১০টি লাভজনক ব্লগিং নিশ আইডিয়া

You are currently viewing ১০টি লাভজনক ব্লগিং নিশ আইডিয়া

ব্লগিং শুরু করার পূর্বে একটি লাভজনক ব্লগ নিশ বা বিষয় বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ। কেননা, সঠিক ব্লগিং নিশ বা টপিকের ওপরেই ব্লগিং এর সফলতা অনেকাংশে নির্ভর করে।

ব্লগে পর্যাপ্ত ভিজিটর ধরে রাখতে এবং আয়ের পরিমাণ বাড়ানোর ক্ষেত্রেও নিশের ভুমিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আবার ব্লগে নতুন ব্লগ পোস্ট বা আর্টিকেল লেখার জন্য এবং কন্টেন্ট আইডিয়া খুজে পাওয়ার জন্যও নিশের ব্যাপক ভুমিকা রয়েছে।

তাই সঠিক ভাবে ব্লগের জন্য নিশ বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ বিষয়।

ব্লগিং নিশ কি এবং এর গুরুত্ব

মুলত ব্লগিং নিশ হল ওয়েবসাইটের একটি বিষয়। বা যেই টপিক বা বিষয়ের ওপর আপনি আপনার ব্লগে আর্টিকেল লিখবেন সেটিই হল ব্লগের জন্য নিশ বা টপিক।

ব্লগিং এর জন্য নিশ বাছাই করার সুবিধা হল আপনি কোন একটি বিষয়কে টার্গেট করে কন্টেন্ট লিখবেন এবং আপনার সুনির্দিষ্ট বা Targeted Audience থাকবে। এতে করে সার্চ ইঞ্জিনে রাঙ্কিং সহ খুব দ্রুত ব্লগে ভিজিটর পাওয়ার পাশাপাশি জনপ্রিয়তা অর্জন করা যায়।

কিভাবে ব্লগের জন্য সেরা এবং লাভজনক নিশ বাছাই করবেন- How to Choose the Best Niche for Blog

যদিও ব্লগের জন্য হাজারো রকমের নিশ বা টপিক আইডিয়া রয়েছে। তারপরও কোন নিশ বা টপিক বেশি লাভজনক এবং কোন নিশ নিয়ে কাজ করলে তাড়াতাড়ি সফল হওয়া যায়, এই বিষয়গুলো নিয়ে অনেকেই চিন্তিত থাকেন।

যার ফলে সেরা একটি ব্লগিং নিশ বাছাই করা অনেকের জন্য সময়সাপেক্ষ এবং কঠিন হয়ে দাড়ায়।

যাইহোক, ব্লগিং টপিক বাছাই করার পূর্বে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, যে আপনার কোন বিষয়ে ভাল আগ্রহ(Interest) এবং দক্ষতা রয়েছে।

কেননা, যে বিষয় সম্পর্কে আপনার বেশ ভাল ধারণা আছে, সেই বিষয় নিয়ে কন্টেন্ট লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং সহজে আগ্রহ হারিয়ে ফেলবেন না।

এছাড়াও, দেখতে হবে সেই টপিক টির কেমন জনপ্রিয়তা এবং কোন ধরনের মানুষের কাছে বেশি জনপ্রিয়। যদি টপিকটির জনপ্রিয়তাই না থাকে তাহলে সেই নিশ নিয়ে কাজ করে সফল হওয়া দুষ্কর।

আবার, সেই নিশ বা টপিকের মার্কেট চাহিদা কেমন, বা সেই টপিক নিয়ে কাজ করলে আয় করার সুযোগ(Opportunity) কেমন এবং কি পরিমাণ আয় হওয়ার সভাবনা রয়েছে, ইত্যাদি বিষয় গুলো মাথায় রাখা জরুরী।

সুতরাং, এই সব বিষয় মাথায় রেখে আপনাকে সঠিক একটি নিশ বা ব্লগ টপিক বাছাই করতে হবে।

লাভজনক ১০টি ব্লগিং নিশ আইডিয়া- 10 Best and Profitable Blogging Niche Ideas

১। হেলথ এন্ড ফিটনেস- স্বাস্থ্য বিষয়ক ব্লগ নিশ

হেলথ এন্ড ফিটনেস বর্তমানে খুব জনপ্রিয় একটি বিষয় এবং সেই সাথে লাভজনক নিশ ও বটে।
প্রতিনিয়তই মানুষ স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন তথ্য জানার জন্য অনলাইনে প্রচুর অনুসন্ধান করে থাকে।

স্বাস্থ্য সম্পর্কে প্রায় প্রত্যেক মানুষেরই জানার আগ্রহ আছে, ফলে মানুষের মাঝে এই বিষয়ের প্রতি বেশ জনপ্রিয়তা রয়েছে।

আর তাই, Health and fitness নিয়ে আপনার যদি খুব ভাল ধারণা থাকে এবং অন্যদেরকে এই বিষয়ে সঠিক জ্ঞ্যান বা পরামর্শ দেয়ার সক্ষমতা থাকে তাহলে এই নিশ নিয়ে ব্লগ শুরু করতে পারেন।

যেখানে, স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন তথ্য, হেলথ টিপস বা পরামর্শ উপস্থাপন করার মাধ্যমে ব্লগ আর্টিকেল লিখতে পারেন। এই নিশ নিয়ে সঠিক ভাবে কাজ করলে প্রচুর ভিজিটর পাওয়ার এবং আয় করার সম্ভাবনা রয়েছে।

তবে, যেহেতু হেলথ এবং ফিটনেস অনেক বড় একটি সেক্টর এবং কম্পিটিশন ও অনেক বেশি তাই এই নিশের সাব ক্যাটেগরি বা মাইক্রো নিশ নিয়ে ব্লগিং করা যেতে পারে।

যেমন, Self-Care, Men’s Health, Womens Health, Diet, Weight Loss, Mental Health, Nutrition and Supplements, ইত্যাদি বিষয়সহ আরও অনেক।

২। Food Blog(ফুড ব্লগ নিশ)

খাবার পছন্দ করেনা এমন মানুষ খুজে পাওয়া যাবেনা। রান্নাবান্না বা খাবার সম্পর্কিত বিষয়ের প্রতি মানুষের যেমন আগ্রহ রয়েছে তেমনি এই বিষয়ের জনপ্রিয়তাও ব্যাপক।

আপনি যদি রান্নাবান্নায় যথেষ্ট পারদর্শী (Cooking Expert) হয়ে থাকেন এবং খাবার তৈরি বিভিন্ন প্রক্রিয়া সম্পর্কে অন্যদেরকে জানাতে চান, অথবা একজন ফুড লাভার হয়ে থাকেন, তাহলে আপনি একটি ফুড ব্লগ বা ওয়েবসাইট শুরু করতে পারেন।

সুস্বাদু খাবার সম্পর্কে মানুষের জানার ব্যাপক আগ্রহ রয়েছে এবং অনেকেই নতুন নতুন খাবাব্র তৈরির প্রক্রিয়া ও নতুন টিপস সম্পর্কে শিখতে এবং জানতে পছন্দ করে।

তাই আপনিও আপনার ব্লগে রান্নাবান্নার সম্পর্কে বা খাবার তৈরি বিভিন্ন প্রক্রিয়া এবং এই সম্পর্কিত অন্যান্য তথ্য সম্পর্কে মানুষদের জানতে সাহায্য করতে পারেন।

আপনার ব্লগে খাবার এবং রেসিপি সম্পর্কে আলোচনার পাশাপাশি আপনি আপনার ব্লগে বিভিন্ন রেস্টুরেন্ট এর খাবার রিভিউ, রেসিপি টিপস এবং ট্রিক্স, বিভিন্ন কিচেন এক্সেসরিজ নিয়েও কন্টেন্ট পাবলিশ করতে পারেন।

খাবার এবং রেসিপি সম্পর্কিত অন্যান্য সাব ক্যাটেগরি বা নিশ নিয়ে কাজ করা অনেক লাভজনক হতে পারে।

যেমনঃ Cooking, kitchen equipment, Baking, Home cooked meals, Healthy eating, dieting, Vegan Recipe ইত্যাদি।

৩। Education and Career

তথ্য প্রযুক্তির এই যুগে মানুষ ঘরে বসেই অনলাইনে অনেক কিছু শিখতে পারছে। যেকোনো বিষয় সম্পর্কে জানতে বা শিখতে এখন অনেকেই ইন্টারনেটকে গুরুত্ব দিয়ে থাকে।

ফলে, শিক্ষামূলক ব্লগ বা ওয়েবসাইট গুলো খুব সহজেই মানুষের কাছে জনপ্রিয়তা পেয়ে যায়। নতুন কোন কিছু শেখার আগ্রহ থেকেই মুলত মানুষ এইসব শিক্ষামুলক ওয়েবসাইট গুলো নিয়মিত ভিজিট করে থাকে।

একাডেমিক পড়াশুনা, ভাষা শিক্ষা, পারসোনাল ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, আইটি বা সফটওয়্যার স্কিল, কম্পিউটার প্রোগ্রামিং সহ অন্যান্য যেকোনো বিষয়ের ওপর একটি শিক্ষামূলক ব্লগ বা ওয়েবসাইট শুরু করা যেতে পারে।

তাছাড়া, অনেকে নিজের ক্যারিয়ার সম্পরকেও বেশ সচেতন। ফলে ক্যারিয়ার সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে ইন্টারনেট এখন প্রচুর সার্চ হয়ে থাকে।

তাই, আপনি চাইলে ক্যারিয়ার নিয়েও ব্লগিং শুরু করতে পারেন যেখানে ক্যারিয়ার সম্পর্কে অন্যদেরকে জ্ঞ্যান বা পরামর্শ দেয়ার মাধ্যমে ব্লগে কন্টেন্ট লিখতে পারেন।

৪। Technology

বর্তমানে সব থেকে জনপ্রিয় যে নিশ সেটি হল টেকনোলজি। এই টপিক যেমন জনপ্রিয় তেমনি অনেক লাভজনক বিধায় অনেকেই এই নিশ নিয়ে সব থেকে বেশি কাজ করে।

প্রযুক্তি নির্ভর এই যুগে প্রযুক্তি কে ঘিরেই যেহেতু মানুষের জীবন। তাই এই বিষয়ের প্রতি মানুষের জানার আগ্রহের শেষ নেই।

তাছাড়া নিত্যনতুন নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবনের ফলে মানুষ এখন অনালিনে এই সব বিষয় নিয়ে বেশি সচেতন।

তাই ব্লগিং করার জন্য একটি সেরা এবং লাভজনক নিশ হিসাবে টেকনোলজি হল সেরা একটি নিশ। তবে, এই বিষয়ে ব্লগিং করতে হলে অবশ্যই টেকনোলজি বিষয়ে যথেষ্ট জ্ঞ্যান এবং অভিজ্ঞতা থাকাটা জরুরী।

যেহেতু এটি অনেক বড় একটি সেক্টর, তাই এই টপিক টির সাব টপিক নিয়ে ব্লগ শুরু করা যেতে পারে।

Gadget Review, Software review, Software tips and tricks, Android Phone/Smartphone, Games, Tutorials, Latest Tech News, Mobile Apps ইত্যাদি।

৫। Travel ব্লগ নিশ

ব্লগিং এর জন্য আরও একটি জনপ্রিয় নিশ বা টপিক হল Traveling। ট্রাভেলিং বা ভ্রমন সম্পর্কিত বিষয়ের প্রতি মানুষের আগ্রহের শেষ নেই।

যাদের ট্রাভেলিং বা ভ্রমন করতে ভাল লাগে করতে ভাল লাগে এবং এই বিষয়ের প্রতি যাদের যথেষ্ট আগ্রহ আছে, তারা চাইলে Traveling নিশ নিয়ে ব্লগিং শুরু করতে পারেন। কেননা এই নিশটি সারা বিশ্বে ব্যাপক জনপ্রিয় এবং সমাদৃত।

তাছাড়া, প্রতিনিয়তই মানুষ ভ্রমন সংক্রান্ত তথ্য বা পর্যটন এলাকাগুলো সম্পর্কে জানতে এবং এই বিষয় সম্পর্কিত অন্যান্য তথ্য জানতে অনলাইনে প্রচুর অনুসন্ধান করে থাকে।

ফলে ওয়েবসাইটে ভাল পরিমাণ ভিজিটর পাওয়ার যেমন সুযোগ রয়েছে তেমনি ব্লগের জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আয়ের অনেক পথ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

Travel ব্লগের একটি গুরুত্বপূর্ণ অংশ হল ফটোগ্রাফি। পর্যটন বা দর্শনীয় স্থান গুলোর সুন্দর দৃশ্য এবং মুহূর্ত গুলোকে ফটোগ্রাফির মাধ্যমে ব্লগে ভিজিটরদেরকে আকৃষ্ট করা যেতে পারে।

Traveling এর বেশ কিছু ক্যাটেগরি রয়েছে যেমন-
City Guides, Local Travel tips, Travel deals, Travel hacks, ইত্যাদি।

৬। Personal Finance

টাকা পয়সার আয়, ব্যয় এবং হিসাব সম্পর্কে কম বেশি আমরা প্রত্যেকেই সচেতন। উপার্জিত অর্থ সঠিক ভাবে ব্যবস্থাপনাসহ সঠিক কাজে ব্যয় করার ক্ষেত্রে একটু চিন্তা ভাবনার দরকার হয়ে থাকে।

এমন অনেক মানুষকেই খুজে পাওয়া যাবে, যারা কিভাবে সঠিক উপায়ে এবং সঠিক জায়গায় অর্থ ব্যয় করতে হয় এবং কিভাবে টাকা ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা করতে হয় ইত্যাদি বিষয় সম্পর্কে ভাল জানেনা।

ফলে, এই সব বিষয় নিয়ে মানুষের জানার শেষ নেই।

যদিও, Personal Finance খুবই জনপ্রিয় একটি নিশ তারপরও এই নিশ নিয়ে কাজ করতে হলে বেশ কিছু টপিক সম্পর্কে ভাল আইডিয়া থাকা জরুরী। সঠিক একটি নিশ বাছাই করে এবং নির্দিষ্ট Audience টার্গেট কাজ কাজ শুরু করতে পারলে খুব দ্রুত সফল হওয়ার সম্ভাবনা রয়েছে।

তাছাড়া এই নিশ অনেক লাভজনক বিধায়, ব্লগ থেকে বিভিন্ন মাধ্যমে খুব ভাল পরিমাণ টাকা আয় করার সুযোগ আছে।

এই টপিকের কিছু কমন সাব ক্যাটেগরি-

Money Saving Tips, Investment, Budgeting, Money Management, Debt/Loan, Mutual Funds, Insurance and Savings, Financial Independence ইত্যাদি ।

৭। Blogging Niche

আপনি যদি ব্লগিং এ অভিজ্ঞ হয়ে থাকেন এবং ব্লগ তৈরির বিষয়ে খুব ভাল দক্ষতা থেকে থাকে, তাহলে ব্লগিং নিশ বা ব্লগিং টপিক নিয়ে একটি ব্লগ শুরু করতে পারেন।

ব্লগিং নিশ বর্তমানে খুবই জনপ্রিয়। কেননা, অনলাইনে আয়ের মাধ্যম হিসেবেই হোক আর শখের বশেই হক, এখন কিন্তু ব্লগিং এ মানুষের আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

আবার অনেকেই আছে, যারা ব্লগ শুরু করতে চায় কিন্তু এই বিষয়ে সঠিক ধারণা না থাকায় অনেকে শুরু করতে পারেনা। ব্লগ শুরু করলেও ব্লগিং এ কিভাবে সফল হওয়া যায়, ব্লগিং এ ভাল করতে হলে কি কি বসিহয় সম্পর্কে জানা দরকার ইত্যাদি বিষয় সম্পর্কে জানার বেশ আগ্রহ রয়েছে মানুষের।

তাই আপনিও ব্লগিং বা ব্লগ নিশ নিয়ে কাজ শুরু করতে পারেন। যেখানে আপনার অভিজ্ঞতা কে কাজে লাগিয়ে ব্লগিং এর যাবতীয় বিষয় সম্পর্কে নতুনদের জানতে বা শিখতে সহায়তা করতে পারেন।
তাছাড়া, এই নিশ খুবই লাভজনক, যার ফলে ব্লগ থেকে আর করার অনেক সুযোগ রয়েছে।

৮। Lifestyle Blog

ব্লগিং এর ক্ষেত্রে আরও একটি জনপ্রিয় নিশ হল লাইফস্টাইল। যদিও এই বিষয়টি অনেকের কাছেই অনেক Confusing মনে হতে পারে। কেননা, এই নিশের মধ্যে অনেক গুলো বিষয় রয়েছে যেগুলো এক একটি নিশ হিসেবে ব্লগিং করা যায়।

লাইফস্টাইল নিশের সাথে জড়িত এরকম কয়েকটি উদাহরণ হিসেবে বলা যায় যেমন, স্বাস্থ্য এবং ফিটনেস, ব্যায়াম, খাবার, পরিবার, সম্পর্ক, বন্ধুত্ব, ফটোগ্রাফি সহ আরও অনেক গুলো বিষয় জড়িত।
এই সব টপিকের মধ্য থেকে পছন্দ মত যেকোনো একটি টপিক বাছাই করে ব্লগিং শুরু করতে পারেন।

মুলত আপনাকে সুনির্দিষ্ট একটি টপিক বাছাই করে Target Audience খুজে বের করতে হবে।
যাইহোক, Lifestyle নিশ খুবই জনপ্রিয় এবং লাভজনক একটি বিষয় হওয়ায় এই নিয়ে কাজ করতে হলে অবশ্যই এই বিষয় সম্পর্কে খুব ভাল ধারণা থাকা জরুরী।

তাই যদি আপনার লাইফস্টাইল নিশ সম্পর্কে সঠিক ধারণা থাকে এবং অভিজ্ঞ হয়ে থাকেন তাহলে এই নিশ নিয়ে কাজ শুরু করতে পারেন।

৯। Business and Marketing

ডিজিটালাইজেশন এর যুগে এখন প্রায় সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠানগুলো অনলাইনে মুখী হয়ে গিয়েছে। ফলে যেকোনো ব্যবসা বা প্রতিষ্ঠান এর জন্য অনলাইনে নিজেদের অবস্থান ধরে রাখার জন্য এবং গ্রাহকদের আকৃষ্ট করার জন্য নানারকম Marketing Strategy অনুসরণ করতে হচ্ছে।

বড় বড় অনেক প্রতিষ্ঠান এর পাশাপাশি এখন ছোট মাঝারি কর্পোরেট প্রতিষ্ঠান গুলোর জন্য মার্কেটিং বিষয়ে নজর দিতে হচ্ছে।

ফলে বর্তমানে ব্যবসা এবং বিজ্ঞাপন সম্পর্কে বেশ ভাল একটি সেক্টর তৈরি হয়ে গিয়েছে। আর তাই, Business and Marketing নিশ নিয়ে ব্লগিং করাটা বর্তমানে খুব লাভজনক হয়ে দাঁড়িয়েছে।

তাই এই বিষয়ে যাদের ভাল দক্ষতা বা অভিজ্ঞতা আছে তারা চাইলে এই নিশ নিয়ে ব্লগিং শুরু করতে পারেন।

যদিও এই নিশের অনেক গুলো শাখা রয়েছে, যেগুলোর কোন একটি বিষয় বা টপিক বাছাই করে ব্লগ শুরু করা যেতে পারে।

১০। Review Website

বর্তমানে রিভিউ ব্লগ বা ওয়েবসাইট গুলো খুবই জনপ্রিয়। রিভিউ ওয়েবসাইট গুলো কোন একটি বিষয় বা টপিকের ওপরে ভিত্তি করে অথবা অনেক গুলো টপিক নিয়েও আর্টিকেল লেখা হয়ে থাকে।

এবার সেটা হতে পারে কোন পন্যের রিভিউ, সেবা, প্রতিষ্ঠান, গ্যাজেট, ওয়েবসাইট, বই রিভিউ, কোর্স রিভিউ সহ আরও অনেকগুলো বিষয়।

যেহেতু মানুষ কোন ধরনের পণ্য ক্রয় করার আগেই সেই পণ্য সম্পর্কে অনলাইন থেকে বিস্তারিত জেনে নেয়। ফলে সেই সব রিভিউ ওয়েবসাইটগুলোকেই মানুষ বেশি প্রাধান্য দিয়ে থাকে।

আর তাই, আপনিও একটি রিভিউ ওয়েবসাইট শুরু করে দিতে পারেন আপনার পছন্দের যেকোনো বিষয় এর ওপর।

এই ধরনের ব্লগ থেকে সহজেই খুব ভাল পরিমাণ আয় করার সুযোগ রয়েছে। এক্ষেত্রে অ্যাফিলিয়েট মার্কেটিং হল সেরা একটি উপায়। পাশাপাশি কোম্পানি থেকে স্পন্সরশীপ, পেইড রিভিউ, এবং গুগল এড থেকেও আয় করা যায়।

পরিশেষেঃ

তাহলে আপনারা নিশ্চয় একটি ধারণা পেয়েছেন, লাভজনক ব্লগিং নিশ কোনগুলো এবং ব্লগের জন্য সেরা নিশ কোনটি।

যাইহোক, উপরে উল্লেখিত যেসব নিশ নিয়ে আলোচনা করা হয়েছে এর বাহিরেও আরও অনেক নিশ বা টপিক রয়েছে যেগুলোর ও বেশ ভাল জনপ্রিয়তা এবং মার্কেট ডিমান্ড বা চাহিদা রয়েছে।

মুলত আপনাকে এখানে ধারণা দেয়ার জন্য এবং যেসব নিশ গুলো বেশি জনপ্রিয় এবং অনেকেই যে বিষয় নিয়ে কাজ করছেন এবং যেসব নিশের বেশি চাহিদা আছে সেই সব নিশ নিয়েই আলোচনা করা হয়েছে।

আপনি এখান থেকে ধারণা নিয়ে ব্লগের জন্য সেরা একটি নিশ বাছাই করতে পারেন। আর আপনার সঠিক নিশ বা টপিক বাচাই করা হয়ে গেলে অবশ্যই সেই টপিক নিয়ে প্রয়োজনীয় রিসার্চ করে নিবেন। এতে করে ব্লগিং করাটা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে।

তবে, একেবারে প্রথম অবস্থায় Multiple নিশ এর পরিবর্তে একটি সুনির্দিষ্ট নিশ বা মাইক্রো নিশ নিয়ে কাজ করাই সব থেকে বুদ্ধি মানের কাজ হবে।

This Post Has One Comment

  1. Dipzolroy

    খুব সুন্দর পোষ্ট ভাই উপকারে আসবে আমার । আমার নতুন ওয়েবসাইট প্রশ্নোত্তর ওয়েবসাইট আস্কহেল্প।

Leave a Reply