বর্তমানে ঘরে বসে অনলাইনে টাকা আয় করার সবচেয়ে জনপ্রিয় উপায় হল ফ্রিল্যান্সিং। এখন অনেকেই ঘরে বসে অনলাইন থেকে অর্থ উপার্জনের জন্য এবং নিজেকে স্বাবলম্বী করার জন্য ফ্রিল্যান্সিং পেশাকে বেছে নিচ্ছে।
কিন্তু, নতুনদের মধ্যে অনেকেই ফ্রিল্যান্সিং করতে আগ্রহী হলেও কিভাবে, কোথায় থেকে শুরু করতে হবে এবং কোন কাজগুলো শিখতে হবে, সে বিষয়ে সঠিক ধারণা না থাকার কারনে অনেকে সফলভাবে Freelancing শুরু করতে পারেনা।
বর্তমানে ফ্রিল্যান্সিং জগতে বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং জব (Freelancing Jobs) বা ফ্রিল্যান্সিং কাজের সেক্টর রয়েছে। একেকটি ফ্রিল্যান্সিং কাজের ধরণ এবং কাজের চাহিদা একেক রকম। সেই সাথে টাকা আয়ের পরিমাণও কাজ ভেদে একেক রকমের হয়ে থাকে।
বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং কাজগুলোর মধ্যে সবথেকে জনপ্রিয় কাজ হল ডাটা এন্ট্রি (Data Entry)। তুলনামূলক ভাবে অন্যান্য ফ্রিল্যান্সিং কাজের তুলনায় এই কাজটি সহজ হওয়ার এবং খুব দ্রুত শেখা যায় বিধায় এই কাজের প্রতি অনেকেরই আগ্রহ রয়েছে।
যাইহোক, Data Entry এর কাজ গুলো শেখার জন্য 10 Minute School Data Entry দিয়ে Freelancing নামে একটি অনলাইন কোর্স চালু করেছে।
মূলত, এই পোস্ট থেকে টেন মিনিট স্কুল ডাটা এন্ট্রি কোর্স সম্পর্কে বিস্তারিত যেমন- কোর্স থেকে কি কি শেখা যাবে, কাদের জন্য এই কোর্সটি উপযুক্ত, কোর্সটি থেকে কি কি সুবিধা পাওয়া যাবে ইত্যাদি বিষয় সহ পুরো কোর্স সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
টেন মিনিট স্কুল Data Entry দিয়ে Freelancing কোর্স সম্পর্কেঃ
যারা শুধুমাত্র ডাটা এন্ট্রির কাজ শিখে ফ্রিল্যান্সিং করে অনলাইন থেকে টাকা আয় করতে ইচ্ছুক তাদের জন্য টেন মিনিট স্কুল Data Entry দিয়ে Freelancing নামে একটি অনলাইন কোর্স তৈরি করেছে।
টেন মিনিট স্কুল এর ডাটা এন্ট্রি কোর্স এর ইন্সট্রাক্টর (Instructor) হলেন- জয়িতা ব্যানার্জি (Joyeta Banarjee)। 10 Minute School এ জয়িতা ব্যানার্জির আরেকটি জনপ্রিয় ফ্রিল্যান্সিং কোর্স রয়েছে, যেটি “ঘরে বসে Freelancing কোর্স” নামে পরিচিত।
এই কোর্সটিতে ডাটা এন্ট্রির কাজ গুলো সাধারণত কেমন হয়ে থাকে, এই কাজ শিখে কিভাবে ফ্রিল্যান্সিং করা যায়, Freelancing করেতে গেলে যে যে স্কিল বা দক্ষতা থাকা দরকার, ইত্যাদিসহ আরও বিভিন্ন বিষয়বস্তু এই কোর্সে শেখানো হয়েছে।
বর্তমান সময়ে Data Entry কাজগুলোর চাহিদা যেমন রয়েছে তেমনি এই কাজে অনেক প্রতিযোগিতাও রয়েছে। কিন্তু এই কাজে ভালো দক্ষতা এবং অভিজ্ঞতা থাকার পাশাপাশি সঠিক গাইডলাইন থাকলে এখানে সফল হওয়ার দারুণ সুযোগ রয়েছে।
এক্ষেত্রে, 10 Minute School এর Data Entry কোর্স এ সঠিক গাইডলাইনের পাশাপাশি ডাটা এন্ট্রির বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজগুলো শেখানো হয়েছে।
কোর্সটিতে ডাটা এন্ট্রি কাজের একদম বেসিক বিষয়গুলোর পাশাপাশি আরও অনেক অ্যাডভান্সড কাজগুলো ধাপে ধাপে শেখানো হয়েছে। ফলে যারা ফ্রিল্যান্সিং সেক্টরে একেবারে নতুন এবং Data Entry শিখে ফ্রিল্যান্সিং করতে ইচ্ছুক তাদের জন্য এই কোর্সটি বিশেষভাবে সহযোগিতা করতে পারে।
ফ্রিল্যান্সিং এর একদম বেসিক বিষয় থেকে শুরু করে ধাপে ধাপে ফ্রিল্যান্সিং এর অন্যান্য স্কিল সম্পর্কে জানতে, যেকেউ চাইলে ঘরে বসে ফ্রিল্যান্সিং কোর্সটি করতে পারেন।
Data Entry কোর্সে যা থাকছে
- ৪৩ টি ভিডিও লেকচার
- টোটাল ৬ ঘণ্টার ভিডিও টিউটোরিয়াল
- ৬ সেট কুইজ
- কোর্স শেষে সার্টিফিকেট
কোর্সটি কাদের জন্য
- যারা ঘরে বসে ফ্রিল্যান্সিং করে অনলাইন থেকে টাকা উপার্জন করতে চায়।
- যারা চাকুরী কিংবা পড়াশুনার পাশাপাশি অনলাইন থেকে টাকা আয় করার উপযুক্ত একটি পথ তৈরি করতে চায়।
- যারা ফ্রিল্যান্সিং সেক্টরে নতুন কিন্তু ফ্রিল্যান্সিং শিখতে চায় এবং সহজে অনলাইন থেকে টাকা আয় করতে চায়।
- যাদের টেকনিক্যাল জ্ঞ্যান কম অর্থাৎ যাদের ভালো কোন IT স্কিল জানা নেই কিন্তু সহজ কোন কাজ শিখে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করতে চায়।
- যারা ডাটা এন্ট্রির কাজগুলো আরও ভালোভাবে শিখতে চায় এবং এই কাজে নিজের দক্ষতা ও অভিজ্ঞতা বাড়াতে চায়।
- সর্বোপরি, যারা ঘরে বসেই অনলাইন থেকে আয় করার সহজ কোন মাধ্যম বা উপায় খুঁজছেন এবং খুব দ্রুত ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করতে চান, মূলত তাদের জন্য এই কোর্সটি বিশেষ ভুমিকা পালন করতে পারে।
Data Entry Course থেকে যা শেখা যাবে
10 Minute School এর Data Entry Course থেকে যে যে বিষয় শেখা যাবে-
- ফ্রিল্যান্সিং কি, ফ্রিল্যান্সিং সম্পর্কে ধারণা, ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এর মধ্যে পার্থক্য।
- ডাটা এন্ট্রি এবং লিড জেনারেশন বলতে কি বোঝায় এবং কিভাবে একজন ডাটা এন্ট্রি এক্সপার্ট হওয়া যায়।
- ডাটা এন্ট্রি কাজের জন্য বিভিন্ন ধরনের টুলস পরিচিতি যেমন- MS Word, MS Excel, MS PowerPoint ইত্যাদির ব্যবহার এবং এদের কার্যাবলী।
- কিভাবে File Conversion করতে হয়, বিভিন্ন ধরনের File Conversion টুলস এর পরিচিতি এবং এদের ব্যবহার।
- রিসার্চ ও লিড জেনারেশন যেমন- B2B Lead Generation, Social Media Research, LinkedIn Research, Email Research, Data Mining & Scraping ইত্যাদি সম্পর্কে বিস্তারিত ধারণা।
- Portfolio কিভাবে ডিজাইন করতে হয়, বিভিন্ন ধরণের প্রোজেক্ট কিভাবে ম্যানেজমেন্ট করতে হয়।
- Upwork এবং Fiverr মার্কেটপ্লেসে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয়, কিভাবে গিগ সাজাতে হয়, প্রয়োজনীয় রিসার্চসহ বিভিন্ন ধরনের টিপস এবং ট্রিক্স।
- মার্কেটপ্লেস থেকে বা ক্লাইন্টদের কাছ থেকে কিভাবে পেমেন্ট নিতে হয়, পেমেন্ট মেথড সম্পর্কে ধারণা।
- Self-Branding এর বিভিন্ন ধরনের Strategy গুলো কিভাবে কাজে লাগাতে হয় এবং নিজের পরিচিতি বৃদ্ধির উপায়।
সর্বোপরি এই কোর্সটিতে ডাটা এন্ট্রির কাজ শেখা থেকে শুরু করে কিভাবে মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট তৈরি করতে হয়, কিভাবে পোর্টফোলিও বানাতে হয়, অধিক ক্লাইন্ট বা কাজ কিভাবে পেতে হয় এবং কাজ করে উপার্জিত অর্থ কিভাবে দেশে আনতে হয়, সেসব বিষয়গুলো ধারাবাহিক ভাবে এই কোর্স এ শেখানো হয়েছে।
যার ফলে, নতুন ফ্রিল্যান্সাররা যারা ডাটা এন্ট্রি দিয়ে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করতে চায়, তাদের জন্য এই কোর্সটি বিশেষ ভুমিকা পালন করতে পারে।
ডাটা এন্ট্রি কোর্সের বৈশিষ্ট্য
10 Minute School Data Entry দিয়ে Freelancing Course এর গুরুত্বপূর্ণ কিছু দিক বা বৈশিষ্ট্য যেমন-
১। এই কোর্সটির একটি বিশেষ বৈশিষ্ট্য হল- কোর্সটি কেনার পর আপনি ঘরে বসেই অনলাইনে যেকোনো সময় অর্থাৎ যখন ইচ্ছা তখন, যেকোনো জায়গা থেকে যেকোনো ডিভাইস ব্যবহার করে কোর্সটির ভিডিও লেকচার দেখতে পারবেন।
২। কোর্সটিতে ধারাবাহিকভাবে ডাটা এন্ট্রি কাজ গুলো শেখানো হয়েছে, ফলে যাদের টেকনিক্যাল জ্ঞ্যান খুবই কম এবং জটিল কোন স্কিল ডেভেলপ করা ছাড়াই ফ্রিল্যান্সিং শুরু করতে চায় তারা এই কোর্সটি করে সহজেই দক্ষতা অর্জন করতে পারবে।
৩। কোর্সটিতে নতুন একজন ফ্রিল্যান্সার হিসেবে আপনার অবশ্যই যে যে স্কিল ডেভেলপ করা দরকার এবং নিজেকে সেভাবে প্রস্তুত করা দরকার, তা এই কোর্সে বেশ ভালোভাবে শেখানো হয়েছে। ফলে, আপনি খুব কম সময়ের মধ্যে নিজেকে কাজের উপযোগী করে গড়ে তুলতে পারবেন।
৪। তাছাড়া, এই কোর্স এর ইন্সট্রাক্টর আপওয়ার্ক এর একজন টপ রেটেড ফ্রিল্যান্সার। ফলে, দক্ষ এবং অভিজ্ঞ একজন ইন্সট্রাক্টর এর কাছ থেকে আপনি ডাটা এন্ট্রির কাজ গুলো ভালোভাবে শিখতে পারবেন।
৫। সর্বোপরি, এই কোর্সে যেহেতু ডাটা এন্ট্রির মত সহজ একটি ফ্রিল্যান্সিং কাজ শেখানো হয়েছে, ফলে আপনি যদি খুব অল্প সময়ের মধ্যে দক্ষতা অর্জন করে মার্কেটপ্লেসে কাজ করতে চান বা ফ্রিল্যান্সিং করতে চান, সেক্ষেত্রে এই কোর্স এর গাইডলাইন আপনাকে অনেক বেশি সহায়তা করবে।
তবে, আপনি যদি ডাটা এন্ট্রির কাজ ব্যতিত অন্য কোন ফ্রিল্যান্সিং স্কিল ডেভেলপ করতে চান এবং নিজেকে সেভাবে প্রস্তুত করতে চান, সেক্ষেত্রে এই কোর্সটি আপনার বিশেষ কোন কাজে আসবেনা।
কোর্স এ ভর্তি হতে চাইলেঃ
10 Minute School এর ডাটা এন্ট্রি কোর্স এ ভর্তি হতে চাইলে আপনাকে 10 Minute School এর ওয়েবসাইটটি ভিজিট করতে হবে। সরাসরি কোর্স এর লিংক এ প্রবেশ করতে উপরে দেয়া কোর্স লিংক ভিজিট করুন।
এরপর, “কোর্সটি শুরু করুন” বাটনে ক্লিক করে ফোন নাম্বার বা ইমেইল আইডি দিয়ে কোর্সের ফি পরিশোধ করতে হবে।
প্রোমোকোড ব্যবহার করে ডিস্কাউন্ট পেতে চাইলে উপরে দেয়া প্রোমোকোড টি ব্যবহার করা যেতে পারে।
কোর্স এ ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর কোর্সের ড্যাশবোর্ড এ লগইন করে কোর্সটি যাবতীয় ভিডিও লেকচার গুলো দেখা যাবে।
পরিশেষেঃ
বর্তমান সময়ে অনলাইনে ফ্রিল্যান্সিং এর বিভিন্ন ধরনের কাজ পাওয়া যায়। মার্কেটপ্লেসে Freelancing এর যেমন সহজ কাজ রয়েছে, তেমনি অনেক জটিল কাজও রয়েছে। সেই সাথে একেকটা কাজের একেক রকম মার্কেট ডিম্যান্ড রয়েছে এবং ইনকামের পরিমাণও ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এক্ষেত্রে অবশ্য কাজের প্রতি দক্ষতা এবং অভিজ্ঞতারও আলাদা ডিম্যান্ড রয়েছে।
যাইহোক, ফ্রিল্যান্সিং এর সহজ কাজগুলোর মধ্যে ডাটা এন্ট্রি কাজই সব থেকে বেশি জনপ্রিয়। এটি খুব দ্রুত শেখা যায় বিধায় নতুনদের মধ্যে অনেকেই শুরুতে ডাটা এন্ট্রি দিয়ে ফ্রিল্যান্সিং পেশা শুরু করে। তবে ডাটা এন্ট্রির কাজ পেতে বেশ বেগ পেতে হয়। তবে, কাজের প্রতি দক্ষতা এবং অভিজ্ঞতা থাকলে সহজেই কাজ জোগাড় করা যায়।
সুতরাং, আপনি যদি খুব অল্প সময়ের মধ্যে নিজেকে ডাটা এন্ট্রি কাজে দক্ষ করে নিতে চান এবং ফ্রিল্যান্সিং করতে চান, তাহলে 10 Minute School এর Data Entry দিয়ে Freelancing কোর্সটি করতে পারেন।