10Minute School ঘরে বসে Freelancing কোর্স – জেনে নিন বিস্তারিত

You are currently viewing 10Minute School ঘরে বসে Freelancing কোর্স – জেনে নিন বিস্তারিত

বর্তমানে ফ্রিল্যান্সিং করে অনলাইন থেকে টাকা আয় করার ব্যাপারটির সাথে কম বেশি অনেকেই পরিচিত। ঘরে বসে অনলাইন থেকে অর্থ উপার্জন করার জন্য অনেকেই এখন ফ্রিল্যান্সিং এ বেশ আগ্রহী।

যেহেতু, Freelancing পেশায় নিজের ইচ্ছেমত স্কিল ডেভেলপ করে এবং স্বাধীনভাবে কাজ করে অর্থ উপার্জন করা যায় বিধায় ফ্রিল্যান্সিং কাজের প্রতি সবার আগ্রহ দিন দিন বেড়েই চলছে।

তবে, নতুন অবস্থায় অনেকেই কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করতে হয়, বা ফ্রিল্যান্সিং এর কোন কাজ গুলো শেখা দরকার, কিভাবে মার্কেটপ্লেস থেকে কাজ খুঁজে পাওয়া যায় ইত্যাদি বিষয়গুলো ভালোভাবে জানেনা।

বর্তমানে ফ্রিল্যান্সিং এর উপর অনলাইনে প্রচুর কোর্স পাওয়া যায়। সহজে এবং ধাপে ধাপে ফ্রিল্যান্সিং শিখতে ও নির্দিষ্ট বিষয়ে স্কিল ডেভেলপ করতে এসব কোর্সগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

যাইহোক, ফ্রিল্যান্সিং শেখার জন্য 10 Minute School এর একটি জনপ্রিয় অনলাইন কোর্স রয়েছে, যেটি ঘরে বসে Freelancing কোর্স নামে পরিচিত।

মূলত, এই পোস্ট থেকে 10 Minute School এর Freelancing কোর্স সম্পর্কে বিস্তারিত যেমন, কোর্সটি কাদের জন্য, কারা এই কোর্স করে লাভবান হতে পারবে, কোর্স থেকে কি কি বিষয় শেখা যাবে বা কোর্সের বৈশিষ্ট্য এবং কোর্সে ভর্তি হওয়ার জন্য বিশেষ ডিস্কাউন্ট অফারসহ আরও অন্যান্য বিষয় সম্পর্কে ধারণা পাওয়া যাবে।

টেন মিনিট স্কুল – ঘরে বসে Freelancing কোর্স সম্পর্কে

টেন মিনিট স্কুলের ঘরে বসে ফ্রিল্যান্সিং কোর্সটি বেশ জনপ্রিয় একটি কোর্স। এখন পর্যন্ত প্রায় ৩০ হাজারেরও বেশি মানুষ এই কোর্সটিতে ভর্তি হয়েছেন।

ঘরে বসে Freelancing কোর্স এর Instructor হলেন- জয়িতা ব্যানার্জী (Joyeta Banerjee), যিনি আপওয়ার্ক এর একজন টপ রেটেড ফ্রিল্যান্সার।

টেন মিনিট স্কুলের এই অনলাইন কোর্সটিতে ফ্রিল্যান্সিং সম্পর্কে সঠিক ধারণার পাশাপাশি গুরুত্বপূর্ণ কিছু স্কিল শেখানো হয়েছে।

অর্থাৎ, শুরু থেকে ফ্রিল্যান্সিং করতে গেলে যা যা জানা দরকার এবং যেসব বিষয়ে সঠিক স্কিল বা অভিজ্ঞতার প্রয়োজন হতে পারে, এবং নতুন ফ্রিল্যান্সারদের যেসব বিষয়ে দক্ষতা থাকা দরকার সেসব বিষয় গুলো এই কোর্সে শেখানো হয়েছে।

10 Minute School এর অনলাইন Freelancing কোর্স ছাড়াও ঘরে বসে আয় করুন নামে একটি PDF বইও রয়েছে। এই বইটির লেখক হলেন- জয়িতা ব্যানার্জী।

যারা বই পড়ে ফ্রিল্যান্সিং এর বেসিক বিষয়গুলো সম্পর্কে জানতে চান, তারা চাইলে এই ইবুকটি কিনে ডাউনলোড করে পড়তে পারেন।

10 Minute School এর জয়িতা ব্যানার্জীর ফ্রিল্যান্সিং এর আরেকটি জনপ্রিয় কোর্স রয়েছে, যেটি “Data Entry দিয়ে Freelancing” কোর্স নামে পরিচিত।

যারা ডাটা এন্ট্রির কাজ শিখে ফ্রিল্যান্সিং করতে ইচ্ছুক এবং Data Entry কাজে দক্ষতা বৃদ্ধি করতে ইচ্ছুক, তাদের জন্য Data Entry দিয়ে Freelancing কোর্সটি অনেক উপকারে আসতে পারে।

কোর্সে যা যা থাকছে

ঘরে বসে ফ্রিল্যান্সিং কোর্সটিতে যা থাকছে-

  • ৭১ টি ভিডিও
  • সর্বমোট ১৪ ঘণ্টার ভিডিও লেকচার
  • ৩ টি Cheat Sheets
  • কোর্স শেষে সার্টিফিকেট

কোর্সটি যাদের জন্য

ঘরে বসে Freelancing কোর্সটিতে মূলত Freelancing এর একদম বেসিক বিষয় থেকে শুরু করে অ্যাডভান্সড লেভেলের বিভিন্ন বিষয় সম্পর্কে শেখানো হয়েছে।

  • মূলত যারা ফ্রিলান্সিং করতে ইচ্ছুক এবং একদম শুরু থেকে ফ্রিল্যান্সিং সম্পর্কে সঠিক জ্ঞ্যান বা ধারণা অর্জন করতে আগ্রহী, তাদের জন্য এই কোর্স গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।
  • যারা ফ্রিল্যান্সিং সম্পর্কে একেবারেই নতুন, বা ফ্রিল্যান্সার হতে আগ্রহী কিংবা সঠিক গাইডলাইন নিয়ে একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার হিসেবে অনলাইনে ক্যারিয়ার গড়তে ইচ্ছুক।
  • এছাড়াও, যারা ফ্রিল্যান্সিং কাজ মোটামুটি জানে কিন্তু কিভাবে ও কোথা থেকে শুরু করলে দ্রুত সফল হওয়া সম্ভব বা নিজেকে আরও একধাপ এগিয়ে নেয়া যায় তা শেখা যাবে এই কোর্স থেকে।

কোর্স থেকে কি কি বিষয় শেখা যাবেঃ

10Minute School ঘরে বসে Freelancing কোর্স এ ফ্রিল্যান্সিং বিভিন্ন স্কিল সম্পর্কে ধারণা দেয়া হয়েছে। নতুনরা যেন একদম শুরু থেকে ফ্রিল্যান্সিং সম্পর্কে সঠিক ধারণা এবং স্কিল ডেভেলপ করতে পারে সেভাবেই কোর্সটি সাজানো হয়েছে।

এখানে সহজ স্কিল থেকে শুরু করে ইন্টারমিডিয়েট লেভেল আকারে কোর্স এর কন্টেন্ট সাজানো হয়েছে। ফলে, নতুনরা যারা ফ্রিল্যান্সিং শুরু করতে চায়, তারা ধাপে ধাপে সহজ স্কিলের পাশাপাশি এডভান্সড কাজ গুলো সম্পর্কেও দক্ষতা অর্জন করতে পারবে।

১। Content Writing- কন্টেন্ট রাইটিং এর মৌলিক বিষয়বস্তু, যেমন- কন্টেন্ট ফরম্যাটিং (Content Formatting), কিওয়ার্ড রিসার্চ (Keyword Research), কন্টেন্ট র‍্যাঙ্ক করানো (Ranking Content on Search Engines), পোর্টফলিও বানানো (Portfolio Making), ইত্যাদিসহ কন্টেন্ট রাইটিং সম্পর্কে আরও বেশ কিছু বিষয়ে গাইডলাইন দেয়া হয়েছে।

২। Data Entry- ডাটা এন্ট্রি কাজের বেসিক বিষয়াবলী নিয়ে আলোচনা করা হয়েছে এবং কিভাবে মার্কেটপ্লেস গুলোতে ডাটা এন্ট্রির কাজ করতে হয় সে বিষয়ে লাইভ প্রোজেক্টও করে দেখানো হয়েছে। যার ফলে যারা ডাটা এন্ট্রি টাইপের কাজ করতে চায় তাদের জন্য এটি অনেক উপকারে আসবে।

৩। Virtual Assistant- ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করার জন্য যা কিছু জানা দরকার সেসব বিষয়ে ধারণা দেয়া হয়েছে। এখানে, Virtual Assistant কাজের বেশ কিছু বিষয় যেমন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হতে গেলে যেসব স্কিল লাগে, প্রোজেক্ট ম্যানেজমেন্ট, কমিউনিকেশন স্কিল সহ বিভিন্ন টুলস এর ব্যবহার সম্পর্কে আলোচনা করা হয়েছে।

৪। Instagram Marketing- এই কোর্স থেকে আপনি Instagram Marketing সম্পর্কেও স্কিল ডেভেলপ করতে পারবেন। অর্থাৎ, এখানে ফেসবুক মার্কেটিং সহ Instagram মার্কেটিং এর ওপর গাইডলাইন দেয়া হয়েছে।

পাশাপাশি মার্কেটিং এর বিভিন্ন স্ট্রাটেজি বা কলা কৌশল গুলো শেখানো হয়েছে। ফলে Facebook Marketing এবং Instagram Marketing সম্পর্কে বেশ ভালো ধারণা অর্জন যাবে।

৫। Email Template Design- ইমেইল টেম্পলেট কি, কাজের পরিধি, ইমেইল টেম্পলেট ডিজাইন করার উপায়সহ অন্যান্য গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা পাওয়া যাবে।

৬। YouTubing- ইউটিউব থেকে কিভাবে আয় করা যায়, ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও তৈরির উপায়, ফটোশপের কাজ ও বেসিক ভিডিও এডিটিং সম্পর্কে সঠিক ধারণা।

মার্কেটপ্লেস গাইডলাইনঃ

ঘরে বসে Freelancing কোর্স এ ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস নিয়েও গাইডলাইন দেয়া হয়েছে। অর্থাৎ প্রয়োজনীয় স্কিল ডেভেলপ করার পাশাপাশি মার্কেটপ্লেস গুলোতে কাজ পাওয়ার জন্য অ্যাকাউন্ট বা প্রোফাইল কিভাবে বানাতে হয় ও কাজ খুঁজতে হয় সেসব নিয়েও দিক-নির্দেশনা রয়েছে।

Upwork মার্কেটপ্লেস এ প্রোফাইল তৈরি করা থেকে শুরু করে প্রোজেক্ট তৈরি, ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করা ও টাকা উত্তোলন করা ইত্যাদিসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়েছে।

Upwork এর পাশাপাশি কোর্সটিতে Fiverr Marketplace সম্পর্কেও বিস্তারিত গাইডলাইন দেয়া হয়েছে। Fiverr Marketplace এ প্রোফাইল তৈরি করা থেকে শুরু করে গিগ তৈরির যাবতীয় বিষয় তুলে ধরা হয়েছে।

সুতরাং, ফ্রিল্যান্সিং কাজে নিজেকে উপযোগী করে এসব মার্কেটপ্লেসগুলোতে কাজ পাওয়ার জন্য প্রোফাইল বা অ্যাকাউন্ট তৈরি করার কাজে এই কোর্স বেশ ভালো গাইডলাইন দিবে বিশেষ করে নতুনদের জন্য বেশ সহায়ক হবে।

ঘরে বসে ফ্রিল্যান্সিং কোর্স এর বৈশিষ্ট্য

  • একেবারে বিগিনার পর্যায়ে অর্থাৎ যারা নতুন ফ্রিলান্সিং শুরু করতে চায়, তাদের জন্য এই কোর্স বেশ কাজের।
  • পাশাপাশি যারা ফ্রিল্যান্সিং কাজ পারেন কিন্তু কিভাবে ও কোথা থেকে শুরু করবেন বা কিভাবে মার্কেটপ্লেস গুলোতে অ্যাকাউন্ট তৈরি করবেন তাদের জন্য এই কোর্স বেশ ভালো সহযোগিতা করবে।
  • এই কোর্সের আরেকটি সুবিধা হল এই কোর্স করে যেকেউ খুব অল্প সময়ের মধ্যে এবং খুব দ্রুত Freelancing সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবে, চাইলে সরাসরি মার্কেটপ্লেস গুলোতেও কাজ করতে পারবে।
  • যেহেতু এখানে সহজ স্কিল থেকে শুরু করে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত কাজগুলো ভাগ করা হয়েছে, ফলে যারা নতুন তাদের কাজ করতে এবং দ্রুত স্কিল ডেভেলপ করতে সহজ হবে।

কেননা, এখানে ফ্রিল্যান্সিং এর কয়েকটি স্কিল শেখানো হয়েছে টা নতুনদের জন্য খুবই উপকারি।

তারপরও, এই কোর্স থেকে চাইলে আপনি ফ্রিলান্সিং এর খুঁটিনাটি বিষয়গুলো অর্থাৎ ফ্রিল্যান্সিং করতে গেলে যা অবশ্যই জানা দরকার সেগুলো সম্পর্কে সঠিক ধারনা নিতে পারবেন, যেমন, মার্কেটপ্লেস সম্পর্কে পরিচিতি, প্রোফাইল বানানো, বিভিন্ন সফটওয়্যার বা টুলস এর ব্যবহার ও পরিচিতি সম্পর্কে জানতে পারবেন।

কোর্স এর দাম ও প্রোমোকোড

টেন মিনিট স্কুলের ঘরে বসে Freelancing Course এর বর্তমান মুল্য – ১২৫০ টাকা। তবে আপনার কাছে যদি প্রোমোকোড থাকে, তাহলে সেই Promo Code ব্যবহার করে বিশেষ মূল্যছাড়ে ভর্তি হতে পারবেন।

আপনার সুবিধার্থে কোর্সের লিংক এবং Promo Code দেয়া হল-

কোর্সটিতে ভর্তি হতে চাইলে

এই কোর্সটি করার জন্য প্রথমে আপনাকে 10 Minute School এর ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ওয়েবসাইটের স্কিলস অপশন থেকে ‘ঘরে বসে Freelancing’ কোর্স এ যেতে হবে। সরাসরি উপরের দেয়া লিংক থেকেও কোর্সটি ভিজিট করতে পারবেন।

এরপর, কোর্সটি শুরু করুন এই বাটন এ ক্লিক করে ফোন নাম্বার বা ইমেইল আইডি দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করে কোর্সের পেমেন্ট সম্পন্ন করতে হবে।

10minute school ghore bose freelancing

কোর্সের পেমেন্ট প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর কোর্সের ড্যাশবোর্ড এ লগইন হওয়া যাবে। এরপর সরাসরি ড্যাশবোর্ড থেকেই কোর্সের যাবতীয় ভিডিওগুলো ধাপে ধাপে দেখা যাবে।

কোর্স সম্পর্কে বিস্তারিত জানার জন্য বা যেকোনো প্রয়োজনে, তাদের সাপোর্ট টিমে যোগাযোগ করলেই সকল সহযোগিতা পাওয়া যাবে।

পরিশেষেঃ

বর্তমানে ঘরে বসে Freelancing করে অনলাইন থেকে আয় করার অনেকগুলো উপায় রয়েছে। চাইলে যেকেউ নির্দিষ্ট বিষয়ে স্কিল অর্জন করে অনলাইন বিভিন্ন প্লাটফর্ম তথা মার্কেটপ্লেস গুলোতে ফ্রিল্যান্সিং এর কাজ করতে পারে।

ফ্রিল্যান্সিং পেশায় যেহেতু নিজের পছন্দমত সময়ে, ঘরে বসে স্বাধীনভাবে কাজ করে টাকা আয় করা যায় বিধায় এ কাজের প্রতি মানুষের আগ্রহের শেষ নেই।

তারপরও, ফ্রিল্যান্সিং পেশায় সফল হতে গেলে অবশ্যই ধৈর্য ও সঠিক শ্রম দিতে হয়। প্রয়োজনে কোন একটি বিষয়ে সঠিকভাবে স্কিল ডেভেলপ করে নিতে হবে এরপর অনলাইনে কাজের সন্ধান করতে হবে।

সম্ভব হলে ভালো কোন প্রতিষ্ঠান থেকে ফ্রিল্যান্সিং এর কোর্স করা যেতে পারে। তাহলে খুব দ্রুত স্কিল ডেভেলপ করার পাশাপাশি সঠিক গাইডলাইন পাওয়া যাবে যা ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Leave a Reply