10 Minute School HSC Crash Course 2024 – ১ম ও ২য় পত্র (বিজ্ঞান বিভাগ)

You are currently viewing 10 Minute School HSC Crash Course 2024 – ১ম ও ২য় পত্র (বিজ্ঞান বিভাগ)

HSC 2024 ব্যাচের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য 10 Minute School নিয়ে এলো HSC Crash Course 2024 অনলাইন লাইভ কোর্স।

এই লাইভ কোর্সটি মূলত এইচএসসি বিজ্ঞান বিভাগের মোট ৪টি বিষয়ের প্রথম পত্র ও দ্বিতীয় পত্রে পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য সাজানো হয়েছে। 

HSC 2024 ব্যাচের শিক্ষার্থীদের রুটিন মাফিক গোছানো পদ্ধতিতে সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করার লক্ষ্যেই টেন মিনিট স্কুল এর  এইচএসসি ক্র্যাশ কোর্সটি সাজানো হয়েছে।

মূলত, এই পোস্ট থেকে 10 Minute School এর HSC 2024 Crash Course সম্পর্কে বিস্তারিত তথ্য যেমন-  অনলাইন ক্র্যাশ কোর্সটি কাদের জন্য, কোর্সে কি কি থাকছে, এবং কোর্সে ভর্তির জন্য প্রয়োজনীয় প্রোমোকোড সহ অন্যান্য ফ্রি রিসোর্স সম্পর্কে জানা যাবে। 

10 Minute School HSC Crash Course 2024 সম্পর্কে বিস্তারিত

এবারে টেন মিনিট স্কুলের HSC Crash Course-কে ৩ ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগে এইচএসসি বিজ্ঞান বিভাগের মোট ৪ টি বিষয়ের প্রথম পত্রে প্রস্তুতির জন্য তৈরি করা হয়েছে। 

দ্বিতীয় ভাগে বিজ্ঞান বিভাগের ৪টি বিষয়ের ২য় পত্রে প্রস্তুতির জন্য এবং তৃতীয় ভাগে ফুল সিলেবাসে প্রস্তুতির জন্য সাজানো হয়েছে। 

যারা মূলত ঘরে বসেই অনলাইন লাইভ ক্লাসের মাধ্যমে এইচএসসির সর্বোচ্চ প্রস্তুতি নিতে চায় এবং ভর্তি প্রতিযোগিতার জন্যও নিজেকে একধাপ এগিয়ে রাখতে চায়, তাদের জন্য 10 Minute School HSC 2024 Crash Course বিশেষ ভূমিকা পালন করতে পারে। 

HSC 24 ব্যাচের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য 10 Minute School এর সর্বমোট যে ৩টি ক্র্যাশ কোর্স চলমান রয়েছে। কোর্সগুলো হল-

  • HSC 2024 ক্র্যাশ কোর্স- প্রথম পত্র [বিজ্ঞান বিভাগ]
  • HSC 2024 ক্র্যাশ কোর্স- দ্বিতীয় পত্র [বিজ্ঞান বিভাগ]
  • HSC 2024 ফুল সিলেবাস [বিজ্ঞান বিভাগ]

HSC 2024 ক্র্যাশ কোর্স- ১ম পত্র [বিজ্ঞান বিভাগ]

এইচএসসি-২৪ বিজ্ঞান বিভাগের মোট ৪টি বিষয়ের প্রথম পত্রে প্রস্তুতির জন্য 10 Minute School তৈরি করেছে- HSC 24 ক্র্যাশ কোর্স- প্রথম পত্র।

HSC 24 ক্র্যাশ কোর্স- প্রথম পত্র [বিজ্ঞান]

কোর্স ফিঃ ৳২৫০০

প্রোমো- 1950HSC

22% Discount

প্রথম পত্র ক্র্যাশ কোর্সে যা থাকছে

  • CQ ও MCQ এর পরিপূর্ণ প্রস্তুতি নেয়ার জন্য ৩২০টি লাইভ ক্লাস
  • অধ্যায়ভিত্তিক MCQ পরীক্ষা
  • ৮টি সম্পূর্ণ মডেল টেস্ট
  • প্রতিটি ক্লাসের গোছানো ৩২০টি লেকচার স্লাইড
  • প্রতিটি লাইভ ক্লাসের শেষে রেকর্ডেড ভিডিও ক্লাস (ডাউনলোড করে রাখার সুবিধা)

ক্র্যাশ কোর্সটি যাদের জন্য

  • HSC পর্যায়ে যারা বিজ্ঞান বিভাগের বাংলা ভার্সনের শিক্ষার্থী তাদের জন্য এই কোর্সটি সাজানো হয়েছে।
  • যারা বিজ্ঞান বিভাগের বিষয়গুলোর প্রথম পত্রে (Physics, Chemistry, Biology, Higher Math) ভালো প্রস্তুতি নিতে চায়।
  • শর্ট সিলেবাসের অপর্যাপ্ত প্রস্তুতির পাশাপাশি যারা ফুল সিলেবাসে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে চায়।
  • যারা ঘরে বসে অনলাইনে লাইভ ক্লাসের মাধ্যমে একাডেমিক বিষয়গুলোতে পূর্ণাঙ্গ প্রস্তুতির পাশাপাশি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে চায়।
  • মডেল টেস্ট ও MCQ পরীক্ষা দেয়ার মাধ্যমে যারা নিজেদের প্রস্তুতি যাচাই করতে এবং কলেজের পরীক্ষায় ভালো করতে ইচ্ছুক।
  • যারা HSC প্রথম বর্ষের পরীক্ষায় ভালো প্রস্তুতি নিশ্চিত করার পাশাপাশি HSC এর মূল প্রস্তুতিকেও অনেকাংশে এগিয়ে রাখতে চায় এবং ভর্তি প্রতিযোগিতায় নিজেকে একধাপ এগিয়ে রাখতে চায়।

যেহেতু, HSC 2024 ব্যাচের পরীক্ষা হবে সম্পূর্ণ সিলেবাস এবং মানবন্টনে। তাই যারা প্রথম থেকেই নতুন সিলেবাসে নিজেদের সেরা প্রস্তুতি নিশ্চিত করতে চায় তাদের জন্য 10 Minute School HSC Crash Course 2024- ১ম পত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

প্রথম পত্র ক্র্যাশ কোর্সের বৈশিষ্ট্য

10 Minute School HSC Crash Course – প্রথম পত্র (বিজ্ঞান বিভাগ) যেভাবে সাজানো হয়েছে-

  • বিজ্ঞানবিভাগের মোট ৪টি বিষয়ের প্রথম পত্রের জন্য রয়েছে রুটিন অনুসারে লাইভ ক্লাস এবং টপিকভিত্তিক আলোচনা।
  • লাইভ ক্লাসে প্রতিটি বিষয়ে কনসেপ্ট ক্লিয়ার করার পাশাপাশি বেসিক স্ট্রং করা হবে যা বোর্ড পরীক্ষা ও ভর্তি পরীক্ষায় বিশেষ ভূমিকা পালন করবে।
  • কোর্সটিতে রয়েছে অধ্যায়ভিত্তিক MCQ পরীক্ষা যা নিজেদের প্রস্তুতিকে ঝালিয়ে নিতে সহায়তা করবে।
  • অধ্যায়ভিত্তিক লাইভ ক্লাসের পাশাপাশি রয়েছে লেকচার স্লাইড, লেকচার শিট ও ৮টি সম্পূর্ণ মডেল টেস্ট যা শিক্ষার্থীদের পড়াশোনাকে আরও একধাপ এগিয়ে নিতে সহায়তা করবে।
  • কোন কারণে লাইভ ক্লাস মিস হয়ে গেলেও পাওয়া যাবে লাইভ ক্লাসের Recorded Video যা শিক্ষার্থীরা চাইলে ড্যাশবোর্ড থেকে যেকোনো সময় ক্লাস ভিডিওগুলো দেখে নিতে পারবে। 

আরও দেখুনঃ টেন মিনিট স্কুল প্রোমোকোড তালিকা- ২০২৩

HSC 2024 ক্র্যাশ কোর্স- দ্বিতীয় পত্র [বিজ্ঞান বিভাগ]

HSC 24 ব্যাচের বিজ্ঞান বিভাগের প্রথম পত্রের ক্র্যাশ কোর্সের পর 10 Minute School নতুন আরেকটি কোর্স- HSC 24 Crash Course- দ্বিতীয় পত্র (বিজ্ঞান বিভাগ) চালু করেছে।

মূলত বিজ্ঞান বিভাগের মোট ৪টি বিষয়ের ২য় পত্রে পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য এই অনলাইন লাইভ কোর্সটি সাজানো হয়েছে। প্রয়োজনীয় ক্লাস নোটস বা লেকচার শিট, লেকচার স্লাইড, প্রতিটি বিষয়ের উপর রুটিন মাফিক লাইভ ক্লাস, অধ্যায়ভিত্তিক MCQ পরীক্ষা ও পূর্ণাঙ্গ মডেল টেস্ট দেয়ার সুবিধাসহ আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই কোর্সটি তৈরি করা হয়েছে।

HSC 24 ক্র্যাশ কোর্স- দ্বিতীয় পত্র [বিজ্ঞান]

কোর্স ফিঃ ৳২৫০০

প্রোমো- CRASH10

10% Discount

২য় পত্র ক্র্যাশ কোর্সের সিলেবাস

বিজ্ঞান বিভাগের ২য় পত্র কোর্স সিলেবাসে যে যে বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে –

  • Physics 2nd Paper
  • Chemistry 2nd Paper
  • Biology 2nd Paper
  • Higher Math 2nd Paper

10 Minute School এর HSC Crash Course (2nd Part) চলবে- মে থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত।

২য় পত্র ক্র্যাশ কোর্সে যা থাকছে

  • মোট ৪টি বিষয়ের ২য় পত্রের উপর লাইভ ক্লাস
  • CQ ও MCQ-এ পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য ৩২০টি লাইভ ক্লাস
  • ৩২০টি লেকচার স্লাইড
  • ৮টি সম্পূর্ণ মডেল টেস্ট
  • অধ্যায়ভিত্তিক MCQ পরীক্ষা

২য় পত্র ক্র্যাশ কোর্সটি যাদের জন্য

  • ২০২২ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যারা HSC তে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হবে।
  • যারা HSC 24 ব্যাচের বিজ্ঞান বিভাগের ২য় পত্রে (পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান ও উচ্চতর গণিত) পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে ইচ্ছুক।
  • যারা ঘরে বসেই অনলাইন লাইভ ক্লাসের মাধ্যমে এইচএসসি এর সম্পূর্ণ সিলেবাসের উপর সেরা প্রস্তুতি নিশ্চিত করতে চায়।
  • যারা ঘরে বসে অনলাইনে অধ্যায়ভিত্তিক MCQ পরীক্ষা ও মডেল টেস্ট দেয়ার মাধ্যমে নিজেকে যাচাই করতে চায়।
  • যাদের এইসএসসির সম্পূর্ণ সিলেবাসে পড়াশোনার ঘাটতি রয়েছে কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে ফুল সিলেবাসে ভালো প্রস্তুতি নিতে চায়।
  • এই ক্র্যাশ কোর্সটির সিলেবাস ও লাইভ ক্লাস গুলো বাংলা ভার্সনের শিক্ষার্থীদের জন্য সাজানো।

সর্বোপরি, যারা ঘরে বসে রুটিন অনুসারে নিয়মিত পড়াশোনার মাধ্যমে বিজ্ঞান বিভাগের বিষয়গুলোতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে চায় এবং ভালো ফলাফল অর্জন করতে চায় তাদের জন্য HSC Crash Course 2024 (২য় পত্র) বিশেষ ভূমিকা পালন করবে।

কোর্সের বিশেষত্ব

  • বিজ্ঞান বিভাগের ২য় পত্রের প্রতিটি বিষয়ের কনসেপ্ট ক্লিয়ার করে বেসিক স্ট্রং করানো হবে অনলাইন লাইভ ক্লাসের মাধ্যমে।
    এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল করার পাশাপাশি ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্যও এই কোর্সটি বিশেষভাবে সাজানো হয়েছে।
  • কোর্সে অন্তর্ভুক্ত প্রয়োজনীয় বিভিন্ন রিসোর্স যেমন- লেকচার শিট, লেকচার স্লাইড ইত্যাদি শিক্ষার্থীদের পড়াশোনাকে আরও একধাপ এগিয়ে নিতে সহযোগিতা করবে।
  • পাশাপাশি কোর্সটিতে অধ্যায়ভিত্তিক MCQ Exam এবং মডেল টেস্ট দেয়ার মাধ্যমে নিজেকে যাচাই করে নেয়ার দারুণ সুযোগ রয়েছে।

HSC 2024 ফুল সিলেবাস [বিজ্ঞান বিভাগ] 

সম্প্রতি ১০ মিনিট স্কুল HSC 2024 ব্যাচের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য নতুন আরেকটি ক্র্যাশ কোর্স চালু করেছে।

মূলত, “HSC- 24 ক্র্যাশ কোর্স- ১ম পত্র” ও “HSC- 24 ক্র্যাশ কোর্স- ২য় পত্র” এই দুইটি কোর্স মিলে ফুল সিলেবাস বান্ডেল কোর্সটি তৈরি করা হয়েছে।

এই কোর্সটি বিজ্ঞান বিভাগের ৪টি বিষয়ের সম্পূর্ণ সিলেবাসে প্রস্তুতির জন্য সাজানো হয়েছে। অর্থাৎ, বিজ্ঞান বিভাগের ১ম পত্র ও ২য় পত্রে পূর্ণাঙ্গ প্রস্তুতির লক্ষ্যে কোর্সটি তৈরি করা হয়েছে।

যারা মূলত একসাথে ১ম ও ২য় পত্রে প্রস্তুতি নিতে ইচ্ছুক তাদের জন্য ফুল সিলেবাস বান্ডেল কোর্সটি অনেক কাজে আসবে। তবে, যেকেউ চাইলে শুধুমাত্র ১ম পত্র অথবা ২য় পত্র ক্র্যাশ কোর্সে ভর্তি হতে পারে।

HSC 2024 ফুল সিলেবাস [বিজ্ঞান বিভাগ]

কোর্স ফিঃ ৳৪৫০০

প্রোমো- HSC24FULLSYLLABUS

22% Discount

ফুল সিলেবাস বান্ডেল কোর্সে যা থাকছেঃ

  • ৮টি বিষয় (১ম ও ২য় পত্র)
  • ৬৪০টি লাইভ ক্লাস
  • ৬৪০টি লেকচার স্লাইড
  • ১৬টি সম্পূর্ণ মডেল টেস্ট
  • অধ্যায়ভিত্তিক MCQ পরীক্ষা

এইচএসসি- ফ্রি লেকচার শিট ও নোটস

ফ্রিতেই টেন মিনিট স্কুলের HSC PDF Lecture Sheet ও Notes ডাউনলোড করতে ভিজিট- HSC Free Lecture Sheet

এইচএসসি ফ্রি লাইভ ক্লাস ও রেকর্ডেড ভিডিও

এইচএসসি বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের জন্য টেন মিনিট স্কুলের রয়েছে বিষয়ভিত্তিক রেকর্ডেড ক্লাস ভিডিও। যেগুলোতে যেকেই চাইলে ফ্রিতেই ভর্তি হয়ে ক্লাস ভিডিও দেখতে পারে।

বিষয়ভিত্তিক ফ্রি ভিডিও লেকচার দেখতে ভিজিট-

 

এছাড়া, HSC 2024 ব্যাচের শিক্ষার্থীদের জন্য টেন মিনিট স্কুলের ইউটিউব চ্যানেলে হয়ে যাওয়া লাইভ ক্লাসের ভিডিওগুলো একসাথে Playlist আকারে দেখতে ভিজিট-

 

HSC 2024 Crash Course এ ভর্তি হতে চাইলে

10 Minute School HSC Crash Course 2024 এ ভর্তি হওয়ার জন্য চাইলে টেন মিনিট স্কুলের মোবাইল অ্যাপ ব্যবহার করেও ভর্তি হওয়া যাবে অথবা সরাসরি টেন মিনিট স্কুলের ওয়েবসাইট ভিজিট করেও কোর্সটিতে ভর্তি হওয়া যাবে।

সরাসরি ওয়েবসাইট ভিজিট করে ভর্তি হওয়ার জন্য উপরে দেয়া কোর্স লিংকটি ভিজিট করা যেতে পারে। এরপর, “কোর্সটি কিনুন” বাটনে ক্লিক করতে হবে।

এরপর, চেকআউট পেজ থেকে “শুরু করুন” বাটনে ক্লিক করতে হবে। তবে, আপনার কাছে কোর্সের প্রোমোকোড থাকলে উপরে “প্রোমো কোড যোগ করুন” অপশনে ক্লিক করে সেই প্রোমোকোডটি বসাতে হবে।

প্রোমোকোড বসিয়ে “কোর্সটি শুরু করুন” বাটনে ক্লিক করার পর ইমেইল অথবা ফোন নাম্বার দেয়ার অপশন আসবে যেখানে আপনার ফোন নাম্বার অথবা ইমেইল আইডি দিয়ে সাইনআপ করে নিতে হবে।

অতঃপর, পেমেন্ট অপশন থেকে বিকাশ অথবা অন্য কোনো পেমেন্ট মেথড ব্যবহার করে কোর্সটি পেমেন্ট সম্পন্ন করার পর আপনাকে কোর্সের ড্যাশবোর্ডে নিয়ে যাবে।

কোর্সটিতে সফলভাবে ভর্তি হওয়ার পর আপনাকে Group Joining ID এবং ফেসবুক গ্রুপে জয়েন করার জন্য একটি লিংক দেয়া হবে, সেই লিংকটি ভিজিট করে Group Joining ID দিয়ে সেই গ্রুপে জয়েন হওয়ার পর কোর্সের লাইভ ক্লাসে অংশ নিতে পারবেন।

গ্রুপটিতে জয়েন হওয়ার পর আপনাকে একটি সাপ্তাহিক লাইভ ক্লাসের রুটিন দেয়া হবে। এই রুটিন অনুযায়ী নির্দিষ্ট সময়ে আপনি লাইভ ক্লাসগুলোতে অংশগ্রহন করতে পারবেন।

পরিশেষে

টেন মিনিট স্কুলের পূর্বের ক্র্যাশ কোর্সগুলোও শিক্ষার্থীদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। যেহেতু, এই ক্র্যাশ কোর্স গুলোতে লাইভ ক্লাসের পাশাপাশি প্রয়োজনীয় ক্লাস নোটস, লেকচার শিট ও সেই সাথে নিজেকে যাচাই করার জন্য বিভিন্ন কুইজ বা এক্সাম ও মডেল টেস্ট দেয়ার সুযোগ থাকে।

ফলে, শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ পরীক্ষা প্রস্তুতি নিতে এই অনলাইন লাইভ ক্লাস গুলো বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

যাইহোক, 10 Minute School HSC Crash Course 2024 সাজানো হয়েছে বিজ্ঞান বিভাগের বিষয়গুলোর প্রথম পত্রে প্রস্তুতির জন্য।

যারা মূলত ঘরে বসে অনলাইন লাইভ ক্লাসের মাধ্যমে এবং দেশের সেরা টিচারপ্যানেলের সহযোগিতায় পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে ইচ্ছুক, তাদের জন্য টেন মিনিট স্কুল এইচএসসি ক্র্যাশ কোর্স ২০২৪ বিশেষ ভূমিকা করবে।

Leave a Reply