10 Minute School Notes and Lecture Sheet Free Download

You are currently viewing 10 Minute School Notes and Lecture Sheet Free Download

টেন মিনিট স্কুলে একাডেমিক পড়াশোনা, স্কিল ডেভেলপমেন্ট ও চাকরি প্রস্তুতির জন্য অনলাইন  কোর্সের পাশাপাশি রয়েছে প্রয়োজনীয় ক্লাস নোটস ও ফ্রি লেকচার শিট। এসব নোটস এবং লেকচার শিট গুলো কয়েকটি ক্যাটেগরি অনুসারে ভাগ করা হয়েছে।

মূলত একাডেমিক পড়াশোনা, স্কিল ডেভেলপমেন্ট ও চাকরি প্রস্তুতি এই কয়েকটি ক্যাটেগরিতে নোটস এবং লেকচার শিট গুলো তৈরি করা হয়েছে। 10 Minute School Notes ও Lecture Sheet গুলো ফ্রিতেই ডাউনলোড করার সুযোগ রয়েছে।

যদিও সরাসরি টেন মিনিট স্কুল এর ফেসবুক পেজ, গ্রুপ ও ওয়েবসাইট ভিজিট করেই এসব পিডিএফ নোটস এবং লেকচার শিট গুলো সংগ্রহ করা যায়। 

কিন্তু অনেকেই 10 Minute School এর এসব গুরুত্বপূর্ণ Free Notes ও Lecture Sheet গুলো সম্পর্কে ভালোভাবে জানেনা বা সহজে খুঁজে পায়না। মূলত তাদের জন্যই এই পোস্টটি সাজানো হয়েছে।

অর্থাৎ, এই পোস্ট থেকে টেন মিনিট স্কুল এর যাবতীয় ফ্রি নোটস এবং লেকচার শিট সংগ্রহ করার লিংকসহ তালিকা পাওয়া যাবে। সেই সাথে টেন মিনিট এর অন্য আরও যেসব ফ্রি রিসোর্স রয়েছে সেগুলোও এই পোস্ট থেকে সহজে খুঁজে পাওয়া যাবে।

10 Minute School Notes & Lecture Sheet- এর তালিকা

১০ মিনিট স্কুলের প্রায় প্রতিটি অনলাইন কোর্সেই প্রয়োজনীয় রিসোর্স যেমন- Class Notes ও PDF Lecture Sheet সংযুক্ত থাকে। বিশেষ করে একাডেমিক কোর্সগুলোতে সবচেয়ে বেশি পিডিএফ নোটস বা লেকচার শিট সরবরাহ করা হয়ে থাকে।

শ্রেণিভিত্তিক অনলাইন কোর্সে ভর্তি হওয়ার সাথে সাথে শিক্ষার্থীরা সেই ক্লাসের প্রয়োজনীয় নোটস এবং লেকচার শিটের অ্যাক্সেস পেয়ে যায়।

10 Minute School এ অনলাইন পেইড কোর্সের বাহিরেও এমন অসংখ্য Free Resource, PDF Notes ও Lecture Sheet রয়েছে যেগুলো সবার জন্য উন্মুক্ত। অর্থাৎ, যেকেউ চাইলে এসব ফ্রিতেই অ্যাক্সেস বা ডাউনলোড করতে পারে।

এছাড়া, 10 Minute School এর অফিসিয়াল একটি Facebook Group (10 Minute School Live) রয়েছে, যেখানে নিয়মিত বিভিন্ন বিষয় বা টপিকের উপর Notes শেয়ার করা হয়ে থাকে।

এখানে প্রতিনিয়ত শিক্ষার্থীরাও নিজেদের তৈরি করা Hand Notes/ Student Notes শেয়ার করে থাকে। চাইলে এই গ্রুপে জয়েন হওয়ার মাধ্যমেও নিয়মিত এসব নোটস সংগ্রহ করা যেতে পারে।

একাডেমিক পড়াশোনার জন্য প্রয়োজনীয় নোটস এবং লেকচার শিট

টেন মিনিট স্কুলে একাডেমিক পড়াশোনা অর্থাৎ ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর বিষয়ভিত্তিক অধ্যায় বা টপিকের উপর Free Class Notes বা Lecture Sheet রয়েছে। এছাড়া, SSC ও HSC এর জন্যও রয়েছে বিষয়ভিত্তিক ফ্রি ক্লাস নোটস।

শিক্ষার্থীরা চাইলে তাদের শ্রেণিভিত্তিক প্রয়োজনীয় এসব ক্লাস নোটস বা লেকচার শিট সংগ্রহ করে নিতে পারে।

৯ম-১০ম শ্রেণী- Free Lecture Sheet for Class 9-10

৯ম ১০ম শ্রেণীর জন্য টেন মিনিট স্কুলের বেশ কয়েকটি বিষয়ের উপর Free Lecture Sheet সাজানো রয়েছে। মোট Lecture Sheet এর সংখ্যা প্রায় ৭১ টি।

৯ম ও ১০ম শ্রেণীর যেসব বিষয়ের উপর লেকচার শিট রয়েছে-

  • সাধারণ গণিত
  • ইংরেজি
  • পদার্থবিজ্ঞান
  • রসায়ন
  • জীববিজ্ঞান

এসব বিষয়ের বিভিন্ন অধ্যায় বা টপিকের উপর লেকচার শিটগুলো তৈরি করা হয়েছে। যেগুলো শিক্ষার্থীরা ফ্রিতেই ডাউনলোড করে নিতে পারবে।

৯ম- ১০ম শ্রেণীর অনলাইন ব্যাচের লেকচার শিট গুলো PDF আকারে Download করতে ভিজিট- 

৮ম শ্রেণী- Class 8 Free Lecture Sheet 

10 Minute School-এ ৮ম শ্রেণীর জন্যও রয়েছে বিষয়ভিত্তিক বেশ কয়েকটি Free Notes বা Lecture Sheet।

৮ম শ্রেণীর যেসব বিষয়ের উপর লেকচার শিট রয়েছে-

  • গণিত
  • বিজ্ঞান
  • ইংরেজি

৮ম শ্রেণীর এই ৩টি বিষয়ের উপর টেন মিনিট স্কুলের প্রায় ৫১টি PDF Lecture Sheet রয়েছে। এসব লেকচার শিট গুলো অধ্যায়ভিত্তিক সাজানো হয়েছে। শিক্ষার্থীরা চাইলে বিষয়ভিত্তিক এসব PDF Lecture Sheet Download করে নিতে পারে।

৭ম শ্রেণী- 10 Minute School Notes & Lecture Sheet for Class 7

৭ম শ্রেণীর শিক্ষার্থীদের জন্যও 10 Minute School এ প্রায় ৫১টি PDF Lecture Sheet রয়েছে। এই Lecture Sheet গুলো শিক্ষার্থীরা চাইলে ফ্রিতেই PDF আকারে Download করে পড়তে পারবে।

সপ্তম শ্রেণীর মোট ৩টি বিষয়ের উপর এসব Free Lecture Sheet গুলো তৈরি করা হয়েছে।

যেসব বিষয়ের উপর ফ্রি লেকচার শিট রয়েছে-

  • গণিত
  • বিজ্ঞান
  • ইংরেজি

এই ৩টি বিষয়ের অধ্যায়ভিত্তিক আলাদা আলাদা ভাবে লেকচার শিটগুলো তৈরি করা হয়েছে। ফলে, শিক্ষার্থীরা তাদের পছন্দ মত অধ্যায়ভিত্তিক এসব লেকচার শিট গুলো ডাউনলোড করে পড়ে নিতে পারবে।

৬ষ্ঠ শ্রেণী

ষষ্ঠ শ্রেণীর “গণিত” ও “বিজ্ঞান” এই ২ টি বিষয়ের উপর টেন মিনিট স্কুলের প্রায় ২১টি পিডিএফ লেকচার শিট রয়েছে। যেগুলো শিক্ষার্থীরা ফ্রিতেই Download করতে পারবে।

গণিত ও বিজ্ঞানের অধ্যায়ভিত্তিক এসব গোছানো নোটস বা লেকচার শিট গুলো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের পড়াশোনাকে আরও একধাপ এগিয়ে নিতে অনেকাংশে সহযোগিতা করতে পারে।

গণিতের মোট ৮টি অধ্যায়ের উপর এবং বিজ্ঞানের প্রায় ১৪টি অধ্যায়ের উপর এসব Lecture Sheet গুলো সাজানো হয়েছে। প্রয়োজনীয় তথ্য ও উপাত্ত দিয়ে সাজানো এসব নোটস গুলো শিক্ষার্থীরা ফ্রিতেই সংগ্রহ করে নিতে পারবে। 

এইচএসসি – Hand Notes & Lecture Sheet 

10 Minute School- এর অফিসিয়াল ফেসবুক পেইজ ও গ্রুপ গুলোতে এইচএসসি এর বিভিন্ন বিষয় বা টপিকের উপর নিয়মিত Hand Notes ও Lecture Sheet গুলো শেয়ার করা হয়ে থাকে।

আর এসব Hand Notes ও Lecture Sheet সংগ্রহ করে একত্রে Google Drive এ আপলোড করা হয়েছে। শিক্ষার্থীরা চাইলে HSC এর এসব Hand Notes ও Lecture Sheet গুলো Google Drive থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারবে। 

Google Drive এর মাধ্যমে Notes ও Lecture Sheet গুলো download করতে চাইলে ভিজিট- 

HSC & SSC Free Notes by 10 Minute School

10 Minute School-এ SSC ও HSC এর বিভিন্ন বিষয়ের উপর Free Notes সাজানো রয়েছে। বিষয়ভিত্তিক এসব নোটস গুলো বিভিন্ন টপিকের উপর আলাদা আলাদা ভাবে তৈরি করা রয়েছে।

Ten minute school notes PDF Download

SSC ও HSC এর শিক্ষার্থীরা তাদের প্রয়োজন অনুযায়ী বিষয়ভিত্তিক এসব নোটগুলো টপিক অনুসারে খুঁজে নিতে পারবে।

SSC ও HSC এর Notes গুলো সরাসরি টেন মিনিট স্কুলের ওয়েবসাইটে পোস্ট আকারে আপলোড করে আছে। ফলে, কোন ধরনের অ্যাকাউন্ট খোলা বা লগইন করার ঝামেলা ছাড়াই সরাসরি টেন মিনিট স্কুলের ওয়েবসাইট ভিজিট করেই এসব নোটগুলোর এক্সেস পাওয়া যাবে।

একনজরে যেসব বিষয়ের উপর নোটস গুলো সাজানো হয়েছে-

  • Physics
  • Math
  • ICT
  • Chemistry
  • Biology

এই কয়েকটি বিষয়ের বিভিন্ন টপিকের উপর তৈরি করা 10 Minute School Notes গুলো শিক্ষার্থীদের পড়াশোনা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

আরও দেখুনঃ

স্কিল ডেভেলপমেন্ট এর জন্য

টেন মিনিট স্কুলের “স্কিল ডেভেলপমেন্ট” ক্যাটেগরিতে Language Learning ও Skills and IT Courses এর উপর বেশ কয়েকটি ফ্রি লেকচার শিট রয়েছে।

Robi 10 Minute School PDF Notes and Lecture Sheet

Language Learning Courses

Language Learning ক্যাটেগরিতে মুনজেরিন শহীদ এর “ঘরে বসে Spoken English” কোর্স এর ২ টি PDF Lecture Sheet রয়েছে। যে ২টি টপিক নিয়ে PDF Lecture Sheet গুলো তৈরি করা হয়েছে-

  • বন্ধুদের সাথে কথোপকথন
  • হোটেলে ইংরেজিতে কথোপকথন

Language Learning ক্যাটেগরিতে মুনজেরিন শহীদের আরেকটি জনপ্রিয় অনলাইন কোর্স “IELTS Course by Munzereen Shahid” এর বেশ কয়েকটি PDF Notes বা Lecture Sheet রয়েছে।

যে যে টপিক নিয়ে লেকচার শিট গুলো তৈরি করা হয়েছে-

  • Writing Task 1- Line Graph
  • Writing Task 2- Agree/ Disagree (Opinion) Essay
  • Reading- Matching Headings
  • Listening- Form Completion
  • Speaking- Part One- Common Topics, Questions, and Suggested Answering Strategies

Skills and IT Courses

Skills and IT Course ক্যাটেগরিতে টেন মিনিট স্কুলের সবচেয়ে জনপ্রিয় অনলাইন কোর্স “Communication Masterclass by Tahsan Khan” এর ৫টি Free PDF Lecture Sheet রয়েছে। এই লেকচার শিট গুলো যেকেউ চাইলে ফ্রিতেই Download করতে পারবে।

যে যে টপিক নিয়ে লেকচার শিট গুলো সাজানো-

  • ভালো Communication এর ৭টি Quality
  • Self-Awareness Scorecard
  • Communicating in Social Media
  • Public Place Etiquettes
  • The Secret Sauce of Public Speaking

আরও দেখুনঃ

চাকরি প্রস্তুতি – 10 Minute School Free Notes & Lecture Sheet for Job Preparation

Ten Minute School এ চাকরি প্রস্তুতি তথা বিসিএস প্রিলিমিনারির জন্য বেশ কয়েকটি বিষয়ের উপর Free PDF Lecture Sheet সাজানো রয়েছে। এসব পিডিএফ লেকচার শিটগুলো চাইলে যেকেউ সম্পূর্ণ বিনামূল্যেই অ্যাক্সেস তথা ডাউনলোড করে নিতে পারবে।

বিসিএস প্রিলি কোর্স লেকচার শিট

টেন মিনিট স্কুলের বিসিএস প্রিলি কোর্সের মোট ১২টি পিডিএফ লেকচার শিট রয়েছে যেগুলো বিষয়ভিত্তিক আলাদা আলাদা টপিক অনুসারে সাজানো হয়েছে।

যে যে বিষয়ের উপর লেকচার শিটগুলো তৈরি করা হয়েছে-

  • বাংলা ভাষা ও সাহিত্য
  • গাণিতিক যুক্তি
  • বাংলাদেশ বিষয়াবলী
  • সাধারণ বিজ্ঞান
  • ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
  • নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন
  • English Language and Literature

10 Minute School Blog ও Facebook Group এ জব প্রিপারেশনের জন্য প্রয়োজনীয় আরও ফ্রি রিসোর্স রয়েছে।

 

BCS & Bank Jobs- Free Notes

10 Minute School এ BCS & Bank Jobs ক্যাটেগরিতে বিষয়ভিত্তিক বেশ কিছু Free Notes রয়েছে। এসব Notes গুলো একেকটি টপিক অনুসারে সাজানো রয়েছে। গুরুত্বপূর্ণ এসব নোটস গুলো সরাসরি টেন মিনিট স্কুলের

ওয়েবসাইটেই পোস্ট আকারে আপলোড করা রয়েছে। ফলে, চাইলে যেকেউ যখন ইচ্ছা তখন সরাসরি ওয়েবসাইট ভিজিট করে এসব Notes গুলো দেখে নিতে পারবে।

যেসব বিষয়ের উপর Notes গুলো সাজানো-

  • Mental Ability & Mathematical Reasoning
  • International Affairs
  • ICT
  • General Science
  • English Language and Literature
  • BCS Question Bank
  • Bangladesh Affairs
  • Bangla Language & Literature

 

পরিশেষে

স্কিল ডেভেলপমেন্ট, একাডেমিক পড়াশোনা, ও চাকরি প্রস্তুতির জন্য অনলাইন পেইড কোর্সের পাশাপাশি টেন মিনিট স্কুলে রয়েছে অসংখ্য ফ্রি কোর্স। ফ্রি কোর্সের পাশাপাশি রয়েছে অনেক ফ্রি রিসোর্স যেমন- PDF Notes ও Lecture Sheet।

টেন মিনিট স্কুলের বিভিন্ন ফেসবুক গ্রুপ এবং পেইজ, ইউটিউব চ্যানেল, ও ওয়েবসাইটেও প্রচুর ফ্রি রিসোর্স রয়েছে এবং প্রতিনিয়তই নতুন নতুন রিসোর্স যুক্ত করা হচ্ছে। পাশাপাশি টেন মিনিট স্কুলের বিভিন্ন গ্রুপ গুলোতে নিয়মিত বিভিন্ন ফ্রি ভিডিও এবং নোটস শেয়ার করা হয়ে থাকে। চাইলে এসব গ্রুপ গুলোতে যুক্ত হওয়ার মাধ্যমে সহজেই প্রয়োজনীয় নোটস গুলো সংগ্রহ করা যেতে পারে।

সর্বোপরি, 10 Minute School Notes ও Free PDF Lecture Sheet এর তালিকা নিয়ে তৈরি করা এই পোস্ট অনেকের কাছে বিশেষ ভূমিকা পালন করতে পারে।

Leave a Reply