10 Minute School বর্তমানে বাংলাদেশে সবচেয়ে বড় অনলাইনভিত্তিক শিক্ষা বিষয়ক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে অনলাইনভিত্তিক একাডেমিক পড়াশুনা থেকে শুরু করে স্কিল ডেভেলপমেন্টের উপরেও বিভিন্ন ধরনের অনলাইন কোর্স চালু রয়েছে।
10 Minute School এর পেইড কোর্সের পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের অনলাইন ফ্রি কোর্স (Online Free Course)। আর এসব ফ্রি কোর্সগুলোতে যেকেউ চাইলে যখন ইচ্ছা তখন বিনামূল্যেই ভর্তি হতে পারে। টেন মিনিট স্কুলের ওয়েবসাইট ছাড়াও তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও অসংখ্য ফ্রি কোর্সের ভিডিও রয়েছে।
কিন্তু অনেকেই 10 Minute School Free Course গুলো সম্পর্কে ভালোভাবে জানেনা বা জানলেও সবগুলো ফ্রি কোর্স সহজে খুঁজে পায়না। যার ফলে অনেকেই এইসব Free Course এ ভর্তি হতে পারেনা।
মুলত, এই পোস্ট থেকে 10 Minute School এর যাবতীয় Free Online Course সম্পর্কে বিস্তারিত অর্থাৎ, টেন মিনিট স্কুল এর যেসব ফ্রি কোর্স রয়েছে সেগুলোর তালিকা একনজরে দেখে নেয়া যাবে এবং চাইলে পছন্দ অনুসারে যেকোনো কোর্সের লিংক ভিজিট করে কোর্সটিতে ভর্তি হওয়া যাবে।
10 Minute School Free Course List- ফ্রি কোর্সের তালিকা
10 Minute School-এ একাডেমিক পড়াশুনা থেকে শুরু করে স্কিল ডেভেলপমেন্ট, চাকরি প্রস্তুতিসহ আরও বেশ কয়েকটি ক্যাটেগরিতে ফ্রি এবং পেইড অনলাইন কোর্স চালু রয়েছে।
10 Minute School এর এসব Online Free Course গুলোতে যেকেউ চাইলে ফ্রিতেই ভর্তি হতে পারে এবং কোর্সের ভিডিও লেকচার গুলো দেখতে পারে।
আপনার সুবিধার্থে 10 Minute School এর Online Free Course গুলোকে আলাদা আলাদা ক্যাটেগরিতে সাজানো হল। চাইলে ক্যাটেগরি অনুযায়ী আপনার পছন্দের কোর্সগুলো খুঁজে নিতে পারেন এবং কোর্সে ভর্তি হতে পারেন।
নতুন ফ্রি কোর্সসমূহ
সম্প্রতি টেন মিনিট স্কুলে নতুন যেসব অনলাইন ফ্রি কোর্স পাব্লিশ হয়েছে-
- সহজ ভাষায় C Programming
- HSC-23 One Shot MCQ
- HSC-23 শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স [মানবিক বিভাগ]
- HSC 23 শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স [ব্যবসায় শিক্ষা বিভাগ]
- কলেজ এডমিশন কোর্স ২০২৩ (নটর ডেম, হলি ক্রস, সেন্ট জোসেফ)
- HSC Grammar Foundation Course
- English for Everyday by Munzereen Shahid
Academic Online Free Courses (ক্লাস ৫-১২)
10 Minute School এর একাডেমিক ফ্রি কোর্সগুলোকে ৫ম শ্রেণী থেকে ১০ম শ্রেণী ও এইচএসসি পর্যায়ে বিভক্ত করা হয়েছে। অর্থাৎ, এখানে প্রতিটি শ্রেণীর জন্য আলাদাভাবে বিষয়ভিত্তিক Free Recorded Class Video রয়েছে।
৫ম শ্রেণী থেকে শুরু করে ১০ম শ্রেণী ও এইচএসসি পর্যায়ে যেকোনো শ্রেণীর শিক্ষার্থীরা চাইলে এসব Academic Free Course গুলোতে ভর্তি হতে পারে এবং কোর্সের Free Video Lecture গুলো দেখতে পারে।
এসএসসি ও এইচএসসি পর্যায়ের শিক্ষার্থীদের আলাদা আলাদা গ্রুপ বা বিভাগের জন্যও (যেমন, বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা) বিষয়ভিত্তিক Free Video Lecture রয়েছে।
একনজরে যেসব ক্লাসের জন্য ফ্রি কোর্স বা ভিডিও লেকচার রয়েছে-
- এইচএসসি (বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা)
- দশম শ্রেণী (বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা)
- নবম শ্রেণী (বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা)
- অষ্টম শ্রেণী
- সপ্তম শ্রেণী
- ষষ্ঠ শ্রেণী
- পঞ্চম শ্রেণী
আরও দেখুনঃ
অনলাইন ব্যাচ (৬ষ্ঠ-১০ম শ্রেণি) ২০২৩- Free Trial
টেন মিনিট স্কুলের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর অনলাইন ব্যাচে ৩ দিনের ফ্রি ট্রায়াল উপভোগ করার সুযোগ রয়েছে। অর্থাৎ, শিক্ষার্থীরা চাইলে অনলাইন ব্যাচে ৩ দিনের জন্য ফ্রিতে ক্লাস করাসহ অনলাইন ব্যাচের সকল সুযোগ-সুবিধা গুলো উপভোগ করতে পারবে।
Free Trial উপভোগ করতে ভিজিট-
অনলাইন ব্যাচ-২০২৩ | কোর্স লিংক |
১০ম শ্রেণি- বিজ্ঞান বিভাগ | Free Trial |
৯ম শ্রেণি – বিজ্ঞান বিভাগ | Free Trial |
৮ম শ্রেণি | Free Trial |
৭ম শ্রেণি | Free Trial |
৬ষ্ঠ শ্রেণি | Free Trial |
আরও দেখুনঃ টেন মিনিট স্কুল অনলাইন ব্যাচ ২০২৩- ফ্রি রিসোর্সসহ বিস্তারিত
Language Learning Free Courses- ভাষা শিক্ষা কোর্স
10 Minute School এর “Language Learning” ক্যাটেগরিতে বেশ কয়েকটি জনপ্রিয় Free Course রয়েছে। এসব ফ্রি কোর্সগুলোতে যেকেউ চাইলে ভর্তি হতে পারে।
- Academic English Grammar
- Idioms and Phrases
- Pronunciation Mistakes
- IELTS Reading & Listening Mock Tests [৭ দিনের ফ্রি ট্রায়াল]
Skills & IT Courses
10 Minute School এর “Skills & IT Course” ক্যাটেগরিতে সব চাইতে বেশি Free Course রয়েছে। এই ক্যাটেগরিতে বেশ কয়েকটি জনপ্রিয় কোর্স যেমন- CV Writing, Email Writing, Presentation & Public Speaking, Student Hacks, Communication Hacks এর মত আরও বেশ কিছু ফ্রি কোর্স রয়েছে।

10 Minute School এর এই স্কিল ডেভেলপমেন্টের কোর্সগুলোতে যেকেউ চাইলে ফ্রিতেই যখন ইচ্ছা তখন ভর্তি হতে পারে। যেকোনো বয়সের ব্যক্তিদের জন্য নির্দিষ্ট বিষয়ে স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে 10 Minute School এর এসব Online Free Course গুলো গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে পারে।
- Freelancing এর হাতেখড়ি
- Presentation & Public Speaking
- CV Writing & Interview
- Email Writing
- Communication Secrets
- কোরআন বোঝার হাতেখড়ি
- বাংলা বিতর্ক
- Start Your Own Business
- English Grammar Fundamentals
- Mental Health & Wellbeing
- Higher Study in the USA
- Training of Teachers
- Business Case Solving
- লেখালেখির হাতেখড়ি
- Math Series
- Communication Hacks
- Student Hacks
- How to Publish a Book
- Financial Accounting
- Basics of Management
- Money Management
আরও দেখুনঃ টেন মিনিট স্কুল ডিজিটাল মার্কেটিং কোর্সের তালিকা
Professional Courses
10 Minute School Free Course গুলোর মধ্যে প্রফেশনাল কোর্স ক্যাটেগরিতেও রয়েছে বেশ কয়েকটি Free Course। Professional Course এর মধ্যে আয়মান সাদিকের Corporate Etiquette বেশ জনপ্রিয় একটি কোর্স। এছাড়া, ব্যবসা ও উদ্যোক্তার জন্য Basic of Entrepreneurship & Business নামে আরেকটি জনপ্রিয় অনলাইন কোর্স রয়েছে।
Job Preparation- চাকরি প্রস্তুতি অনলাইন কোর্স
10 Minute School এ চাকরি প্রস্তুতির জন্য দুইটি জনপ্রিয় Free Course রয়েছে। বিসিএস প্রিলি মডেল টেস্ট ও বিসিএস প্রশ্ন সমাধান নামে দুটি ফ্রি কোর্স বেশ জনপ্রিয়। এই কোর্সগুলোতে চাইলে যেকেউ যখন ইচ্ছা তখন ফ্রিতেই ভর্তি হতে পারে এবং ফ্রি ভিডিও লেকচার গুলো দেখতে পারে।
- বিসিএস প্রিলি মডেল টেস্ট
- বিসিএস প্রশ্ন সমাধান
- ব্যাংক জবস প্রশ্ন সমাধান + মডেল টেস্ট
- মিনিস্ট্রি জবস প্রশ্ন সমাধান + মডেল টেস্ট
- সরকারি চাকরি পরীক্ষার মডেল টেস্ট
বিসিএস প্রিলি লাইভ কোর্স- 7 Days Free Trial
টেন মিনিট স্কুলের “বিসিএস প্রিলি লাইভ” কোর্সটিতে থাকছে ৭ দিনের ফ্রি ট্রায়াল উপভোগ করার সুযোগ। অর্থাৎ, চাইলে যেকেউ এই অনলাইন লাইভ কোর্সটিতে ফ্রিতেই জয়েন হতে পারবে এবং বিসিএস প্রিলি কোর্সের সকল সুযোগ-সুবিধা গুলো ৭ দিনের জন্য ফ্রিতে উপভোগ করতে পারবে।
বিস্তারিত জানতে এবং ৭দিনের ফ্রি ট্রায়াল উপভোগ করতে ভিজিট-
বিসিএস প্রিলি লাইভ কোর্স | Free Trial |
Design & Creative Courses
“Design & Creative Course” ক্যাটেগরিতে মোবাইল ফটোগ্রাফি নামে জনপ্রিয় একটি ফ্রি কোর্স রয়েছে। মূলত যারা মোবাইল ফটোগ্রাফি করতে পছন্দ করে এবং এই বিষয়ে দক্ষতা অর্জন করতে চায় তাদের জন্য এই ফ্রি কোর্সটি অনেক উপকারে আসতে পারে।
Kids’ Courses
Ten Minute School এর “Kids’ Courses” ক্যাটেগরিতে শিশুদের জন্যও রয়েছে Crafting for Kids নামের আরেকটি জনপ্রিয় Online Free Course। এই ফ্রি কোর্সটির মাধ্যমে শিশুরা Crafting এর বিভিন্ন বিষয়গুলো সহজেই শিখতে পারবে।
ফ্রি কোর্সে ভর্তি হবেন যেভাবেঃ
10 Minute School Free Course গুলোতে ভর্তি হওয়া খুবই সহজ এবং যেকেউ স্মার্টফোন কিংবা কম্পিউটার ব্যবহার করে খুব সহজেই যেকোনো কোর্সে ভর্তি হতে পারে।
ফ্রি কোর্সে ভর্তি হওয়ার জন্য যা যা লাগবেঃ
- ইন্টারনেট কানেকশন
- স্মার্টফোন অথবা কম্পিউটার
- ফোন নাম্বার অথবা ইমেইল আইডি
টেন মিনিট স্কুলের অনলাইন ফ্রি কোর্সগুলোতে ভর্তি হওয়ার জন্য প্রথমে উপরের দেয়া কোর্সের লিংক ভিজিট করা যেতে পারে। এরপর, “কোর্সটি কিনুন” বাটনে ক্লিক করতে হবে।
কোর্সটি কিনুন বাটনে ক্লিক করার পর আপনাকে একটি চেকআউট পেজে নিয়ে যাওয়া হবে যেখান থেকে “শুরু করুন” বাঁটনে ক্লিক করতে হবে।

এরপর আপনার ফোন নাম্বার অথবা ইমেইল আইডি দিয়ে সাইনআপ করে নিতে হবে। অতঃপর, পেমেন্ট অপশনে সরাসরি ফ্রিতেই কোর্সে ভর্তি হওয়া যাবে এবং ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে।
ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আপনাকে সরাসরি কোর্সের Dashboard এ নিয়ে যাওয়া হবে, যেখান থেকে আপনি আপনার কোর্সের যাবতীয় ভিডিও গুলো দেখতে পারবেন। এই Dashboard থেকেই আপনি আপনার কোর্সের অগ্রগতি ও যাবতীয় ভিডিও লেকচার দেখতে পারবেন।
এরপর, আপনি চাইলে আপনার পছন্দমত 10 Minute School এর অন্য যেকোনো Free Course গুলোতেও ভর্তি হতে পারবেন এবং একই Dashboard থেকে কোর্সের ভিডিও লেকচারগুলো দেখতে পারবেন।
10 Minute School Course এর Free Video গুলো দেখার জন্য আপনি চাইলে মোবাইল অ্যাপ ব্যবহার করতে পারেন অথবা সরাসরি পিসি ব্যবহার করেও কোর্সের ভিডিওগুলো দেখতে পারেন।
চাইলে 10 Minute School Course Free Download করেও দেখতে পারবেন। অর্থাৎ, টেন মিনিট স্কুলের Free Course এর Video গুলো অফলাইনে দেখার জন্য Download করে রাখতে পারবেন এবং পরে যেকোনো সময় ইন্টারনেট কানেকশন ছাড়াই কোর্সের ভিডিও দেখতে পারবেন।
তবে, কোর্সের ভিডিও গুলো ডাউনলোড করার জন্য আপনাকে টেন মিনিট স্কুলের মোবাইল অ্যাপ ব্যবহার করতে হবে।
10 Minute School এর যেকোনো অনলাইন পেইড কোর্সের প্রোমোকোড বা ডিস্কাউন্ট কোড সহজে খুঁজে পেতে ভিজিট করুন-
পরিশেষে
টেন মিনিট স্কুলে বিভিন্ন বিষয়ের উপর অনলাইন পেইড কোর্স থাকলেও রয়েছে অসংখ্য ফ্রি কোর্সও। স্কিল ডেভেলপমেন্ট ও একাডেমিক পড়াশুনা থেকে শুরু করে প্রফেশনাল লাইফ কিংবা ব্যবসা বা বাণিজ্যের ক্ষেত্রে দক্ষতা ও জ্ঞ্যান বৃদ্ধির জন্যও 10 Minute School এর রয়েছে বেশ কিছু জনপ্রিয় Free Online Courses।
এসব Online Free Course গুলো সবার জন্য উন্মুক্ত অর্থাৎ যেকেউ ফ্রি কোর্সে জয়েন করতে পারে এবং নির্দিষ্ট বিষয়ে স্কিল ডেভেলপ করে নিতে পারে।
কিন্তু অনেকেই 10 Minute School Free Course সম্পর্কে জানেনা বা কোর্স গুলো সহজে খুঁজে পায়না। যার ফলে অনেকেই ইচ্ছা থাকা সত্ত্বেও কোর্সগুলোতে ভর্তি হতে পারেনা।
মূলত তাদের কথা মাথায় রেখেই এই পোস্টটি সাজানো হয়েছে। এই পোস্ট থেকে খুব সহজেই কাঙ্ক্ষিত ফ্রি কোর্সের তালিকা ও কোর্সের লিংক সহজে খুঁজে পাওয়া যাবে। এছাড়া, নিয়মিত ১০ মিনিট স্কুলের নতুন প্রকাশিত যেকোনো ফ্রি কোর্সও এই তালিকায় যুক্ত করা হবে।
তাই যারা সহজেই টেন মিনিট স্কুল ফ্রি কোর্স এর তালিকা ও কোর্স লিংক সহজে খুঁজে পেতে চান এবং ফ্রি রিসোর্স সম্পর্কে আপডেট পেতে চান, তাদের জন্য এই পোস্টটি অনেক উপকারে আসতে পারে।