10 Minute School MS Word Course – শুরু করুন এখনই

You are currently viewing 10 Minute School MS Word Course – শুরু করুন এখনই

মাইক্রোসফট ওয়ার্ড বর্তমানে সব চেয়ে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার (Word Processing Software)। এটিকে অফিস অ্যাপ্লিকেশন প্রোগ্রামও বলা হয়।

বর্তমান সময়ে এই সফটওয়্যারটির ব্যবহার জানা খুবই জরুরী। Microsoft Word বা MS Word এর ব্যবহার ভালো ভাবে জানা থাকলে বিভিন্ন দিক থেকে যেমন সুবিধা যাওয়া যায়, তেমনি অন্য আরও দশ জনের থেকে নিজেকে এক ধাপ এগিয়ে রাখা যায়।

কেননা, বর্তমানে প্রায় বিভিন্ন প্রয়োজনে যেমন, কোন ডকুমেন্ট তৈরি বা প্রতিবেদন লেখা, তথ্য সংরক্ষণ, আবেদন পত্র বা গবেষণাপত্র লেখা, অ্যাসাইনমেন্ট, সিভি তৈরি সহ আরও বিভিন্ন কাজে MS Word ব্যাপকভাবে ব্যবহার হয়ে থাকে।

তাছাড়া, বর্তমানে বিভিন্ন অফিসিয়াল কাজে, স্কুল-কলেজের বিভিন্ন প্রয়োজনে কিংবা ব্যক্তিগত নানান কাজে এই সফটওয়্যার এর ব্যাপক প্রয়োজনীয়তা রয়েছে।

অনেকে মাইক্রোসফট ওয়ার্ড এর টুকটাক কাজ জানলেও, এটির সঠিক ব্যবহার বা নিয়মকানুন সম্পর্কে খুব ভালোভাবে জানেনা। MS Word ব্যবহার করা তুলনামূলক সহজ হলেও, এর অনেক ফিচারগুলোর ব্যবহার সম্পর্কে সঠিক জ্ঞ্যান বা ধারণা না থাকার কারনে অনেকে এটিকে প্রফেশনাল কাজে ব্যবহার করতে পারেনা।

যাইহোক, Microsoft Word শেখার জন্য 10 Minute School MS Word Course নামে একটি অনলাইন কোর্স তৈরি করেছে। যেই Course এ মাইক্রোসফট ওয়ার্ড এর খুঁটিনাটি বিভিন্ন বিষয়গুলো ধাপে ধাপে শেখানো হয়েছে।

মূলত, আমরা এই পোস্ট থেকে টেন মিনিট স্কুল এর মাইক্রোসফট ওয়ার্ড কোর্সটি সম্পর্কে বিস্তারিত যেমন- কোর্সটি কাদের জন্য, কোর্স থেকে কি কি বিষয় শেখা যাবে, কোর্সটি করা উচিত হবে কিনা, কোর্স এ ভর্তি হওয়ার জন্য প্রোমোকোডসহ আরও অন্যান্য বিষয় সম্পর্কে বিস্তারিত জানবো।

এতে করে যারা এই কোর্সটি করতে ইচ্ছুক বা যারা Microsoft Word শিখতে ইচ্ছুক, তাদের জন্য এই কোর্স রিভিউটি অনেক কাজে আসতে পারে।

10 Minute School MS Word Course সম্পর্কেঃ

ঘরে বসে সহজেই মাইক্রোসফট ওয়ার্ড শেখার জন্য টেন মিনিট স্কুল Microsoft Word এর একটি অনলাইন কোর্স তৈরি করেছে। কোর্সটিতে Microsoft Word ব্যবহারের নিয়ম কানুন সহ এটির খুঁটিনাটি বিভিন্ন বিষয় অর্থাৎ Microsoft Word প্রফেশনাল ভাবে ব্যবহার করতে হলে যা যা জানা দরকার সেসব বিষয়গুলো এই কোর্সে শেখানো হয়েছে।

মূলত, এই Course টি তৈরি করা হয়েছে একদম বিগিনার পর্যায় থেকে, অর্থাৎ যারা Microsoft Word সম্পর্কে একেবারেই নতুন বা এই বিষয়ে যাদের কোন ধারণা নেই বললেই চলে, তাদের জন্য MS Word এর বেসিক বিষয় থেকে অ্যাডভান্সড লেভেলের অনেকগুলো কাজ ভিডিও লেসনের মাধ্যমে শেখানো হয়েছে এই কোর্সটিতে।

এই কোর্সটি শুধুমাত্র বিগিনারদের জন্যই নয় বরং এটি অনেক প্রফেশনালদের জন্যও অর্থাৎ যারা মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহারে আরও বেশি দক্ষতা ও জ্ঞান অর্জন করতে চায়, তাদের ক্ষেত্রেও এই Online Course টি বিশেষ ভুমিকা পালন করতে পারে।

কোর্সটিতে যা যা থাকছেঃ

১। ৩৪টি ভিডিও লেকচার
২। ২২টি এক্সারসাইজ ফাইল
৩। কোর্স শেষে একটি সার্টিফিকেট

কোর্সটি কাদের জন্যঃ

১। যারা ঘরে বসে অনলাইনেই মাইক্রোসফট ওয়ার্ড শিখতে চায় এবং দক্ষতা অর্জন করতে চায়।

২। যারা মাইক্রোসফট ওয়ার্ড এর বেসিক টু অ্যাডভান্সড বিষয় গুলো খুব ভালোভাবে জানতে ও শিখতে চায়।

৩। যারা ধাপে ধাপে একদম শুরু থেকে ভিডিও লেকচার দেখে দেখে এমএস ওয়ার্ড এবং এর ব্যবহারের নিয়মগুলো ভালোভাবে শিখতে চায়।

৪। যারা মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহারের বিভিন্ন গুরুত্বপূর্ণ শর্টকাট টেকনিক বা কলাকৌশলগুলো শিখতে চায়।

৫। যারা দৈনন্দিন জীবনে নিজের ব্যক্তিগত বিভিন্ন কাজে মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করতে চায় এবং খুব দ্রুত কাজ করার পদ্ধতি গুলো জানতে চায়।

৬। যারা বিভিন্ন প্রফেশনাল কাজে Microsoft Word ব্যবহারে নিজেকে দক্ষ করে তুলতে চায় এবং কাজের গতি বাড়াতে চায়।

৭। এছাড়া, যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে যেমন , সিভি তৈরি, অ্যাসাইনমেন্ট তৈরি, প্রতিবেদন, রিসার্চ পেপার বা একাডেমিক রিপোর্ট ইত্যাদি তৈরির কাজ ভালোভাবে জানতে ও শিখতে চায় তাদের জন্য এই কোর্সটি বিশেষভাবে সহযোগিতা করবে।

কোর্স থেকে কি কি শেখা যাবেঃ

কোর্সটিতে প্রায় ৩৪ টি ভিডিও লেকচার রয়েছে এবং টোটাল ৫ ঘণ্টার এই ভিডিও লেকচার গুলোতে Microsoft Word এর বিভিন্ন বিষয়গুলো অনুসারে ভাগ করে ভিডিও লেসন তৈরি করা হয়েছে।

যাইহোক, এই কোর্স থেকে আপনি যা যা শিখতে পারবেন-

১। Microsoft Word এর বিভিন্ন ফিচারগুলোর প্রাথমিক পরিচিতি এবং এদের কার্যাবলী সম্পর্কে ধারণা।

২। কিভাবে লেখা (Text) যুক্ত করতে হয়, Text Fonts, Spell Checking, Headline Formatting, ফাইলে ছবি যুক্ত করা ইত্যাদি কাজের ধারণা।

৩। Proofreading, Smart Arts, Graph and Chart ব্যবহারের সঠিক নিয়ম।

৪। Page Layout, Reference, Citation, Review, Placeholder Text কোন ডকুমেন্ট এ যেভাবে ব্যবহার করতে হয়।

৫। বিভিন্ন টেম্পলেট এর ব্যবহার, Password Lock, Page Numbering, Table of Content design, Header and Footer এর কাজ সহ আরও অন্যান্য কাজ।

৬। কিভাবে সিভি বানাতে হয়, সিভি বানানোর নিয়ম এবং বিভিন্ন টেম্পলেট এর ব্যবহার।

৭। কিভাবে অ্যাকাডেমিক রিপোর্ট বানাতে হয়, রিপোর্ট বানানোর সঠিক নিয়মকানুন।

৮। বইয়ের ড্রাফ্‌ট কেমন হয়, Book Draft বানানোর নিয়ম।

সর্বোপরি, এই কোর্স এ মাইক্রোসফট ওয়ার্ড সঠিক ভাবে ব্যবহার করতে গেলে যা যা জানা দরকার বা কাজগুলো করতে হয়, তার বেশিরভাগ বিষয়বস্তু এই কোর্স এ শেখানো হয়েছে।

আরও দেখুনঃ

কোর্সটি কেন করবেনঃ

10 Minute School এর Microsoft Word Course টি কেন করবেন বা কাদের জন্য এই কোর্সটি সব থেকে বেশি উপকারি?

যারা Microsoft Word বা MS Word খুব ভালো ভাবে অর্থাৎ একদম শুরু থেকে ধারাবাহিকভাবে সফটওয়্যারটির ব্যবহার এবং এর নিয়মকানুন শিখতে চায়, মূলত তাদের জন্যই এই কোর্সটি অনেক বেশি কাজে আসবে।

যেহেতু, কোর্সটিতে Microsoft Word এর একদম বেসিক বিষয়গুলোর পাশাপাশি অনেক অ্যাডভান্সড বিষয়গুলোও ধাপে ধাপে শেখানো হয়েছে, সেহেতু MS Word সম্পর্কে যারা একেবারেই নতুন, তারা এই কোর্সটি করার মাধ্যমে সহজেই এই সফটওয়্যারটির ব্যবহার সম্পর্কে দক্ষতা অর্জন করতে পারবে।

সেই সাথে যারা Microsoft Word ব্যবহারে নিজেকে আরও ভালোভাবে দক্ষ করে তুলতে চায়, তারাও এই কোর্সটি করে দারুন ভাবে উপকৃত হতে পারে।

এই কোর্স এর আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল- এই কোর্সটি ঘরে বসেই অনলাইনে ভিডিও লেকচার দেখার মাধ্যমে যখন খুশি তখন এমএস ওয়ার্ড শেখা যাবে। এতে করে খুব অল্প সময়ের মধ্যে মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহারে নিজের দক্ষতা অর্জন করা যাবে।

তাছাড়া, এই কোর্সটিতে যে যে কাজ বা প্রোজেক্ট করে দেখানো হয়েছে বলতে গেলে তা প্রায় অনেকেরই দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে লাগে।

সুতরাং, ১০ মিনিট স্কুল এর মাইক্রোসফট ওয়ার্ড কোর্সটি করার মাধ্যমে চাইলে যেকেউ খুব সহজেই ঘরে বসে অনলাইনে ভিডিও টিউটোরিয়াল দেখার মাধ্যমে এই সফটওয়্যারটির ব্যবহার ভালোভাবে শিখতে পারে এবং নিজের দক্ষতা বৃদ্ধি করতে পারে।

Promocode ব্যবহার করে কোর্স এ ভর্তি হতে চাইলেঃ

10 Minute School MS Word Course এর বর্তমান দাম- ৯৫০ টাকা। কিন্তু আপনার কাছে যদি প্রোমোকোড (Promo Code) থাকে, তাহলে সেই Promocode টি ব্যবহার করে দারুন একটি ডিস্কাউন্ট এ ভর্তি হতে পারবেন।

Promo Code ব্যবহার করে Course এ ভর্তি হওয়ার জন্য “প্রোমো কোড” এর অপশনে সেই প্রোমোকোডটি ব্যবহার করতে হবে, তারপর “কোর্সটি শুরু করুন” বাটনে ক্লিক করে কোর্স এ ভর্তি হতে পারবেন।

পরিশেষেঃ

বর্তমান সময়ে MS Word এর মত মাইক্রোসফট অফিস এর অন্যান্য সফটওয়্যার যেমন, Microsoft PowerPoint, Microsoft Excel ইত্যাদির কাজগুলো ভালভাবে জানা খুবই জরুরী।

এইসব অফিস অ্যাপ্লিকেশন গুলোর ব্যবহার ভালোভাবে জানা থাকলে কর্মক্ষেত্রেই হোক কিংবা অন্য যেকোনো কাজে নিজেকে একধাপ এগিয়ে রাখা যায় এবং দ্রুততার সাথে কাজ সম্পাদন করা যায়।

তাই, আপনি যদি ঘরে বসেই অনলাইনে MS Word ভালোভাবে শিখতে চান, সেক্ষেত্রে চাইলে 10 Minute School MS Word Course টি এনরোল করতে পারেন।

Leave a Reply