একসময় যেকোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য Adobe Photoshop এর মতো অ্যাডভান্সড গ্রাফিক্স ডিজাইন টুলস এর ব্যবহার জানতে হতো।
কিন্তু বর্তমানে এসব টুলস এর ব্যবহার ছাড়াই অনলাইনে বিভিন্ন Background Remover Free Tools ব্যবহার করে খুব সহজেই যেকোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। সেই সাথে ছবির জন্য আলাদা করে নতুন ব্যাকগ্রাউন্ডও যুক্ত করে নেয়া যায়।
ফটো বা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার এসব টুলসের পাশাপাশি অনলাইনে অনেক Graphics Design Tools বা ওয়েবসাইট রয়েছে যেগুলো ব্যবহার করেও সহজেই গ্রাফিক্স ডিজাইনের কাজ করা যায়। এরকম একটি জনপ্রিয় সাইট বা টুল হল Canva।
সবচেয়ে মজার ব্যাপার হল ছবির Background Remove করা কিংবা বেসিক গ্রাফিক্স ডিজাইন করার জন্য এখন হাতের স্মার্টফোনই যথেষ্ট।
যেকেউ চাইলে কম্পিউটার ব্যবহারের পাশাপাশি স্মার্টফোন ব্যবহার করে সহজেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, ফটো এডিটিংসহ গ্রাফিক্স ডিজাইনের অন্যান্য কাজগুলো করতে পারে।
মুলত এই পোস্ট থেকে কিভাবে ফ্রিতেই অনলাইনে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ করার অন্যান্য জনপ্রিয় টুলস সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে।
Remove.bg
সহজে এবং খুব দ্রুত যেকোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সবচেয়ে জনপ্রিয় অনলাইন টুল হল- Remove.bg। এই ওয়েব টুলটি ব্যবহার করে এক ক্লিকেই যেকোনো ধরনের ছবি বা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়।
শুধু Background Remove করার কাজেই নয় বরং ব্যাকগ্রাউন্ডে নতুন ইমেজ বা কালার যুক্ত করার ক্ষেত্রেও এই টুলটি বেশ কার্যকর।
যেভাবে এই Online Background Remover Tool ব্যবহার করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ও নতুন ব্যাকগ্রাউন্ড যুক্ত করা যাবে-
১। ছবি বা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য প্রথমেই remove.bg ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
২। এরপর, Upload Image অপশনে ক্লিক করে স্মার্টফোন/ কম্পিউটার থেকে ছবিটি আপলোড করতে হবে। চাইলে সরাসরি কোন ছবি বা ইমেজের Link বা URL ও চাইলে এখানে Paste করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যাবে।

৩। ছবিটি আপলোড করার পরপরই অটোমেটিকভাবে ছবিটির Background Remove হয়ে যাবে।এরপর, চাইলে ছবিটি Download বাটনে ক্লিক করে সরাসরি ডাউনলোড করে নেয়া যাবে।
৪। ছবিটির Original Size বা HD ফাইলে ডাউনলোড করার জন্য Download HD বাটনে ক্লিক করে ডাউনলোড করা যাবে। (তবে HD ফাইল শুধুমাত্র ফ্রি অ্যাকাউন্ট থেকে একবারই ডাউনলোড করা যাবে।)

৫। ছবিটির কোন অংশ যদি সঠিকভাবে রিমুভ না হয় বা যদি ব্যাকগ্রাউন্ডের কোন অংশ ফিরিয়ে আনতে হয়, সেক্ষেত্রে উপরে ডান পাশে Edit অপশন থেকে ERASE/RESTORE অপশন ব্যবহার করে ছবির যেকোনো অংশ আলাদাভাবে রিমুভ করে নেয়া যাবে অথবা চাইলে ব্যাকগ্রাউন্ডের কোন অংশ ফিরিয়ে (Restore) আনা যাবে।
৬। এরপর, ছবিটিতে নতুন Background যুক্ত করতে চাইলে উপরে ডান পাশে ‘Edit’ অপশনে ক্লিক করতে হবে। এরপর Photo অপশন থেকে পছন্দমত যেকোনো Background সিলেক্ট করা যাবে। প্রয়োজনে Upload Background অপশন থেকে নিজের পছন্দমতো কোন ব্যাকগ্রাউন্ডও চাইলে যুক্ত করে নেয়া যাবে।

৭। ছবিতে ব্যাকগ্রাউন্ড ইমেজ যুক্ত করার পাশাপাশি চাইলে শুধুমাত্র Background Color ও যুক্ত করা যাবে। এজন্য, Color অপশনে ক্লিক করতে হবে। এরপর পছন্দমতো Background Color যুক্ত করার পর চাইলে ছবিটিকে ডাউনলোড করে নেয়া যাবে।
৮। এরপর, ছবিটিকে আরো সুন্দরভাবে ডিজাইন করার জন্য চাইলে Canva টুল ব্যবহার করা যেতে পারে। সরাসরি Canva দিয়ে ছবিটি ডিজাইন করার জন্য ‘Add Design’ অপশনে ক্লিক করলেই Canva ওয়েবসাইটে নিয়ে যাবে। এরপর Canva ব্যবহার করে নিজের পছন্দ মতো যেকেনো ধরনের ডিজাইন যুক্ত করা যাবে।
অন্যান্য জনপ্রিয় অনলাইন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার টুলস (Best Free Online Background Remover Tools)
অনেক সময় কিছু কিছু ইমেজ বা ছবির ব্যাকগ্রাউন্ড ঠিক মতো রিমুভ করা সম্ভব হয়না। সেক্ষেত্রে, একের অধিক ব্যাকগ্রাউন্ড রিমুভার টুলস ব্যবহার করা যেতে পারে।।
একেকটি অনলাইন টুলস ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে একেক রকম সার্ভিস দিয়ে দিয়ে থাকে। তাই যদি কোন কারনে ইমেজের ব্যাকগ্রাউন্ড সঠিকভাবে রিমুভ না হয় সেক্ষেত্রে অন্যান্য জনপ্রিয় টুল ব্যবহার করে সহজেই এই সমস্যার সমধান করা সম্ভব।
এমনই কিছু জনপ্রিয় Background Remover Tools/Website সম্পর্কে জেনে নেয়া যাক-
১। Adobe Express
অনলাইন ব্যাকগ্রাউন্ড রিমুভ টুলস গুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত টুল হল- Adobe Express। এই অনলাইন টুলটি ব্যবহার করে সহজেই যেকোনো ধরনের ফটো বা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। পাশাপাশি ইমেজ এডিটিং করার জন্যও রয়েছে বিভিন্ন ধরনের ফিচার।
একনজরে এই টুলটির বৈশিষ্ট্যঃ
- সাইন আপ বা লগইন না করেও ব্যাকগ্রাউন্ড রিমুভ ও ডাউনলোড করা যায়।
- ফ্রিতেই High Quality বা অরিজিনাল সাইজের ইমেজ ডাউনলোড করার সুবিধা।
- ইমেজের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন, কালার, টেক্সট যুক্ত করা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ কাজের জন্য প্রয়োজনীয় ফিচার ও অপশন।
- প্রয়োজনীয় গ্রাফিক্স বা টেম্পলেট ব্যবহার করার সুবিধা।
- ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবিটিকে PNG, JPG, PDF ফরম্যাটে ডাউনলোড করার সুবিধা।
অসুবিধাঃ
- ফটো এডিটিং বা অ্যাডভান্সড গ্রাফিক্স ডিজাইন কাজের জন্য বেশির ভাগ Elements ও Options গুলোই পেইড। অর্থাৎ, এগুলো ব্যবহারের জন্য পেইড সাবস্ক্রিপশনে আপগ্রেড করতে হবে।
তবে, এই অনলাইন টুলটির একটি বড় সুবিধা হল ফ্রিতেই এখানে High Quality ইমেজ ডাউনলোড করা যায়। অর্থাৎ, অন্যান্য Free Background Remover Tools যেখানে ফ্রিতে Low Quality ইমেজ ডাউনলোড করার সুযোগ দেয়, সেখানে Adobe Express এ ফুল সাইজ বা High Quality ফাইলে ছবি/ ইমেজ ডাউনলোড করা যায়।
২। Slazzer
যেকোনো ধরনের ইমেজ বা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার আরেকটি জনপ্রিয় অনলাইন টুল হলো- Slazzer.com। এই টুলটি অনেকটা remove.bg টুলের মতোই। অর্থাৎ, remove.bg তে যেসব ফিচার রয়েছে প্রায় সেসব ফিচারই এই ওয়েব টুলেও রয়েছে।
একনজরে slazzer.com ওয়েব টুলটির বৈশিষ্ট্য-
- অ্যাকাউন্ট খোলা বা লগইন করার ঝামেলা ছাড়া ফ্রিতেই ব্যাকগ্রাউন্ড রিমুভ ও ডাউনলোড করার সুবিধা।
- ছবিতে আলাদা করে ব্যাকগ্রাউন্ড ইমেজ বা কালার যুক্ত করার সুবিধা।
- Erase/Restore অপশন ব্যবহার করে ছবির কোন অংশ বাদ দেয়া বা পুনরায় ফিরিয়ে আনার সুবিধা।
অসুবিধাঃ
- ফ্রিতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবিটি সর্বোচ্চ ০.২৫ মেগাপিক্সেলে ডাউনলোড করা যাবে। অর্থাৎ, ফ্রিতে Low Quality এর ছবি ডাউনলোড করা যাবে।
- Full HD বা ফুল সাইজের ইমেজ (সর্বোচ্চ ২৫ মেগাপিক্সেল) ডাউনলোড করার জন্য পেইড প্ল্যানে আপগ্রেড করতে হবে।
৩। removal.ai
অন্যান্য Background Remover Tools এর মতো removal.ai ও বেশ কার্যকরী টুল। এই ওয়েব টুল ব্যবহার করেও খুব সহজে এবং অটোমেটিকভাবে যেকোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। আর এটি ব্যবহার করা অনেক সহজ বিধায় যেকেউ চাইলে এটিকে ব্যবহার করতে পারে।
একনজরে টুলটির কিছু বৈশিষ্ট্যঃ
- Background Remove করা ও ছবি ডাউনলোড করার জন্য সাইন আপ বা লগইন করার ঝামেলা নেই।
- ছবির কোন অংশ আলাদা করে রিমুভ করা বা পুনরায় ফিরিয়ে আনার জন্য Erase & Restore অপশনের সুবিধা।
- ব্যাকগ্রাউন্ডে ইমেজ বা কালার যুক্ত করার সুবিধা।
- ছবিকে আরও সুন্দর করে তোলার জন্য প্রয়োজনীয় ফিচারসহ এক ক্লিকেই ডাউনলোড করে নেয়ার সুবিধা।
অসুবিধাঃ
- ফ্রিতে Low Quality ইমেজ ডাউনলোড করতে হয়।
৪। Fotor
ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য Fotor বহুল ব্যবহৃত সফটওয়্যার। এই অনলাইন টুল ব্যবহার করেও খুব সহজেই অটোমেটিক Image Background Remove করা যায়।
একনজরে এই টুলটির বৈশিষ্ট্যঃ
- সাইন আপ বা লগইন করার ঝামেলা ছাড়াই দ্রুত ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ ও ডাউনলোড করার সুবিধা।
অটোমেটিক ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরও চাইলে Erase/Restore অপশন ব্যবহার করে আলাদাভাবে - ইমেজের কোন অংশ বাদ দেয়া বা ফিরিয়ে আনার সুবিধা।
- ব্যাকগ্রাউন্ডে চাইলে নতুন ইমেজ যুক্ত করা বা কালার যুক্ত করার সুবিধা।
- Blur Background যুক্ত করার সুবিধা।
অসুবিধাঃ
- ফ্রিতে Low Quality ইমেজ ডাউনলোড করতে হয়।
- Full HD বা ছবিটির অরিজিনাল সাইজে ডাউনলোড করার জন্য পেইড প্ল্যানে আপগ্রেড করতে হবে।
৫। Photoroom
ব্যাকগ্রাউন্ড রিমুভ করার আরেকটি কার্যকরী টুল হল- photoroom.com। যদি কোন কারণে অন্যান্য ব্যাকগ্রাউন্ড রিমুভার টুল ব্যবহার করে ঠিকভাবে Background Remove না হয় সেক্ষেত্রে এই অনলাইন টুল ব্যবহার করা যেতে পারে।
একনজরে Photoroom-এর কিছু বৈশিষ্ট্যঃ
- অন্যান্য ওয়েবসাইট/ টুলের মতো এটিকেও ফ্রিতেই ব্যবহার করা যায়।
- ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সাথে সাথেই ব্যাকগ্রাউন্ড হিসেবে কালার যুক্ত করার সুবিধা।
- সাইন আপ বা লগইন করার ঝামেলা ছাড়াই ফটো ডাউনলোড করার সুবিধা।
অসুবিধাঃ
- Photoroom এর এডভান্সড এডিটিং টুল ফ্রিতে ব্যবহার করতে হলে Watermark সহ ইমেজ ডাউনলোড করতে হবে।
- এডিটিং এর অন্যান্য ফিচারগুলো বেশিরভাগই পেইড।