বর্তমানে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট সেক্টরটির কাজের চাহিদা দিন দিন বাড়ছে। প্রতিনিয়তই ছোট, বড় বিভিন্ন ধরনের ব্যবসা বা প্রতিষ্ঠানের জন্য ওয়েবসাইট তৈরি করার ব্যাপক প্রয়োজনীয়তা রয়েছে।
ফলে, ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট কাজের ক্ষেত্র যেমন বড় হচ্ছে তেমনি দক্ষ এবং অভিজ্ঞ ওয়েব ডিজাইনার ও ডেভেলপারের চাহিদাও বাড়ছে।
অনেকে Web Design & Development সেক্টরে ক্যারিয়ার ডেভেলপ করতে চায়। কিন্তু কিভাবে, কোথা থেকে শুরু করবে, তা সঠিকভাবে বুঝে উঠতে পারেনা। যদিও বর্তমানে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট শেখার জন্য অনলাইনে প্রচুর রিসোর্স এবং টিউটোরিয়াল রয়েছে।
তারপরও, নতুন অবস্থায় বা যারা Web Design জগতে নতুন, তাদের অনেকেই কিভাবে ও কোথা থেকে শুরু করতে হবে এবং কোন বিষয় গুলো ধাপে ধাপে শিখতে হবে, সেই বিষয়গুলো নিয়ে বেশ ঝামেলায় পড়ে যায়।
যার ফলে সঠিকভাবে Web Design & Development আর শেখা সম্ভব হয়ে উঠেনা এবং নিজে নিজে শিখতে গিয়ে প্রচুর সময় ও শ্রম ব্যয় করতে হয়।
এক্ষেত্রে যদি ভালো কোন প্রতিষ্ঠানের কাছ থেকে ওয়েব ডিজাইন শেখার কোর্স করা যায়, তাহলে খুব দ্রুত সময়ের মধ্যে Web Design শেখাটা অনেক সহজ হয়ে যায়।
যাইহোক, বর্তমানে ওয়েব ডিজাইন শেখার জন্য 10 Minute School Web Design Course তৈরি করেছে। যেই কোর্সটিতে Web Design এর একদম বেসিক বিষয়গুলো সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো শেখানো হয়েছে।
মূলত, এই পোস্ট থেকে 10 Minute School এর Web Design Course সম্পর্কে বিস্তারিত, যেমন- কোর্সটি কাদের জন্য সবচেয়ে বেশি উপযোগী হবে, কোর্স থেকে কি কি বিষয় শেখা যাবে এবং কোর্স এ ভর্তি হওয়ার প্রক্রিয়া গুলো জানা যাবে।
10 Minute School Web Design Course- ওয়েব ডিজাইন শেখার কোর্স
ওয়েব ডিজাইন শেখার জন্য টেন মিনিট স্কুল এর “Web Design” নামে একটি Course রয়েছে। কোর্সটিতে একদম বিগিনার পর্যায় থেকে শুরু করে ওয়েব ডিজাইনের খুঁটিনাটি অনেক গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয়েছে।
সেই সাথে কোর্সটিতে ওয়েব ডিজাইনের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ দুটি ল্যাংগুয়েজ- HTML এবং CSS সম্পর্কে বেশ ভালোভাবে ধারণা দেয়া হয়েছে।
মূলত, Web Design সম্পর্কে যাদের ধারণা খুব কম বা এই বিষয়ে যারা একেবারেই নতুন, তারা এই কোর্সটির মাধ্যমে ওয়েব ডিজাইনের জন্য জনপ্রিয় এই দুটি ল্যাংগুয়েজ শেখার পাশাপাশি ওয়েব ডিজাইন সম্পর্কে বেশ ভালো ধারণা বা দক্ষতা অর্জন করতে পারবে।
10 Minute School এর এই Web Design কোর্সটির Instructor হলেন- Fahim Murshed। কোর্সটিতে মোট ৪৬টি ভিডিও লেকচার রয়েছে।
টোটাল ৫ ঘণ্টার এই কোর্সটির মাধ্যমে Web Design এর মৌলিক বিষয়বস্তুসহ একটি Responsive ও User-Friendly ওয়েবসাইট তৈরি করার গুরুত্বপূর্ণ ধাপগুলো শেখা যাবে। বর্তমানে প্রায় ৪ হাজারেরও বেশি মানুষ কোর্সটিতে ভর্তি হয়েছেন।
টেন মিনিট স্কুল এর ওয়েব ডিজাইন কোর্স থেকে যা শেখা যাবেঃ
১। ওয়েবসাইট বা ওয়েব ডিজাইনের মৌলিক বিষয়বস্তু। অর্থাৎ, একটি ওয়েবসাইট ডিজাইন করতে যেসব বিষয় সম্পর্কে ধারণা থাকা উচিত, সেসব বিষয়ে প্রাথমিক ধারণা।
২। কিভাবে একটি ওয়েবসাইট ডিজাইন করতে হয়, ওয়েবসাইট তৈরির প্ল্যানিং এবং প্রক্রিয়াগুলো সম্পর্কে সঠিক ধারণা।
৩। Web Design করার জন্য প্রয়োজনীয় যেসব টুলস ব্যবহার করতে হয়, সেগুলোর ব্যবহারবিধি এবং কার্যকারিতা সম্পর্কে সঠিক জ্ঞ্যান অর্জন।
৪। Web Design এর জন্য জনপ্রিয় Language তথা Hyper Text Markup Language (HTML) এর বিশদ আলোচনা, অর্থাৎ, HTML কি, কেন, কিভাবে ব্যবহার করতে হয় এবং HTML এ যেভাবে নিজেকে দক্ষ করে তোলা যায়।
৫। CSS কি, কেন ব্যবহার হয়ে থাকে, CSS এর সঠিক ব্যবহার বিধি এবং এই বিষয়ে বিস্তারিত ধারণা।
৬। Bootstrap এবং jQuery কি, কেন এগুলো ব্যবহার করা জরুরী ওয়েব ডিজাইন করার ক্ষেত্রে, এগুলোর বাস্তব ব্যবহার সম্পর্কে সঠিক ধারণা।
৭। ওয়েবসাইটকে কিভাবে Responsive করতে হয় এবং ওয়েবসাইটটিকে User-Friendly করার জন্য যা জানা প্রয়োজন, সে সম্পর্কে সঠিক দক্ষতা অর্জন।
৮। Professional Web Design এর জন্য যেসব Coding Standard গুলো ফলো করতে হয় এবং কোডিং এর জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ Tips and Tricks সম্পর্কে জ্ঞ্যান অর্জন।
৯। Domain, Hosting কি, কিভাবে Domain and Hosting কিনে ব্যবহার করতে হয় এবং Hosting Server এ কিভাবে ওয়েবসাইট এর ফাইল আপলোড করতে হয় সেসব বিষয়ে সম্যক ধারণা।
১০। এই কোর্সে একটি Cheatsheet যুক্ত করা হয়েছে, যেটির মাধ্যমে ওয়েব ডিজাইন করা বা Coding করার কাজটিকে আরও বেশি সহজ করে দিবে।। সেই সাথে কিভাবে দক্ষ ওয়েব ডিজাইনার হওয়া যায়, প্রফেশনাল ওয়েব ডিজাইনার হওয়ার জন্য যে যে Step বা পথ অনুসরণ করতে হয়, সেটির একটি কমপ্লিট RoadMap প্রদান করা হয়েছে।
সর্বোপরি, এই 10 Minute School Web Design কোর্স এর মাধ্যমে কিভাবে একটি ওয়েবসাইট ডিজাইন করতে হয়, ওয়েব ডিজাইন করার জন্য যা জানা প্রয়োজন এবং যেসব দক্ষতা অর্জন করা দরকার, তার প্রায় বেশিরভাগই এখানে শিখিয়ে দেয়া হয়েছে।
পাশাপাশি, এই কোর্স শেষ করার পর নিজেকে আরও বেশি দক্ষ ও অভিজ্ঞ ওয়েব ডিজাইনার হিসেবে গড়ে তোলা যায়, সেই বিষয়গুলোর ধারনা এখানে দেয়া হয়েছে।
সুতরাং, যারা নতুন ওয়েব ডিজাইন শিখতে চায় এবং ধাপে ধাপে সহজ উপায়ে ওয়েব ডিজাইন শিখতে চায় তাদের জন্য টেন মিনিট স্কুল এর বেসিক ওয়েব ডিজাইন কোর্সটি দারুনভাবে সহযোগিতা করতে পারে।
তবে, কোর্সটির ভালো ও মন্দ দুটি দিকই রয়েছে। এই কোর্সটি করার মাধ্যমে সবাই যে দক্ষ ওয়েব ডিজাইনার (Web Designer) হয়ে যাবে, ব্যাপারটি মোটেও সেরকম নয়। বরং, দক্ষ এবং অভিজ্ঞ ওয়েব ডিজাইনার হওয়ার জন্য এবং নিজেকে সেভাবে প্রস্তুত করার জন্য, এই কোর্স এর পাশাপাশি প্রচুর প্র্যাকটিস ও লাইভ প্রোজেক্ট করতে হবে।
যাইহোক, 10 Minute School Web Design Course টি মূলত সাজানো হয়েছে Web Design এর একদম বেসিক বিষয় নিয়ে, যার ফলে যারা ওয়েব ডিজাইনে একেবারে নতুন তাদের জন্য এই কোর্সটি একদম ধাপে ধাপে Web Design শেখার জন্য দারুন ভাবে উপকারে আসবে।
তবে, যারা একেবারে Professional Web Designer ও Full Stack Web Developer হিসেবে ক্যারিয়ার শুরু করতে চায়, তারা চাইলে Web Design & Development এর Advanced Course গুলো করে নিতে পারে।
কোর্স এর দাম ও প্রোমোকোডঃ
কোর্সটির বর্তমান মূল্য- ১২৫০ টাকা।
তবে, আপনার কাছে যদি প্রোমোকোড (Promocode) থাকে, তাহলে সেই Promocode টি ব্যবহার করে দারুন একটি Discount এ কোর্সটিতে ভর্তি হতে পারেন।
এই মুহূর্তে ১০ মিনিট স্কুলের Web Design কোর্সটিতে চলছে বিশেষ ডিস্কাউন্ট অফার। ১০% ডিস্কাউন্টে কোর্সে ভর্তি হতে চাইলে আজই নিচের দেয়া লিংক এবং প্রোমোকোড ব্যবহার করুন। অফারটি সীমিত সময়ের জন্য।
কোর্সে কিভাবে জয়েন করবেন এবং ভিডিও দেখবেন- জেনে নিন
10 Minute School Web Design Course এ ভর্তি হওয়ার জন্য প্রথমেই তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এরপর, কোর্স অপশন থেকে Web Design কোর্স এ ক্লিক করতে হবে, তাহলেই কোর্স এ Enroll করার অপশন চলে আসবে।
চাইলে, সরাসরি উপরে দেয়া লিংক ভিজিট করেও কোর্সটির বিস্তারিত জেনে নিতে পারবেন এবং কোর্স এ ভর্তি হতে পারবেন।
কোর্সটিতে ভর্তি হওয়ার জন্য কোর্সটি শুরু করুন বাটনে ক্লিক করতে হবে, তারপর ফোন নাম্বার ব্যবহার করে ও একটি অ্যাকাউন্ট তৈরি করে নিয়ে কোর্স এর পেমেন্ট সম্পন্ন করলেই ওয়েবসাইট ড্যাশবোর্ড চলে আসবে।
এরপর, এর ওয়েবসাইট এর ড্যাশবোর্ড (Dashboard) থেকে Web Design Course এর যাবতীয় ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখা যাবে।
যেহেতু Course এর সকল ভিডিও ওয়েবসাইটেই দেয়া আছে, তাই ওয়েবসাইটে যখন খুশি তখন লগইন করে Course এর Video দেখা যাবে। তবে, এক্ষেত্রে অবশ্যই ইন্টারনেট সংযোগ থাকতে হবে।
আরও দেখুনঃ
- 10 Minute School PowerPoint Presentation Course
- টেন মিনিট স্কুল- ঘরে বসে Freelancing কোর্স (বিস্তারিত)
- টেন মিনিট স্কুল এর মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইন কোর্স – কেন করবেন
পরিশেষেঃ
নতুনদের জন্য ওয়েব ডিজাইন শেখাটা কিছুটা চ্যালেঞ্জিং। ওয়েব ডিজাইনের জন্য শুরু থেকে কি কি বিষয় জানা থাকতে হবে বা কোনটার পর কোনটা ধাপে ধাপে শিখতে হয়, সেসব বিষয় নিয়ে প্রথম দিকে বেশ দুশ্চিন্তায় পড়তে হয়।
তাই ধাপে ধাপে পরিপূর্ণ গাইডলাইন মেনে ওয়েব ডিজাইন শেখার জন্য ভালমানের কোর্স বিশেষ ভুমিকা পালন করে থাকে। এতে করে অল্প সময়ে এবং খুব দ্রুত ওয়েব ডিজাইনে নিজেকে দক্ষ করে তোলা যায়।
যাইহোক, টেন মিনিট স্কুল এর ওয়েব ডিজাইন কোর্সটিতে (10 Minute School Web Design Course) ওয়েব ডিজাইনের একদম শুরু থেকে কখন কি বিষয় শিখতে হবে এবং কোন বিষয় গুলো শেখা বেশি জরুরী সেগুলো ধাপে ধাপে শেখানো হয়েছে।
যার ফলে, যারা একদম শুরু থেকে ওয়েব ডিজাইন সম্পর্কে ভালোভাবে জ্ঞ্যান বা দক্ষতা অর্জন করতে চায়, তাদের জন্য এই কোর্সটি দারুন ভাবে সহযোগিতা করতে পারে।