10 Minute School Facebook Marketing Course – কেন করবেন

You are currently viewing 10 Minute School Facebook Marketing Course – কেন করবেন

বর্তমানে ছোট, বড়, মাঝারি যেকোনো ধরনের ব্যবসা বা প্রতিষ্ঠান সম্পর্কে অনলাইনে পরিচিতি বৃদ্ধি বা প্রচারণা চালানোর ক্ষেত্রে ফেসবুক মার্কেটিং সবচেয়ে জনপ্রিয় একটি মাধ্যম।

বর্তমান বিশ্বে ফেসবুক হল সবচেয়ে জনপ্রিয় এবং বৃহৎ একটি সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম, যেখানে প্রতিদিন ১.৫ বিলিয়নেরও বেশি একটিভ ইউজার (Active Users) ফেসবুক ব্যবহার করে থাকে।

যার ফলে, এই প্লাটফর্মকে ব্যবহার করে সহজেই অধিক মানুষের কাছে যেকোনো ধরনের ব্যবসা বা প্রতিষ্ঠান সম্পর্কে প্রচারণা চালানো যায়।

এখন প্রায় বেশির ভাগ প্রতিষ্ঠানই ফেসবুক প্লাটফর্মটি ব্যবহার করে থাকে নিজেদের পরিচিতি বৃদ্ধির পাশাপাশি অধিক সংখ্যক বিক্রি বা গ্রাহকদের আকৃষ্ট করার জন্য।

ফেসবুক মার্কেটিং এ বেশ কিছু পদ্ধতি বা কলাকৌশল ব্যবহার করা হয়, যার মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যে অধিক সংখ্যক বা নির্দিষ্ট মানুষের কাছে কোন ধরনের পণ্য বা সেবা গুলোকে প্রোমোট করা যায়।

আর এই ফেসবুক মার্কেটিং ভালোভাবে শিখে নিতে পারলে, অল্প পরিশ্রমে এবং অল্প খরচে নিজের ব্যবসা বা প্রতিষ্ঠানগুলোকে অধিক মানুষের সামনে নিয়ে আসা যায়।

যাইহোক, অনলাইনে প্রচুর ফ্রি এবং পেইড ফেসবুক মার্কেটিং কোর্স (Facebook Marketing Course) বা রিসোর্স রয়েছে। চাইলে সেইসব কোর্স বা রিসোর্স ফলো করে ফেসবুক মার্কেটিং শিখে নেয়া যেতে পারে।

বর্তমানে, ফেসবুক মার্কেটিং শেখার জন্য 10 Minute School Facebook Marketing কোর্সটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।

মূলত, আমরা এই পোস্ট এ ফেসবুক মার্কেটিং কি, কেন মার্কেটিং করা জরুরী সেই সাথে 10 Minute School Facebook Marketing Course এর বিভিন্ন বিষয় সম্পর্কে জানব, অর্থাৎ, কোর্সটিতে কি কি বিষয় শেখানো হয়েছে, কোর্সটি কাদের জন্য উপকারি, এবং কোর্স থেকে কি কি সুবিধা পাওয়া যাবে ইত্যাদি।

ফেসবুক মার্কেটিং কিঃ

ফেসবুক মার্কেটিং হচ্ছে এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে কোন ব্যক্তি বা ব্যবসা প্রতিষ্ঠান সম্পর্কে ফেসবুক ব্যবহারকারীদের কাছে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের পরিচিতি বৃদ্ধি তথা প্রচার-প্রচারণা চালানো হয়ে থাকে।

অর্থাৎ, এই প্রক্রিয়ায় ফেসবুক প্লাটফর্ম টিকে ব্যবহার করে যেকোনো ধরনের ব্যবসা বা প্রতিষ্ঠানের পণ্য বা সেবা সম্পর্কে প্রচারণা চালানোর পাশাপাশি নির্দিষ্ট গ্রাহক (Customer) খুঁজে পেতে সাহায্য করে।

মূলত, ফেসবুক মার্কেটিং এ বেশ কিছু পদ্ধতি বা ধাপ অনুসরণ করার মাধ্যমে সহজে অধিক মানুষের কাছে পণ্য বা সেবা সম্পর্কে পরিচিতি বৃদ্ধির পাশাপাশি অধিক গ্রাহক বা বিক্রি নিশ্চিত করা যায়।

ফেসবুক মার্কেটিং মূলত ডিজিটাল মার্কেটিং এরই একটি অংশ এবং ডিজিটাল মার্কেটিং এর একটি বড় অংশ জুড়ে রয়েছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং । যেগুলোর মধ্যে ফেসবুক মার্কেটিং অন্যতম।

ফেসবুক মার্কেটিং সাধারণত ২ ধরনের হয়ে থাকেঃ

১। ফ্রি ফেসবুক মার্কেটিং (Organic Method)

২। পেইড ফেসবুক মার্কেটিং (Paid Method)

Organic বা ফ্রি ফেসবুক মার্কেটিং এ সরাসরি কোন ধরনের ইনভেস্ট ছাড়াই অধিক সংখ্যক ফেসবুক ব্যবহারকারীদের কাছে পরিচিতি বৃদ্ধি কিংবা প্রতিষ্ঠানের পণ্য বা সেবাগুলোকে প্রচার করা যায়।

সাধারণত, Free Facebook Marketing এ বেশ কয়েকটি নিয়ম বা পদ্ধতি অনুসরণ করে প্রচার প্রচারণার কাজ করা হয়ে থাকে।

যেমন, ফেসবুক পেজ খোলা থেকে শুরু করে পেজ বা গ্রুপ ভালোভাবে সেটআপ করা অর্থাৎ প্রোফাইল ফটো ও কাভার ফটো যুক্ত করা, গ্রুপ বা পেইজে নিয়মিত এবং সঠিক সময়ে পোস্ট পাবলিশ করা, গ্রুপ বা পেজ এ মেম্বার ইনভাইট করাসহ আরও বেশ কিছু কাজ করা হয়ে থাকে।

সাধারণত, বেশিরভাগ সময় ছোট-খাটো বা ব্যক্তিগত প্রতিষ্ঠান গুলো ফ্রি ফেসবুক মার্কেটিং এর পদ্ধতি গুলো অনুসরণ করে থাকে।

অন্যদিকে, পেইড মার্কেটিং এ সরাসরি ফেসবুকে এড ক্যাম্পেইন রান করানো হয়, যেখানে গভীর ভাবে কাস্টমার বা নির্দিষ্ট মানুষের কাছে সেই পণ্য বা সেবা গুলোকে পৌঁছে দেয়া যায়। এখানে আপনাকে সরাসরি ফেসবুকের কাছে ডলার খরচ করে পেইড ক্যাম্পেইন চালু করতে পারবেন।

পেইড মার্কেটিং মূলত বড় ধরনের বিজনেস বা প্রতিষ্ঠানগুলো করে থাকে, অল্প সময়ে এবং সুনির্দিষ্ট ভাবে অধিক মানুষের কাছে নিজেদের সেবা বা পণ্য গুলোকে প্রচার করার জন্য।

কেন ফেসবুক মার্কেটিং করবেনঃ

পূর্বেই উল্লেখ করা হয়েছে যে ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে অল্প সময়ে অধিক মানুষের কাছে নিজেদের সেবা বা পণ্য সম্পর্কে পরিচিতি বাড়ানো তথা প্রোমোশন করা যায়।

বর্তমানে যেহেতু ফেসবুকই সব চেয়ে জনপ্রিয় এবং বৃহৎ একটি সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম এবং এর ব্যবহারকারী সংখ্যাও অনেক বেশি।

তাই, এই প্লাটফর্ম টিকে ব্যবহার করে খুব সহজেই অল্প সময়ের মধ্যে নির্দিষ্ট মানুষের (Targeted Audiences) কাছে পণ্য বা সেবা গুলোকে প্রচার করা যায়।

বিশ্বের বিভিন্ন ছোট খাটো বিজনেস থেকে শুরু করে অনেক নামী দামী প্রতিষ্ঠানও ফেসবুক প্লাটফর্মটিকে ব্যবহার করে মার্কেটিং এর কাজ করে থাকে।

হয়তো আপনার কোন ছোট খাটো বিজনেস রয়েছে, যেটিকে আপনি সবার সামনে বা অধিক মানুষের কাছে প্রচার এবং বিক্রয় বৃদ্ধি করতে চান, কিংবা আপনার কোন সার্ভিস রয়েছে যেগুলো ফেসবুকে প্রোমোট করতে চান, অথবা হতে পারে আপনি ফেসবুকে কন্টেন্ট তৈরি করে ইনকাম করতে চান, সেক্ষেত্রে ফেসবুক মার্কেটিং খুবই গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।

ফেসবুক মার্কেটিং শেখার উপায়ঃ

বর্তমানে ফেসবুক মার্কেটিং শেখার জন্য অনলাইনে প্রচুর রিসোর্স এবং টিউটোরিয়াল আছে। চাইলে নিজে নিজেই এইসব টিউটোরিয়াল বা রিসোর্স ফলো করে ফেসবুক মার্কেটিং সম্পর্কে বিশদ জ্ঞ্যান অর্জন করা যেতে পারে।

অনলাইনে যেমন ফ্রি কোর্স রয়েছে তেমনি অনেক পেইড ফেসবুক মার্কেটিং কোর্সও রয়েছে। তাই, আপনার যদি পর্যাপ্ত বাজেট থাকে, তাহলে অনলাইনে পেইড Facebook Marketing Course করে অথবা কোন প্রতিষ্ঠানের কাছ থেকেও শিখতে পারেন।

অথবা চাইলে ফ্রি রিসোর্স গুলো ফলো করেও শিখে নিতে পারেন। তবে, এক্ষেত্রে নিজে নিজে Facebook Marketing শেখার পেছনে প্রচুর পরিশ্রম এবং সময় ব্যয় করতে হতে পারে।

যাইহোক, বর্তমানে ফেসবুক মার্কেটিং শেখার জন্য 10 Minute School Facebook Marketing Course ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। চাইলে এই কোর্স করার মাধ্যমেও ফেসবুক মার্কেটিং ভালোভাবে শিখে নেয়া যেতে পারে।

10 Minute School Facebook Marketing Course সম্পর্কে বিস্তারিতঃ

10 Minute School এর Facebook Marketing কোর্স সম্পর্কে হয়তো ইতিমধ্যে অনেকেই জেনে থাকবেন। এখন পর্যন্ত প্রায় ২০ হাজারেরও বেশি মানুষ এই কোর্সটি সম্পন্ন করেছেন।

Facebook Marketing এর এই কোর্সটি তৈরি করেছেন আয়মান সাদিক, সাদমান সাদিক ও অন্তিক মাহমুদের মত ইন্ডাস্ট্রি এক্সপার্টরা।

মূলত, এই কোর্সটিতে ফেসবুক মার্কেটিং করার জন্য যা যা জানা দরকার এবং যেসব বিষয় গুলো সম্পর্কে সঠিক ধারণা থাকা দরকার সেই সব বিষয় গুলো শেখা যাবে এই কোর্স করার মাধ্যমে।

সবচেয়ে বড় কথা, Facebook Marketing এর এই কোর্সটি সম্পূর্ণ বাংলাদেশের প্রেক্ষাপটে তৈরি করা হয়েছে। ফলে, যারা দেশীয় বিভিন্ন ব্যবসা বা প্রতিষ্ঠানের সাথে জড়িত এবং নিজেরাই ফেসবুকে মার্কেটিং করতে চান, তারা এই কোর্স করার মাধ্যমে মার্কেটিং এর বাস্তব জ্ঞ্যান অর্জন করার পাশাপাশি বাংলাদেশের প্রেক্ষাপটে কিভাবে ফেসবুক মার্কেটিং স্ট্র্যাটেজিগুলো (Facebook Marketing Strategy) অনুসরণ করতে হয় তা জানা যাবে।

কোর্সটিতে যা যা থাকছেঃ

  • ৩৬টি ভিডিও লেকচার
  • ৩৬টি নোটস
  • ৭ সেট কুইজ
  • কোর্স শেষে একটি সার্টিফিকেট

কোর্সটি কাদের জন্যঃ

  • যারা ফেসবুকের মাধ্যমে ব্যবসা শুরু করতে চায় এবং ব্যবসার পরিচিতি বৃদ্ধি করতে চায়।
  • যারা ফেসবুকে কন্টেন্ট তৈরি করার মাধ্যমে ফেসবুক থেকে অর্থ উপার্জন করতে চায়।
  • যারা ফেসবুক মার্কেটিং তথা ডিজিটাল মার্কেটিং শিখতে ও জানতে আগ্রহী।
  • যারা ফেসবুকের মাধ্যমে নিজদের পরিচিতি বৃদ্ধি বা Self-Branding কিংবা Influencer হতে চায়, তাদের জন্য এই কোর্সটি বিশেষ ভাবে কাজে লাগবে।

এই কোর্স থেকে কি কি শেখা যাবেঃ

টেন মিনিট স্কুল Facebook Marketing এর কোর্সটি বেশ কয়েকটি ধাপে সাজানো হয়েছে। কোর্সটিতে মোট ৩৬ টি ভিডিও লেকচার রয়েছে এবং প্রতিটি ভিডিও লেকচারগুলো আলাদা আলাদা সেকশন আকারে সাজানো হয়েছে।

পাশাপাশি প্রতিটি সেকশন এর সাথে কুইজ ও নোটস যুক্ত করা হয়েছে।

যাইহোক এই কোর্স থেকে আপনি যা যা শিখতে পারবেনঃ

১। শুরুতেই কিভাবে Facebook Page ও Group সেটআপ করতে হয় বা প্রফেশনাল পেইজ বা গ্রুপ সাজানোর নিয়ম, ক্যাপশন লেখার নিয়ম-কানুন, ফেসবুক মার্কেটিং এ বিভিন্ন স্ট্র্যাটেজি সহ অন্যান্য বিষয়।

২। কিভাবে পেজ বা গ্রুপ এর জন্য কন্টেন্ট প্লান করতে হয় এবং কিভাবে ক্যাম্পেইন সাজানো বা প্ল্যানিং করতে হয় এই বিষয়গুলো।

৩। মোবাইল দিয়ে কিভাবে গ্রাফিক্স বা ছবি ডিজাইন করতে হয়। মোবাইল এর বিভিন্ন গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার এর ব্যবহার।

৪। মোবাইলে ভিডিও ধারন ও এডিটিং কিভাবে করতে হয় এবং ভিডিও এডিটিং সফটওয়্যার এর ব্যবহার

৫। কিভাবে ফেসবুক পেজ বা গ্রুপে লাইক কমেন্ট, শেয়ারিং ও ফলোওয়ার বাড়াতে হয় এবং ফলোওয়ার ধরে রাখার কৌশল।

৬। নতুন করে নির্দিষ্ট Audience বা মানুষদের টার্গেট করতে হয় এবং এর বিভিন্ন টিপস৭। কোন ধরনের কন্টেন্ট গুলো পেজ বা গ্রুপ এর জন্য সব থেকে ভালো এবং কিভাবে সেগুলো ব্যবহার করতে হয়।

৮। ফেসবুকে ভিডিও আপলোড করার নিয়ম কানুন, কোন সময়ে ভিডিও আপলোড করা বা পোস্ট করার সঠিক সময়।

৯। ফেসবুকে কিভাবে Boosting করতে হয় এবং কিভাবে Facebook Ad Campaign রান করাতে হয়। এড ক্যাম্পেইন রান করানোর কিছু স্ট্রাটেজি বা কলাকৌশল।

১০। এছাড়াও, ফেসবুকে কিভাবে বিজনেসকে একটি ব্র্যান্ড হিসেবে উপস্থাপন করতে হয়, কিভাবে কম্পিটিটরদের এনালাইসিস করতে হয়, পাশাপাশি কিভাবে স্পন্সরশিপ মানেজ করতে হয়, এই বিষয় গুলো নিয়ে সঠিক তথ্য এবং গাইডলাইন এই কোর্সটিতে উল্লেখ করা হয়েছে।

সর্বোপরি, 10 Minute School Facebook Marketing Course টি করার মাধ্যমে মার্কেটিং এর অনেক গুরুত্বপূর্ণ ও খুঁটিনাটি বিষয়সহ আরও অনেক কিছু জানা ও শেখা যাবে।

কোর্সটি এর বৈশিষ্ট্যঃ

  • কোর্সটি তৈরি করা হয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে এবং কোর্স এর প্রতিটি ভিডিও লেকচারগুলো বাংলা ভাষায়, তাই সহজে কোর্স অনুধাবন করার পাশাপাশি ফেসবুক মার্কেটিং সম্পর্কে বিশদ জ্ঞ্যান অর্জন করা যাবে।
  • এই কোর্স এ বেশ কিছু গুরুত্বপূর্ণ Marketing Strategy গুলো শেখানো হয়েছে এবং বাংলাদেশের প্রেক্ষাপটে কিভাবে ব্যবসার পরিচিতি বাড়ানো যায় তা দেখানো হয়েছে।
  • এই কোর্স এর মাধ্যমে ফেসবুক মার্কেটিং শেখানোর পাশাপাশি মোবাইল দিয়ে কিভাবে গ্রাফিক্স ডিজাইন, ভিডিও ধারন ও ভিডিও এডিটিং করতে হয়ে সেগুলো শেখানো হয়েছে।
  • তাছাড়া, এই কোর্স এর ইনসট্রাক্টররা বর্তমানে বেশ জনপ্রিয় এবং সফল ইনফ্লুয়েন্সার(Influencer)। তাই, দক্ষ এবং অভিজ্ঞ এইসব ইন্সট্রাকটরদের কাছ থেকে বাস্তব অভিজ্ঞতার আলোকে Facebook Marketing এর যাবতীয় বিষয় গুলো শেখা যাবে।

কোর্সটির দাম ও প্রোমোকোডঃ

বর্তমানে 10 Minute School Facebook Marketing কোর্স এর দাম- ১২৫০ টাকা।

তবে, আপনার কাছে যদি কোন প্রোমোকোড (Promocode) থাকে, তাহলে সেই প্রোমোকোড টি ব্যবহার করে কিছুটা ডিস্কাউন্ট এ কোর্সে ভর্তি হতে পারবেন।

দারুন একটি ডিস্কাউন্ট এ কোর্সটিতে ভর্তি হতে চাইলে নিচের দেয়া লিংক এবং Promocode টি ব্যবহার করুন।

কোর্সটিতে কিভাবে ভর্তি হবেনঃ

10 Minute School Facebook Marketing কোর্সটিতে ভর্তি হওয়ার জন্য প্রথমে আপনাকে ওপরে দেয়া লিংকটি ভিজিট করতে হবে।

কোর্স এর লিংক এ ঢোকার পর কোর্সটি শুরু করুন বাটনে ক্লিক করতে হবে। এক্ষেত্রে, ওপরে দেয়া Promocode টি প্রোমোকোড এর জায়গায় বসিয়ে Apply করে নিতে হবে।

“কোর্সটি শুরু করুন” বাটনে ক্লিক করার পর আপনাকে আপনার ফোন নাম্বার ব্যবহার করে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। এরপর, কোর্স এর ফি পেমেন্ট করে নিতে হবে।

কোর্স এর পেমেন্ট সম্পন্ন হয়ে যাওয়ার পর আপনি আপনার কোর্স এর ড্যাশবোর্ড দেখতে পাবেন, যেখানে কোর্স এর যাবতীয় ভিডিও এবং অন্যান্য বিষয়গুলো দেখতে পারবেন।

এরপর, আপনি চাইলে আপনার যেকোনো ডিভাইস(Smartphone/Laptop/Computer) ব্যবহার করে যখন খুশি তখন ভিডিও লেকচার দেখে নিতে পারবেন।

Leave a Reply