Communication Masterclass by Tahsan Khan – Course Review 2023

You are currently viewing Communication Masterclass by Tahsan Khan – Course Review 2023

কমিউনিকেশন স্কিল যার যত ভালো সে তত বেশি নিজেকে অন্য সবার থেকে একধাপ এগিয়ে রাখতে পারে। বিশেষ করে বর্তমান চাকুরীর বাজারে কমিউনিকেশন স্কিলের গুরুত্ব অনেক বেশি।

শুধু চাকুরির ক্ষেত্রেই নয় বরং ব্যক্তিগত বা সামাজিক জীবনেও কমিউনিকেশন স্কিলের ব্যাপক গুরুত্ব রয়েছে। ভালো কমিউনিকেশন স্কিল বা যোগাযোগের সঠিক দক্ষতা না থাকার কারনে অনেক সময় ব্যক্তিগত বা সামাজিক জীবনে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়।

কিন্তু, কমিউনিকেশনের সহজ পদ্ধতি বা কলাকৌশলগুলো তথা কমিউনিকেশন স্কিল ভালোভাবে জানা থাকলে সহজেই জীবনের বিভিন্ন পরিস্থিতিকে সামাল দেয়া বা নিজেকে মানিয়ে নেয়া যায়।

যাইহোক, বর্তমানে কমিউনিকেশন স্কিল ডেভেলপ করার জন্য 10 Minute School Communication Masterclass by Tahsan Khan কোর্সটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।

মূলত, এই পোস্ট থেকে Communication Masterclass কোর্স সম্পর্কে বিস্তারিত যেমন- কোর্সটি কাদের জন্য, কোর্স থেকে কি কি বিষয় শেখা যাবে, কোর্সের বিশেষত্ব বা কোর্সটি কেন প্রয়োজন এবং কোর্সে ভর্তির জন্য প্রয়োজনীয় ডিস্কাউন্ট অফারসহ কোর্সের যাবতীয় বিষয় সম্পর্কে ধারণা পাওয়া যাবে।

10 Minute School Communication Masterclass Course সম্পর্কে বিস্তারিত

ব্যক্তিগত ও প্রফেশনাল লাইফে কমিউনিকেশন স্কিল ডেভেলপ করার জন্য টেন মিনিট স্কুলের Communication Masterclass কোর্সটি ইতোমধ্যেই বেশ জনপ্রিয়তা অর্জন করেছে।

Communication Masterclass এর কোর্স ইনস্ট্রাক্টর (Instructor) হলেন- তাহসান খান (Tahsan Khan)। যিনি সঙ্গীত ও অভিনয়শিল্পী হিসেবে বাংলাদেশে বেশ জনপ্রিয় একজন ব্যক্তিত্ব। পাশাপাশি একাধিক স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে ১২ বছরেও বেশি সময় ধরে কমিউনিকেশন পড়ানোর অভিজ্ঞতা রয়েছে।

তার দীর্ঘ এই অভিজ্ঞতার আলোকে তিনি এই কোর্সে শিখিয়েছেন কিভাবে যোগাযোগের দক্ষতা বৃদ্ধি করতে হয়, কিভাবে নিজেকে সমাজের বিভিন্ন স্তরে একজন স্মার্ট কমিউনিকেটর হিসেবে নিজেকে গড়ে তোলা যায় এবং আত্মবিশ্বাসের সাথে যেকোনো পরিস্থিতি মোকাবেলা করা যায়।

এই অনলাইন কোর্সটি মূলত কয়েকটি ধাপে সাজানো হয়েছে। একেক ধাপে একেক ধরনের কমিউনিকেশন (Communication) সম্পর্কে ধারণা দেয়া হয়েছে। এখানে, ভার্বাল (Verbal) কমিউনিকেশনের পাশাপাশি নন-ভার্বাল (Non-Verbal)রিটেন (Written) কমিউনিকেশন নিয়েও আলোচনা করা হয়েছে।

এই কোর্সে ব্যক্তিগত কমিউনিকেশন, সামাজিক, প্রফেশনাল, ডিজিটাল/অনলাইন কমিউনিকেশন, প্রেজেন্টেশন ও পাবলিক স্পিকিং কমিউনিকেশনের বিভিন্ন পদ্ধতি বা কলাকৌশলগুলো একেকটি ধাপে আলোচনা করা হয়েছে।

Communication Masterclass by Tahsan Khan

কোর্সের দামঃ ৳১২৫০

প্রোমোকোড- tahsan1050

কোর্সে যা যা থাকছে

  • ২৮ টি ভিডিও (৫টি ফ্রি ভিডিওসহ)
  • ৯ সেট কুইজ
  • ৩০টি নোট
  • টোটাল ৭ ঘণ্টার ভিডিও লেকচার
  • কোর্স শেষে সার্টিফিকেট

এছাড়াও, কোর্সটিতে ৫টি ফ্রি পিডিএফ লেকচার শিট রয়েছে যেগুলো যেকেউ ফ্রিতেই ডাউনলোড করে নিতে পারে।

ফ্রি লেকচার শিট গুলোতে যেসব টপিকে আলোচনা করা হয়েছে-

  • ১। ভালো Communication এর ৭টি Quality
  • ২। Self Awareness Scorecard
  • ৩। Communicating on Social Media
  • ৪। Public Place Etiquettes
  • ৫। The Secret Sauce of Public Speaking

Communication Masterclass কোর্স থেকে যা শেখা যাবে

  • অন্যদের সাথে কিভাবে স্মার্টলি কমিউনিকেট করতে হয় এবং কমিউনিকেট করার প্রয়োজনীয় স্কিলস
  • ব্যক্তিগত, প্রফেশনাল কিংবা সামাজিক জীবনে ভাবের আদান প্রদান বা যোগাযোগের গুরুত্বপূর্ণ কৌশল
  • পাবলিক স্পিকিং বা প্রেজেন্টেশন এর জন্য কার্যকরী কিছু টিপস এন্ড ট্রিকস
  • অফিসে বা কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে কমিউনিকেট করার সহজ উপায় বা পদ্ধতি
  • চাকুরীর ইন্টারভিউতে নিজেকে উপস্থাপন বা কমিউনিকেট করার কৌশল
  • হাই-প্রোফাইল মানুষদের সাথে নেটওয়ার্কিং বা সম্পর্ক স্থাপনের দুর্দান্ত কলাকৌশল
  • সোশ্যাল মিডিয়াতে অন্যদের সাথে কমিনিকেশন করার পদ্ধতি
  • ফোন কল কিংবা অনলাইন মিটিংগুলোতে প্রফেশনাল কমিউনিকেশন করার উপায়
  • সর্বোপরি, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে শিক্ষাজীবন, কর্মক্ষেত্র কিংবা সামাজিক জীবনের সকল ক্ষেত্রে সঠিকভাবে ভাবের আদান প্রদান বা যোগাযোগের দারুণ সব কলাকৌশল শেখা যাবে।

যারা কমিউনিকেশন বা যোগাযোগের সঠিক দক্ষতা অর্জন করতে ইচ্ছুক ও প্রফেশনাল লাইফে নিজেকে একধাপ এগিয়ে নিতে ইচ্ছুক তাদের জন্য এই অনলাইন কোর্সটি বিশেষ ভুমিকা পালন করতে পারে।

Communication Masterclass কোর্সটি যাদের জন্য

স্কুল, কলেজ ও ইউনিভার্সিটির শিক্ষার্থী থেকে শুরু করে প্রফেশনাল লাইফের চাকুরীজীবী, ব্যবসায়ী বা অন্য যেকোনো স্তরের মানুষের জন্য অর্থাৎ যারা নিজের ব্যক্তিগত কিংবা সামাজিক জীবনে যোগাযোগের দক্ষতা বৃদ্ধিও আত্মবিশ্বাসের সাথে যেকোনো পরিস্থিতি মোকাবেলা করতে চায় তাদের জন্য এই Communication Masterclass Course টি বিশেষ ভুমিকা পালন করবে।

বিশেষ ডিস্কাউন্ট কোড/ প্রোমোকোড

টেন মিনিট স্কুলের যেকোনো অনলাইন কোর্সে প্রোমোকোড ব্যবহার করে সহজেই বিশেষ ডিস্কাউন্ট উপভোগ করা যায়।

চাইলে Communication Masterclass Course এ Promo Code ব্যবহার করেও বিশেষ ডিস্কাউন্ট উপভোগ করা যেতে পারে।

ডিস্কাউন্ট অফার পেতে উপরে দেয়া প্রোমোকোডটি ব্যবহার করা যেতে পারে।

আরও দেখুনঃ ১০ মিনিট স্কুল ডিস্কাউন্ট কোড ২০২৩

Communication Masterclass by Tahsan Khan কোর্সে ভর্তি হতে চাইলে

Communication Masterclass কোর্সে ভর্তি হওয়ার জন্য চাইলে উপরে দেয়া লিংকটি ভিজিট করার পর “কোর্সটি কিনুন” বাটনে ক্লিক করতে হবে। এরপর, অর্ডার কনফার্মেশন অপশন থেকে “শুরু করুন” বাটনে ক্লিক করতে হবে। তবে আপনার কাছে যদি প্রোমোকোড থাকে, তাহলে “প্রোমো কোড যোগ করুন” অপশনে সেই প্রোমোকোড ব্যবহার করতে হবে।

এরপর “শুরু করুন” বাটনে ক্লিক করার পর লগইন করার অপশন আসবে যেখানে নিজের ফোন নাম্বার ব্যবহার করতে হবে। এরপর, পেমেন্ট অপশন থেকে পেমেন্ট করলেই উক্ত কোর্সটিতে ভর্তি সম্পন্ন হবে।

এরপর, চাইলে স্মার্টফোন কিংবা কম্পিউটার থেকে কোর্সের ড্যাশবোর্ডে লগইন করে যখন ইচ্ছা তখন ভিডিও লেকচার দেখা যাবে।

আরও দেখুন-

পরিশেষে

স্কুল-কলেজের শিক্ষক/শিক্ষার্থী থেকে শুরু করে চাকরিজীবী বা অন্য যেকোনো স্তরের মানুষের জন্য যোগাযোগের সঠিক স্কিল থাকা খুবই গুরুত্বপূর্ণ।

Communication Masterclass by Tahsan Khan এর কোর্সে শুধু যোগাযোগের বা ভাবের আদান প্রদানেই গুরুত্ব দেয়া হয়নি বরং একজন ভালো মানুষ হিসেবে সামাজিক জীবনে নিজের ব্যক্তিত্ব ধরে রাখা, নিজের আত্মবিশ্বাস বৃদ্ধি, এবং নিজের ক্যারিয়ার ডেভেলপিং করার ক্ষেত্রেও গুরুত্ব দেয়া হয়েছে।

তাই, যারা সঠিক দিক নির্দেশনার পাশাপাশি নিজেকে একজন স্মার্ট কমিউনিকেটর হিসেবে গড়ে তুলতে চান তাদের জন্য এই কোর্সটি হতে পারে অনেক গুরুত্বপূর্ণ।

This Post Has One Comment

  1. Sanjida

    ভালোই

Leave a Reply