ইউটিউব থাম্বনেইল কি – কিভাবে নিজেই থাম্বনেইল ডিজাইন করবেন

You are currently viewing ইউটিউব থাম্বনেইল কি – কিভাবে নিজেই থাম্বনেইল ডিজাইন করবেন

ইউটিউবে ভিডিওগুলোকে সবার সামনে সুন্দর ভাবে উপস্থাপনার জন্য এবং দর্শকদের সহজে আকৃষ্ট করার ক্ষেত্রে ইউটিউব থাম্বনেইল খুবই গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।

যদিও, ইউটিউব চ্যানেলের ভিডিওতে থাম্বনেইল ব্যবহার করা বাধ্যতামুলক নয়। কিন্তু, এই থাম্বনেইল ব্যবহারের ফলে খুব সহজেই ভিডিওতে অধিক ক্লিক পাওয়ার পাশাপাশি ভিডিওতে অধিক ভিউ পাওয়া যায়।

নতুন অনেক ইউটিউবার আছেন যারা কেবল ইউটিউব চ্যানেল শুরু করেছেন কিন্তু থাম্বনেইল কেন, কিভাবে ব্যবহার করতে হয় বা কিভাবে প্রফেশনাল থাম্বনেইল ডিজাইন করতে হয় এই বিষয় গুলো জানে না।

আবার অনেকেই ভিডিওতে থাম্বনেইল ব্যবহারকে খুব বেশি গুরুত্ব দেয় না। কিন্তু, সফল ইউটিউবার হতে গেলে বা ইউটিউবিং এ সফল হতে হলে অবশ্যই এই বিষয়গুলোকে গুরুত্ব দেয়া উচিত।

যাইহোক, আজকের এই পোস্ট থেকে ধারণা পাওয়া যাবে, কেন ইউটিউব ভিডিওতে থাম্বনেইল ব্যবহার করতে হবে বা এর প্রয়োজনীয়তা কি, কিভাবে থাম্বনেইল ডিজাইন করতে হয় বিভিন্ন অনলাইন ফ্রি টুলস ব্যবহার করে।

এক্ষেত্রে যারা Photoshop বা Illustrator এর ব্যবহার খুব ভালো জানেনা, তারাও চাইলে এই ফ্রি টুলস ব্যবহার করে নিজের পছন্দ মত থাম্বনেইল তৈরি করে নিতে পারবে।

আরও পড়ুনঃ

ইউটিউব থাম্বনেইল কি?

ইউটিউব থাম্বনেইল বা ইউটিউব ভিডিও থাম্বনেইল হল মূলত একটি ইমেজ বা ছবি, যেটি ভিডিওতে কভার ফটো হিসেবে ব্যবহার করা হয়। থাম্বনেইলকে মূলত ভিডিওর একটি প্রতিক হিসেবে ব্যবহার করা হয়।

অর্থাৎ ভিডিওটি কি সম্পর্কে বা কোন বিষয়ের ওপর তৈরি করা তা থাম্বনেইল (Thumbnail) এর মাধ্যমে উপস্থাপন করা হয়। এটাকে অনেকটা বই এর কভার পেজ এর মত বলা চলে।

তাছাড়া, ভিডিও গুলোকে কে সুন্দর ভাবে উপস্থাপন করা এবং দর্শকদের মনোযোগ আকর্ষণ করার ক্ষেত্রে ভিডিওতে থাম্বনেইল যুক্ত করা হয়।

ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার পরপরই থাম্বনেইল যুক্ত করার অপশন চলে আসে, যেখান থেকে সেই আপলোড করার ভিডিওর জন্য আলাদা ভাবে ডিজাইন করা কভার ফটো বা থাম্বনেইল যুক্ত করা যায়।

এক্ষেত্রে, ভিডিওতে থাম্বনেইল আলাদা ভাবে যুক্ত না করলেও ইউটিউব অটোমেটিক ভিডিওর কোন একটি অংশকে থাম্বনেইল আকারে প্রদর্শন করে।

ইউটিউব ভিডিওতে থাম্বনেইল কেন ব্যবহার করবেন

ইউটিউবে সর্বপ্রথম যে জিনিসটি আমাদের নজর কাড়ে সেটি হল ভিডিও থাম্বনেইল (Video Thumbnail)। ইউটিউবে কোন একটি ভিডিও দেখার পূর্বে আমরা কম বেশি প্রত্যকেই প্রথমে সেই ভিডিওর থাম্বনেইল টাকেই আগে দেখি বা বেশি গুরুত্ব দেই।

আর তাই, ভিডিওতে দর্শকদের মনোযোগ আকর্ষণ, বেশি ক্লিক বা ভিউ পেতে হলে অবশ্যই ভিডিওগুলোতে আকর্ষণীয় থাম্বনেইল ব্যবহার করা উচিত।

কেননা, ইউটিউবে যে ভিডিওর থাম্বনেইল যত সুন্দর এবং আকর্ষণীয় (Attractive) হবে, সেই ভিডিওতে তত বেশি ক্লিক পড়ার সম্ভাবনা থাকে বা দর্শকরা সেই ভিডিওটি দেখে।

এতে করে চ্যানেলে বেশি ক্লিক পাওয়ার পাশাপাশি ভিডিওগুলোতে খুব ভালো ভিউয়ার (Viewer) বা দর্শকও পাওয়া যায়।

তবে, ইউটিউব ভিডিওতে থাম্বনেইল ব্যবহারের পূর্বে বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে- যেমন,

১। YouTube Thumbnail বানানোর ক্ষেত্রে থাম্বনেইলে যতটা সম্ভব অতিরিক্ত বিষয় বস্তু যুক্ত করা থেকে বিরত থাকা উচিত। অর্থাৎ থাম্বনেইলে অতিরিক্ত কোন লেখা বা সরাসরি পুরো ভিডিও টাইটেল ব্যবহার না করাই উত্তম। বরং থাম্বনেলে এমন কিছু শব্দ বা টাইটেল ব্যবহার করা যেতে পারে যেটা খুব সহজেই দর্শকদের নজর কাড়ে এবং থাম্বনেলটি দেখতেও প্রফেশনাল মনে হয়।

২। থাম্বনেইল ডিজাইন করার ক্ষেত্রে মনে রাখতে হবে যেন এটি ভিডিওর সাথে সাদৃশ্য (Relevant) থাকে। অর্থাৎ এমন কোন থাম্বনেইল ব্যবহার করা যাবেনা যা ভিডিওর সাথে মানানসই না হয় বা থাম্বনেইল এ যা বলা হয়েছে তার সাথে ভিডিওর কোন মিল নেই। এরকম হলে ভিডিওতে ক্লিক বেশি পড়লেও, ভিডিওতে Bounce Rate অনেক বেড়ে যাবে, ফলে ভিডিওর র‍্যাঙ্ক হওয়ার সম্ভাবনাও অনেক কমে যাবে।

৩। থাম্বনেইল এ প্রয়োজনে ব্র্যান্ড লোগো বা চ্যানেল লোগো ব্যবহার করা যেতে পারে। এতে করে খুব সহজেই Brand Awareness তথা চ্যানেল Branding এ ভুমিকা রাখবে। যদিও এটা না করলেও সমস্যা নেই।

YouTube Thumbnail ডিজাইন করার সেরা ফ্রি অনলাইন টুলস

অনলাইনে ইউটিউব থাম্বনেইল (YouTube Thumbnail Design) বানানোর জন্য বিভিন্ন ধরনের টুলস বা YouTube Thumbnail Maker বা সফটওয়্যার রয়েছে, যেগুলো ব্যবহার করে ফ্রিতেই খুব সহজে দারুন সব থাম্বনেইল তৈরি করা যায়।

এছাড়া, বেশ কিছু, অনলাইন গ্রাফিক্স ডিজাইন প্লাটফর্ম রয়েছে, যেগুলোতে প্রচুর রেডিমেড টেম্পলেট বা YouTube Thumbnail Template পাওয়া যায়, যেগুলো নিজের মত কাস্টমাইজ করে ব্যবহার করা যায়।

এক্ষেত্রে, আপনার যদি গ্রাফিক্স ডিজাইন বা ফটো এডিটিং সম্পর্কে খুব ভালো দক্ষতা নাও থাকে, তারপরও এসব অনলাইন ফ্রি টুলস দিয়ে খুব সহজেই ইউটিউব ভিডিওর জন্য থাম্বনেইল ডিজাইন করে নিতে পারবেন।

Canva

অনলাইন গ্রাফিক্স ডিজাইন বা ফটো এডিটিং এর সব থেকে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত ফ্রি একটি টুল হল Canva। মূলত, এটি একটি অনলাইন ভিত্তিক গ্রাফিক ডিজাইন বা ফটো এডিটিং টুল এবং প্লাটফর্ম।

এটিকে ব্যবহার করে খুব সহজেই দারুন সব ডিজাইন তৈরি করা যায় কোন ধরনের গ্রাফিক্স ডিজাইন স্কিল ছাড়া।
তাছাড়া, এখানে প্রচুর ফ্রি রেডিমেড টেম্পলেট, ইমেজ, গ্রাফিক্স পাওয়া যায়, যেগুলো ব্যবহারের মাধ্যমে যেকেউ নিজের পছন্দমত ডিজাইন তৈরি করে নিতে পারে।

Canva টুলটিকে ব্যবহার করার জন্য Canva Website এ গিয়ে প্রথমে আপনাকে একটি জিমেইল আইডি দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে।

Canva free online tool for youtube thumbnail maker

এরপর, Canva হোম পেজের সার্চ বার YouTube Thumbnail লিখে সার্চ করলেই অনেকগুলো Template পেয়ে যাবেন এডিট করার জন্য, অথবা চাইলে সরাসরি কাস্টম সাইজ অর্থাৎ YouTube Thumbnail Size 1280720 Pixels দিয়ে “Create New Design” বাটনে ক্লিক করলেই থাম্বনেইল ডিজাইন করার অপশন দেখতে পাবেন।

যেখান থেকে আপনার প্রয়োজনে বিভিন্ন Templates, Image, Elements/ Graphics, Text, Color ব্যবহার করে থাম্বনেইল এডিট করতে পারবেন।

তবে, ডিজাইনগুলোকে আরও সুন্দর এবং প্রফেশনাল রুপ দেয়ার জন্য বা ডিজাইন কে আরও ভালভাবে কাস্টমাইজ করার জন্য Canva এর Pro ফিচার রয়েছে, যেগুলো প্রিমিয়াম মেম্বারশিপ কিনে নিয়ে ব্যবহার করতে হবে।

Thumbnail ডিজাইন কমপ্লিট হয়ে যাওয়ার পর “Download” অপশন থেকে ইমেজটি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। ক্যানভা টুলটিকে মূলত দুইভাবে ব্যবহার করা যায়।

চাইলে সরাসরি Canva.com ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্ট তৈরি করে ব্যবহার করা যায়, অথবা Google Playstore থেকে Smartphone বা Android Apps ইন্সটল করেও ব্যবহার করা যায়।

অর্থাৎ, আপনি Smartphone অথবা কম্পিউটার বা ল্যাপটপ দিয়েও এই টুলটিকে ব্যবহার করে ফটো এডিটিং তথা ইউটিউব থাম্বেল ডিজাইন করে নিতে পারবেন।

Snappa

ইউটিউব থাম্বনেইল বানানোর জন্য আরেকটি জনপ্রিয় অনলাইন গ্রাফিক্স ডিজাইন টুল হল Snappa। Canva এর মত এটিও বেশ জনপ্রিয় একটি প্লাটফর্ম, যেটিকে ফ্রিতেই ব্যবহার করে বিভিন্ন ধরনের ছবি বা ফটো এডিটিং এর কাজ করা হয়।

এই টুলটি ব্যবহার করা খুবই সহজ বিধায় যেকেউ চাইলে এটিকে নিজের প্রয়োজনে ব্যবহার করতে পারে। তাছাড়া, এখানে প্রচুর ফ্রি Templates এবং graphics পাওয়া যায়।

যেগুলো কাস্টমাইজ করে নিজের মত ডিজাইন তৈরি করে নেয়া যায়। Canva এর মত এই টুলটিকে ব্যবহারের জন্য প্রথমে আপনাকে Snappa Website এ গিয়ে সাইনআপ করে নিতে হবে।

এরপর, হোমপেজ এর একদম নিচের দিকে Scroll করলে বিভিন্ন ডিজাইনের সাইজ দেখা যাবে, যেখান থেকে পছন্দ মত একটি সাইজ যেমন “YouTube Thumbnail” সিলেক্ট করলেই থাম্বনেইল এডিট করার অপশন চলে আসবে।

অথবা, সরাসরি Custom Graphic Size এ নির্দিষ্ট Width & Height অর্থাৎ ইউটিউব থাম্বনেইল সাইজ ১২৮০৭২০ pixels দিয়ে Create বাটনে ক্লিক করলেই থাম্বনেইল এডিট করার ফুল ইন্টারফেস দেখতে পাবেন।

থাম্বনেল ডিজাইন করা শেষ হলে Download অপশন থেকে আপনার তৈরি করা ডিজাইনটি ডাউনলোড করে নিয়ে আপনার চ্যানেলের ভিডিওতে ব্যবহার করতে পারবেন।

পরিশেষেঃ

ইউটিউব থাম্বনেইল ডিজাইন করার এই সব ফ্রি টুলস ছাড়াও অনলাইনে আরও বেশ কিছু প্লাটফর্ম বা ওয়েবসাইট এবং YouTube Thumbnail Maker Apps রয়েছে, যেগুলো ব্যবহার করেও থাম্বনেইল তৈরি করা যায়।

তবে, ফ্রি টুলস গুলোর মধ্যে Canva ই বেশি জনপ্রিয় এবং এটি ব্যবহার করাও অনেক সহজ।

সুতরাং, আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও থাম্বনেইল খুব সহজে নিজেই তৈরি করে নিতে চান তাহলে ওপরে দেয়া টুলস গুলো ব্যবহার করে দেখতে পারেন।

Leave a Reply