একটি ফেসবুক পেজ তৈরি করার পেছনে অনেকগুলো কারণ থাকতে পারে। অনেকে ফেসবুক পেজ তৈরি করে থাকে শুধুমাত্র নিজের ব্যক্তিগত কারনে, অনেকে আবার ব্যবসার কাজে, পণ্য বা সেবা বিক্রি করার জন্য, ব্যবসা বা প্রতিষ্ঠানের পরিচিতি বৃদ্ধি কিংবা ওয়েবসাইটে অধিক ভিজিটর নিয়ে আসার কাজেও ফেসবুক পেজ তৈরি করে থাকে।
বর্তমানে, ফেসবুক হল সব থেকে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত একটি সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম। এখানে প্রচুর সংখ্যক ব্যবহারকারী থাকায় বেশির ভাগ ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো ফেসবুক কে অধিক গুরুত্ব দিয়ে থাকে।
যাইহোক, আপনিও যদি ফেসবুকের মাধ্যমে অনলাইন বিজনেস তথা পণ্য বা সেবা বিক্রি করতে চান, অথবা নিজেকে একজন পাবলিক ফিগার হিসেবে উপস্থাপন করতে চান, কিংবা ব্যবসা বা প্রতিষ্ঠানের পরিচিতি বৃদ্ধি করতে চান বা অন্য যেকোনো কারনে একটি প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করতে চাইলে, ফেসবুক পেজ খোলার নিয়ম গুলো সঠিক ভাবে জানা থাকতে হবে।
যেকেউ চাইলে নিজের একটি পার্সোনাল বা ফেসবুক বিজনেস পেজ তৈরি করে নিতে পারে খুব সহজেই। ফেসবুক পেজ খোলা এবং পেজ ব্যবহার করা সম্পূর্ণ ফ্রি। এছাড়াও ফেসবুক পেজ সঠিক ভাবে চালানোর জন্য প্রচুর ফিচার এবং অপশন যুক্ত করা রয়েছে।
মূলত এই পোস্ট থেকে আপনি জেনে নিতে পারবেন কিভাবে একটি ফেসবুক পেজ খুলতে হয় (How to Create a Facebook Page), ফেসবুক পেজ খোলার নিয়ম গুলো কি কি এবং ফেসবুক পেজ খুলতে যেসব বিষয় মাথায় রাখা জরুরী এইসব বিষয় নিয়ে।
সহজ কয়েকটি ধাপে আমরা ফেসবুক পেজ খোলার নিয়ম গুলো জানবঃ
ফেসবুক পেজ খোলার জন্য প্রথমে আপনাকে আপনার ফেসবুক প্রোফাইল এ লগইন করতে হবে। এরপর ফেসবুক হোমপেজ এর বাম পাশে Pages অপশনে যেতে হবে।

Pages অপশনটিতে ঢোকার পর Create New Page এ ক্লিক করলেই নতুন একটি Facebook Page তৈরি করার অপশন চলে আসবে।
এবার Page Information এ থাকা অপশনগুলো সঠিকভাবে পুরন করতে হবে।

Page Name
এখানে আপনার ফেসবুক পেজের নাম (Facebook Page Name) দিতে হবে। অর্থাৎ আপনি আপনার ফেসবুক পেজ কি নামে তৈরি করবেন সেটি এখানে দিতে হবে। এখানে আপনি আপনার বিজনেস, ব্র্যান্ড অথবা কোম্পানির নাম অনুসারে ফেসবুক পেজের নাম বসাতে পারেন।
তবে ফেসবুক পেজের নাম নির্বাচনের ক্ষেত্রে কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরী। যেমন পেজের নাম হতে হবে ইউনিক, একই সাথে যেন সহজে মনে রাখা যায় এমন একটি নাম বাছাই করতে হবে।
পাশাপাশি পেজ এর এমন একটি নাম বাছাই করে নিতে হবে, যেন তা আপনার বিজনেসের সাথে সম্পর্কিত হয় অথবা আপনি যেই বিষয় নিয়ে পেজ খুলতে চান সেই বিষয়টির সাথে সামঞ্জস্য থাকে।
Category
এখানে আপনাকে পেজ টির Category বাছাই করতে হবে। এখানে মূলত আপনার পেজ টির কোন বিষয় এর ওপর তৈরি করা সেই বিষয়ের ওপর একটি Category সিলেক্ট করতে হবে।
যেমন, ধরুন আপনি প্রযুক্তি বা টেকনোলজি বিষয়ের ওপর একটি ফেসবুক পেজ তৈরি করতে চাচ্ছেন, সেক্ষেত্রে ক্যাটেগরি হিসেবে Information Technology Company সিলেক্ট করে নিতে পারেন।
অথবা আপনি পোশাক বা Clothing এর ওপর পেজ তৈরি করতে চাচ্ছেন, তাহলে clothing এর ক্যাটেগরি যেমন, Clothing Brand, Clothing Store, Clothing Company, Apparel and Clothing ইত্যাদি এগুলোর মধ্য থেকে পছন্দ মত বাছাই করে নিতে পারেন আপনার বিজনেস এর সাথে সম্পর্কিত যেগুলো রয়েছে।
Description
এই ঘরটিতে আপনার ফেসবুক পেজ সম্পর্কে সংক্ষিপ্ত একটি বিবরণ দিতে হবে। অর্থাৎ আপনার পেজটি কি সম্পর্কে বা আপনি কেন এই পেজ তৈরি করছেন, কিংবা আপনার বিজনেস কি ধরনের, কি কি সেবা রয়েছে, এই বিষয় গুলো কয়েক লাইনের মধ্যে লিখে দিতে হবে। যেন, ভিজিটর অথবা ফলোওয়াররা খুব সহজেই আপনার পেজ সম্পর্কে সঠিক একটি ধারণা নিতে পারে।
এবার, Create Page বাটনে ক্লিক করলেই পেজটি তৈরি হয়ে যাবে এবং পেজ এর Add Profile picture এবং Add Cover Photo নামক অপশন চলে আসবে। যেখানে আপনার ফেসবুক পেজ এর প্রোফাইল পিকচার এবং কভার ফটো দিয়ে Save বাটন এ ক্লিক করলেই পেজটি তৈরি হয়ে যাবে এবং সম্পূর্ণ পেজ টি এডিট করার অপশন গুলো চলে আসবে।
ফেসবুক পেজের প্রোফাইল পিকচার এবং কভার ফটো ডিজাইন করার সব থেকে জনপ্রিয় অনলাইন ফ্রি টুল হল Canva এবং Snappa। আপনি চাইলে নিজের এই ২টি ফ্রি টুল ব্যবহার করে খুব সহজেই আপনার পেজের জন্য Profile Picture এবং Cover Photo Design করে নিতে পারেন।

Add a Button
এই অপশন থেকে আপনি আপনার পেজ এর জন্য বাটন যুক্ত করতে পারবেন। ফেসবুক পেজ এ বাটন যুক্ত করার খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
আপনি কি ধরনের বাটন যুক্ত করতে চান তা Add a Button টিতে ক্লিক করে পছন্দ মত বাটন বাছাই করতে পারবেন।
এখানে আপনি চাইলে শুধু মাত্র Follow বাটন যুক্ত করতে পারেন। অথবা আপনার ব্যবসা ভিত্তিক বা প্রয়োজন অনুসারে Call Now, Send Message, Contact Us ইত্যাদির যেকোনো একটি সিলেক্ট করতে পারেন।
Create Username
Create username থেকে আপনি আপনার পেজটির লিংক অ্যাড্রেস ঠিক করে নিতে পারবেন। সাধারণত একটি ফেসবুক পেজ খোলার সাথে সাথে পেজ এর অটোম্যাটিক একটি লিংক তৈরি হয়ে যায়। কিন্তু আপনি চাইলে এই লিংকটি পরিবর্তন করে নিতে পারবেন।
অর্থাৎ আপনি আপনার ফেসবুক পেজ এর User Name যুক্ত করার ফলে পেজ এর লিংক পরিবর্তন হয়ে যাবে এবং সেটি সকলের জন্য বুঝতে এবং দ্রুত পেজ খুজে পেতে সাহায্য করবে।
এক্ষেত্রে ইউজার নেম হিসেবে আপনার পেজটি নামে দিতে পারেন। কিন্তু সেই নামে যদি Username Available না থাকে, তাহলে পেজের সাথে সম্পর্কিত অন্য ইউজার নেম টি ব্যবহার করা যেতে পারে।
মোবাইলে ফেসবুক পেজ খোলার নিয়মঃ
এতক্ষণ আপনারা জানলেন ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করে কিভাবে ফেসবুক পেজ খুলতে হয়। এবার আসা যাক মোবাইলে কিভাবে ফেসবুক পেজ খোলা যায়।
প্রথমত, স্মার্টফোন বা মোবাইলে ফেসবুক পেজ খুলতে হলে আপনার ফোনটিতে Facebook App ব্যবহার করে প্রোফাইলে লগইন করে নিতে হবে।
এরপর, Facebook Homepage এর ডান পাশে থাকা Menu মেনুবার অপশন থেকে Pages অপশনটি সিলেক্ট করতে হবে।

Pages এ ঢোকার পর Create বাটনে ক্লিক করলেই নতুন একটি ফেসবুক পেজ তৈরি করার অপশন চলে আসবে। এরপর, Page Name, Category, Description, Profile Picture, Cover photo আপলোড করলেই নতুন একটি পেজ তৈরি হয়ে যাবে।
এরপর আপনি আপনার মত করে পেজটিকে কাস্টমাইজ করে নিতে পারেন।
ফেসবুক পেজ সেটিংস (Facebook Page Settings):
ফেসবুক পেজ খোলার নিয়ম এর মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, ফেসবুক পেজের সেটিং গুলো ভালভাবে কাস্টমাইজ করে নেয়া। অর্থাৎ আপনার ফেসবুক পেজটিকে পরিপূর্ণ রুপ দেয়ার জন্য কিছু কমন Settings গুলো ঠিক করে নিতে হবে।
সেই কাজটি করার জন্য প্রথমে, Manage Page থেকে Edit Page Info তে যেতে হবে। অথবা, আপনার পেজে নিচের About Section থেকেও এই সেটিংগুলো ঠিক করে নিতে পারবেন।

Enter Location
আপনি চাইলে আপনার ফেসবুক পেইজ এ লোকেশন যুক্ত করতে পারেন। আপনার থিকানা বা আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের সঠিক লোকেশন যেমন Street Address, City এবং ZIP Code দিলেই আপনার ঠিকানাটি ফেসবুক পেজ এ যুক্ত হয়ে যাবে।
Enter Website
এখানে আপনি আপনার ওয়েবসাইটের address টা দিতে পারেন। এক্ষেত্রে আপনার যদি বিজনেস বা পার্সোনাল ওয়েবসাইট থাকে তাহলে সেই ওয়েবসাইট এর লিংক এখানে করে দিতে পারেন, এতে করে ভিজিটর বা ফলোওয়ার রা খুব সহজেই আপনার ওয়েবসাইটে ভিজিট করতে পারবে। আর যদি ওয়েবসাইট না থাকে তাহলে দেয়ার প্রয়োজন নেই।
Enter Phone Number
এখানে প্রয়োজনে আপনার ফোন নাম্বার দিয়ে দিতে পারেন। এক্ষেত্রে আপনার পেজটি যদি আপনার ব্যবসা সম্পর্কিত হয়ে থাকে, তাহলে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের ফোন নাম্বার ব্যবহার করতে পারেন, এতে গ্রাহকরা খুব সহজেই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারবে।
Enter Email
এখানে আপনার পেজ এর জন্য ইমেইল অ্যাড্রেস ব্যবহার করতে পারেন।
Edit Business Hours
আপনার ফেসবুক পেজটি যদি ব্যবসার কাজে তৈরি করা হয়ে থাকে তাহলে এখানে চাইলে আপনি Business Hours যুক্ত করে দিতে পারেন। অর্থাৎ আপনার প্রতিষ্ঠান কতক্ষণ পর্যন্ত সেবা দিয়ে থাকে তা উল্লেখ করে দিতে পারেন।
এই সেটিং গুলো ছাড়াও, আপনি চাইলে আপনার ফেসবুক পেজের সাথে অন্যান্য সামাজিক যোগাযোগের মাধ্যম বা Social Media Account গুলোও যুক্ত করতে পারেন।
সেজন্য আপনাকে Edit Page Info থেকে Other Accounts এ গিয়ে Social Media platform যেমন- Instagram, Twitter, WhatsApp, YouTube, Pinterest, LinkedIn সহ আরও অনেক, বাছাই করে সেই Account এর Username দিয়ে add করলেই যুক্ত হয়ে যাবে।
Create and Publish Post
ফেসবুক পেজ তৈরি করা সম্পূর্ণ হয়ে গেলে এরপর আপনাকে যে কাজটি করতে হবে সেটি হল ফেসবুক পেজে পোস্ট করার নিয়ম গুলো জানতে হবে। Facebook Page এ পোস্ট লেখা এবং পাবলিশ করার জন্য, পেজ এ থাকা Create Post বাটন কে ক্লিক করলেই নতুন পোস্ট করার অপশন চলে আসবে।

এখানে আপনার পোস্ট লিখে Post বাটনে ক্লিক করলেই পোস্টটি পাবলিশ হয়ে যাবে।
Invite Friends to Like Your Page
ফেসবুক পেজ খোলা থেকে শুরু করে পেজে পোস্ট পাবলিশ করার পর আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হল পেজে নতুন মেম্বার যুক্ত করা বা পেজে অন্যদের Invite করা।
“Invite Friends to Like Your Page” অপশন থেকে আপনি আপনার বন্ধুদের বা পরিবার পরিজনদের Invite করতে পারেন। এতে করে খুব সহজেই আপনার পেজটির পরিচিতি বৃদ্ধি পাবে এবং নতুন নতুন ফ্যান বা ফলোওয়ার বৃদ্ধি পাবে।
পরিশেষে
তাহলে আপনারা জানলেন, কিভাবে ফেসবুক পেজ খুলতে হয়(How to Create a Facebook Page in Bangla), ফেসবুক পেজ খোলার নিয়ম গুলো কি কি বা প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করতে হলে কি কি বিষয় মাথায় রাখতে হয়।
যাইহোক, ওপরে দেয়া ফেসবুক পেজ খোলার নিয়ম বা ধাপ অনুসরণ করলে, আপনি খুব সহজেই নিজের একটি প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করে ফেলতে পারবেন। এরপর আপনি চাইলে আপনার প্রয়োজন অনুসারে ফেসবুক পেজটিকে সেটিং অপশন থেকে আরও ভালভাবে কাস্টমাইজ করে নিতে পারেন।
পাশাপাশি, ফেসবুক পেজ জনপ্রিয় করার জন্য পেজে নিয়মিত এবং সঠিক সময়ে কন্টেন্ট পাবলিশ করতে হবে। এছাড়া, ফেসবুক পেজ এর জনপ্রিয়তা বৃদ্ধি কিংবা পেজ এর পোস্ট বা কন্টেন্ট গুলোকে আরও বেশি মানুষের কাছে পোঁছে দেয়ার জন্য Boost Post অথবা Paid Campaign রান করানো যেতে পারে।
খুবই উপকারি পোস্ট।
Facebook pez