভাবে যাচাই বাছাই না করেই শুধুমাত্র থিমের ডিজাইন দেখেই ব্যবহার শুরু করে দেয়। ফলে পরবর্তীতে থিম নিয়ে অনেক ঝামেলা পোহাতে হয়।
যাইহোক, ব্লগ এর জন্য ওয়ার্ডপ্রেস এর প্রচুর ফ্রি থিম রয়েছে। কিন্তু এর মধ্য থেকে সঠিক এবং সেরা থিম বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ।
কেননা, থিম যদি শক্তিশালী এবং যথেষ্ট ফিচার যুক্ত থাকে, ওয়েবসাইট কে ভালভাবে কাস্টমাইজ করার জন্য তাহলে সেই থিম ব্যবহার করে সুন্দর ডিজাইন এর পাশাপাশি ভিজিটর দেরকে সহজেই আকৃষ্ট করা যায়।
তাছাড়া, একটি থিম বাছাই এর পূর্বে অবশ্যই থিমের স্পীড বা Fast Loading Speed Optimized কিনা সেটি দেখে নেয়া জরুরী।
কেননা, থিম যদি ফাস্ট না হয় এবং লোড হতে বেশি সময় নেয় তাহলে সার্চ রাঙ্কিং বা এসইও এর ক্ষেত্রে মারাত্মক প্রভাব ফেলবে। যদিও এর পেছনে হোস্টিং সার্ভার সহ আরও অন্যান্য বিষয় জড়িত।
যাইহোক, ওপরে ব্লগের জন্য যে কয়েকটি ফ্রি ওয়ার্ডপ্রেস থিম (Free WordPress Theme for Blog) নিয়ে আলোচনা করা হয়েছে এগুলো খুব এ জনপ্রিয় এবং অনেকেই ব্যবহার করছেন।
আপনি নিঃসন্দেহে এই থিম গুলোর কোন একটি বাছাই করে ব্যবহার শুরু করতে পারেন।
ধন্যবাদ ভাই,